-
স্টপ লস এবং টেক প্রফিট বিষয়টা হলো- আপনি ট্রেড চালু থাকা অবস্থায় আপনি কখন আপনার লস স্টপ করবেন বা থাবাবেন সেই অবস্থাটা নির্দেশ করে। আর টেক প্রফিট হলো আপনি ট্রেড চালু থাকা অবস্থায় কখন আপনার প্রফিট বন্ধ করবেন। এটা হলো স্টপ লসের ঘরে যেয়ে নির্দিষ্ট এমাউন্ট লিখে দিলে ঐ নির্দিষ্ট এমাউন্টে যেয়ে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে। আর ট্রেক প্রফিট হলো টেক প্রফিট এর ঘরে যেয়ে নির্দিষ্ট এমাউন্ট লিখে দিলে ট্রেড ঐ নির্দিষ্ট এমাউন্টের ঘরে যেয়ে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয়।ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে। ফরেক্স মার্কেতে লসের পরিমান কমাতে হলে আপনাকে ফরেক্স ট্রেড ওপেন করার সময় অনেক কিছুই ভেবে ট্রেড নিতে হবে। সাপোট এবং রেসিস্টেন্ট নিয়ে অনেক সময় ট্রেড করতে পারে লস কম হয়।আর টেইক ফ্রফিট হচ্ছে আপনার লাভের পরিমান আত লস হচ্ছে লসের পরিমান যা আপনি দিতে চান।
-
ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করার জন্য এবং ট্রেড করে লস করার জন্য আমরা ফরেক্স মার্কেট এ টেক প্রপিট এবং স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ আমাদের লস কে কন্ট্রোল করতে পারি।মনেকরেন আপনি একটি ট্রেড বাই করলেন এখন কিছুক্ষণ পর আপনি দেখলেন যে আপনার ট্রেড টি লাব এর দিকে যাচ্ছে।এখন আপনি যদি আগে থেকে টেক প্রপিট ব্যাবহার করতেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত আয় ধরে নিতে পারতেন।স্টপ লস এর বেলাই এর বিপরীত হয়।।
-
স্টপ লস এবঙ টেক পৃফিট ফরেক্স মার্কেটের অত্যান্ত গুরুত্বপুর্ন বিষয়। আমাদের একাউন্টকে অনেক বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করার জন্য স্টপ লস ব্যাবহার করা জরুরী। আমরা কত লস মেনে নিতে পারব তা আগে থেকেই হিসেব করে আমাদের স্টপ লস ব্যাবহার করা উচিত। আর আমরা কতটুকু লাভ নিতে চাই কোনো রকম রিস্ক ছাড়া তা নির্ধারন করার জন্য টেক প্রফিট ব্যবহার করা আবশ্যক ।
-
স্টপ লস দ্বারা আমরা লস টাকে সিমিত রাখতে পারি যাতে ব্যালেন্স শুন্য না হয়।টেক প্রফিট হচ্ছে কি পরিমান আমি লাভ করতে পারি তা সেট করব। ফরেক্স মার্কেটে টেক প্রফিট এবঙ স্টপ লস খুবই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। তাই আমি মনেকরি স্টপ লস এবঙ টেক প্রফিট সমন্ধে সবাইকে ভাল ধারনা লাভ করা দরকার। তাহলেই ফরেক্স মার্কেটে সফল হতে পারবে।
-
আসলে আমি ফরেক্সে নতুন তাই আমি ফরেক্স এর সবগুলা টুলস গুলা ভাল করে জানতে পারি নাই । তবে আমি ফরেক্সের সব গুলা টুলস ভাল করে জানতে চাই ফরেক্স মার্কেট থেকে আমি ভাল কিছু পেতে চাই ভাল কিছু করতে চাই । আমি ফরেক্স ভাল করে শিখতে চাই ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে জানা খুবই জরুরী । কারণ আমরা যদি স্টপ লস না দিয়ে ট্রেড করি তাহলে আমাদের যদি লস হওয়া শুরু হয় তাহলে শুধু লস ই হতে থাকে । কিন্তু আমরা যদি স্টপ লস দিয়ে ট্রেড করি তাহলে আমাদের লস এর পরিমাণ সীমাবদ্ধ থাকবে ।
-
স্টপ লস হলো এমন একটা পয়েন্ট যেখানে মার্কেট আসলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে । স্টপ লস যদি হিট করে তাহলে আপনার লস হবে । আর টেক প্রফিট কটা পয়েন্ট যেখানে মার্কেট আসলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে । টেক প্রফিট যদি হিট করে তাহলে আপনার লাভ হবে ।
-
ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডের প্রথমিক কিছু নিয়ম শিখতে হয় । ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করার সময় স্টপ ও টেক প্রপিট সেট করি তাই ডেমো ট্রেড করার সময় আমার বেশির ভাগ ট্রেড স্টপ হিট করে এবং টেক প্রপিট দেওয়ার পর মার্কেট সেই দিকে যায় না ।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো স্টপ লস্ এবং টেক প্রফিট ।যখন মার্কেটের অবস্থা মন্দা হবে তখনই লস স্টপ করতে হবে।আর ঠিক পর মুহূর্তে টেক প্রফিট করতে হবে।