- 
	
	
	
	
		ভালভাবে ফরেক্স শিখা নির্ভর করবে অবশ্যেই আমাদের উপর । আমরা কতটুকু ভালভাবে এর পিছনে সময় দিচ্ছি তার উপরে । আমরা যদি ভালভাবে ফরেক্স শিখতে চায় তবে অবশ্যই আমাদেরকে অনেক বেশি করে নিজের উপর বিশ্বাস রেখে কাজ শুরু করতে হবে ডেমো একাউন্টে । আর ফোরামের সাথে লেগে থাকলে অনেক কিছু শিখা যাবে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শেখার জন্য অনালাইন থেকে বিভিন্ন পেইজ থেকে ধারনা নিতে পারেন অথবা পরিচিত কেউ থাকলে তার থকে সাহায্য নিতে পারেন। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার পর ডেমো ট্রেড করার চেষ্টা করতে হবে।  ফরেক্স ট্রেড দক্ষতা বারানোর অন্যতম উপায় হলো ডেমো ট্রেড করা। এছাড়াও ফরেক্সের ফোরাম থেকে আপনার অজানা অনেক বিষয় জানতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শেখার সব থেকে ভাল উপায় হচ্ছে ডেমো অ্যাকাউন্ট নিয়ে বেশি বেশি কাজ করা। আর বিভিন্ন এক্সপার্টদের হেল্প নেয়া। এ ছাড়াও বিভিন ফরাম,ব্লগ এ নিয়মিত ভিজিট করা।এ ছাড়াও  শিখার জন্য অন্য কারো সাহায্য না নিয়ে বরং ইউটিউব এবং গোওলের সাহায্য নিতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		আসলে ফরেক্স মার্কেটে আপনাকে কেউ শিখাবে না তাই আপনি নিকে নিজেই ফরেক্স মার্কেট শিখতে হবে কারন ফরেক্স মার্কেটে আপনি যত বেশি ট্রেড করবেন ততই বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবেন আর আপনি ভাল করে ট্রেড করতে পারবেন আর আপনার লাভ হবে।
	 
 
- 
	
	
	
	
		ভাই ফরেক্স মার্কেটে থেকে আপনি আয় করতে হলে আপনাকে মার্কেট সম্পর্কে আগে ভালভাবে জানতে হবে । এর জন্য আপনি যেকোন অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ নিতে পারেন । তাছাড়া আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেও সাহায্য নিতে পারেন । এছাড়াও আপনি ডেমো প্র্যাকটিসও করতে পারেন ।
	 
 
- 
	
	
	
	
		আপনি যদি নতুন হন তবে আমি বলব আপনি মানুষিক পস্তুওতি নেনে ফরেক্স মাকেটে ধরয ধারান করা | আপনার প্রথম কাজ হবে ডেমো পারতিস করা আপনি মন দিয়ে ডেমো পাড়টীশ কোড়েণ আপনি ফরেক্স তবে ভাল ভাবে করতে পারবেন | ফরেক্স একটি ভাল মাকেট এখাণ ঠেকে লাভ কোড়া সম্ভব|
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স খুবই লাভোবান একটি ব্যবসা ,তাই আমি বলব যদি কেউ ফরেক্স ক পেশা হিসেবে নিতে  চান তারা অবশ্যই ডেমো দিয়ে অনেকদিন পর্যন্ত অনুশীলন এবং ফরেক্স নিয়ে অনেক পড়াশুনাও করতে হবে তা হলে একদিন প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে সৃষ্টি করতে পারবেন আশা করি ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স ভালো করে শিখতে হলে ফরেক্স ফোরামে নিয়মিত কাজ করতে হবে।কারন এই ফোরামে অনেক অভিজ্ঞ ট্রেডার রয়েছে যারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।এখানে আপনি আপনার অনেক অজানা তথ্য জানতে পারবেন।এজন্য আপনাকে ধৈর্য্য ধরে টিকে থাকতে হবে।এছাড়াও অনলাইনে বিভিন্ন সাইট থেকে অথবা কোন দক্ষ ট্রেডারের কাছ থেকে ফরেক্স শিখতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		সবাই ভাল ভাবে ফরেক্স ব্যবসা করতে চায় । কারন ভাল ভাবে ফরেক্স ব্যবসা করতে পারলে সে খুব তারাতারি হাজার হাজার টারার মালিক করে যাবে । তাই বলতে পারি যে ভাল ভাবে ফরেক্স ব্যবসা করতে হলে আগে ডেমো ট্রেড করতে হবে অনেক দিন, সকল প্রকার এনালাইসিস করে তাই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে হবে ।আমার মতে এটাই হল ভাল ভাবে ফরেক্স করা ।
	 
 
- 
	
	
	
	
		ভাল ফরেক্স শিখার অন্যতম উপায় হল আত্ন অনুসন্ধানী হতে হবে । যে কোন বিষয় নিজের আয়ত্ত নিয়ে আসার অন্যতম সূত্র হল কৈতুহল । তাই বলা হয় কৈতুহল ও আগ্রহ হল মনের খিদা । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি এখানে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারি যদি আমরা নিজেদের শিখার মধ্য রাখি প্রতিনিয়ত ।