- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট হচ্ছে সারা বিশ্বব্যপি একটি মুদ্রা কেনাবেচা বাজার যেকানে সারা দেশের মুদ্রা কেনাবেচা করা হয় ,সেই পরিবত্তনের মাধ্যমে নিজে কিছু ডলার ইনভেস্ত করে কেনাবেচা করে কিছু অংশ ব্রকার থেকে প্রদান করা হয় যা ব্যবসা বলে ধরা হয় সেই পদ্দতি অবলম্বন করে ফরেক্স থেকে আয় করা সম্ভব। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আমরা ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রা কিনে থাকি। দুইটি দেশের মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার হয়ে থাকে। eur/usd এখনে প্রথম টাকে বলা হয় বেস ২য় টাকে বলা হয় কাউন্টার। 
 
- 
	
	
	
	
		কোণ একটা দেশের মুদ্রা ক্রয় করে অন্য একটা মুদ্রা বিক্রি করে, অথবা একটা দেশের মুদ্রা বিক্রি করে অন্য কোন দেশের মুদ্রা ক্রয় করে। সর্বোপরি এক দেশের মুদ্রার সাথে অন্য একটা দেশের মুদ্রার বিনিময় ঘটিয়ে। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আয় করতে হলে একজন ট্রেডারকে ভাল করে ফরেক্স ট্রেড শিখতে হবে। কারন ফরেক্স মার্কেটে যারা এ পর্যন্ত লাভ করে আসছে বা ফরেক্স মার্কেটে ভাল করছে তারা সবাই অনেক দিন ফরেক্স মার্কেটে অনেক সময় দিয়েছে ফরেক্স মার্কেটকে। তাই যত বেশি ধারনা অর্জন করা যাবে তত বেশি ইনকাম করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব।  কারন ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সির ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়। এখানে কারেন্সির পেয়ার বা জোড় থাকে।  জোড়ের প্রথমটাকে বেস কারেন্সি এবং দ্বিতীয়টাকে কোট কারেন্সি বলে। একই সময়ে বেস কারেন্সির ক্রয়-বিক্রয় অথবা কোট কারেন্সির ক্রয়-বিক্রয় করার মাধ্যমে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব। 
 
- 
	
	
	
	
		প্রত্যক দেশের মুদ্রা সর্বদা পরিবত্নশীল। ফরেক্স মার্কেটে যেহেতু মুদ্রা ক্রয় বিক্রয় হয় সেহেতু আপনি যখন দেখবেন একটি দেশের মুদ্রার দাম কমেছে তখন আপনি ওই দেশের মুদ্রা কিনে নিবেন। আবার যখন দেখবেন ওই মুদ্রার দাম বেড়েছে তখন আপনি মুদ্রাটি সেল করে দিবেন। এভাবেই ফরেক্স মারকেটে আয় করা হয়। 
 
- 
	
	
	
	
		পৃথিবীর একেক দেশে একেক ধরনের মূদ্রা প্রচলিত। একটি দেশের মূদ্রার মানের সাথে অন্য একটি দেশের মূদ্রার মানে রয়েছে পার্থক্য। অর্থনৈতিক কারনে প্রতি মূহুর্তেই এই মানের পরিবর্তন হয়ে থাকে। এই মানের তারতম্য কে কাজে লাগিয়েই ফরেক্সে আয় করা যায়। কম দামে মূদ্রা কিনে বেশি দামে বিক্রি করা টাইপ। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট থেকে আয় করা খুবই সহজ শুধুমাত্র বাই এবং সেল করবেন । বাই সেল করলেই আপনার মুনাফা হবে । তবে এর জন্য্ আপনার কিছু প্রস্তুতি দরকার রয়েছে ।  আর আপনার ভেতর বিশেষ কিছু গুণাবলী থাকা প্রয়োজন যার মা্ধম্যে  সহজেই আপনি ফরেক্স মার্কেট এ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন । আসলে ব্যাপারটা খুবই সোজা আবার ব্যাপক কঠিন । 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা জন্য অনলাইনভিত্তিক একটি মার্কেট প্লেস। এখানে সাধারনত মুদ্রা জোড়ের মাধ্যমে মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ধরুন, আপনি ১.১০ রেটে ১১০০ ডলারের বিনিময়ে ১০০০ পাউন্ড ক্রয় করলেন। এরপর রেট যদি বেড়ে গিয়ে ১.২০ হয়ে যায় তখন আপনি ঐ ১০০০ পাউন্ড বিক্রি করে দিয়ে পাবেন ১২০০ ডলার। এভাবে আপনি ১০০ ডলার লাভ করতে পারেন। 
 
- 
	
	
	
	
		প্রতিটা দেশের একটি নিজস্ব মুদ্রা থাকে আমাদের দেশের মুদ্রার নাম হল টাকা । আমাদের টাকার বিপরীতে বিভিন্ন দেশের টাকা মান বারে কমে এই ভাবে কখনো ডলারের দাম বাড়ে কমে ।দু্*ই দেশের মুদ্র্রা মিলে একটি কারেন্সি পেয়ার হয় সে পেয়ারে বাই বা সেল করে আমরা প্রপিট বা লস করে থাকি ।