-
হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করাটা বেশ কঠিন কাজ এটি ঠিক কিন্তু একেবারে অসম্ভাব এটি আমি বলছি না সঠিক ফরেক্স ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা,কেৌশল সর্বোপরি পরিপূর্ন পরিকল্পনা বা সিস্টেম অনুযায়ী অগ্রসর হওয়া গেলে ধীরে ধীরে আমার কাছে মনে হয় হারানো ক্যাপিটাল বা মূলধন আবারো পূনরায় ফিরে পাওয়া সম্ভাব।
-
আপনি যদি আপনার একাউন্টে ৫০ডলার হারান তা আপনাকে নতুন একাউন্ট এ ১০০লাভ করতে হবে।আর যদি৭৫ হারান তবে ৩০০লাভ করতে হবে
-
আসলে হারানো টাকা পুনরুধার করা খুব একটা কঠিন নয়. তবে আমাদের মন মানসিকতার পরিবর্তনের কারণে আমরা আর সাহস করে উঠতে পারি না. আমাদেরকে সব সময় ফরেক্স এ টিকে থাকার এবং লেগে থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে. ডেমো ট্রেডিং কে গুরুত্ব দিতে হবে. বোনাস কে হাতছাড়া করা যাবে না. অল্প অল্প ইনভেস্ট করে এগিয়ে যেতে হবে. ভালো ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে. সর্বপরি ভুল থেকেই শিখা যায় এমন মনোভাব রেখেই ভবিস্যতের দিকে এগিয়ে যেতে হবে.
-
আমিও এটা মনে করি । এটাই ফরেক্স এর সবচেয়ে বড় সমস্যা । একবার যদি ক্যাপিটাল হারান তাহলে রিকভার করা অনেক কঠিন । তখন অনেক বড় বড় ধরনের রিস্ক নিতে হয় । যার ফলে আরও লস হওয়ার সম্ভাবনা থেকে যায় ।
-
হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিন এটি ঠিক তবে একেবারে অসম্ভাব নয় আপনি যদি ভাল ভাবে ফরেক্স ট্রেডিংয়ে তালিম নিয়ে থাকেন এবং ফরেক্স ট্রেডিংয়ের উপর নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে পারেন তা হলে সেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি আপনার হারানো ক্যাপিটাল পুনরায় পুনরুদ্ধার করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
জ্যা যাবার তা যাবে তাকে ফিরিয়ে আনা যায় না বা আনার জন্য কস্ট না করাই ভাল। তার ছেয়ে ভাল কিবাবে ট্রেড করলে একাঊণ্ট থেকে ডলার হারানোর সুম্ববনা থাকবে না তা খোজে বাহির করতে হবে। তাহলে আর হারানো ভয় থাকবে না।
-
ফরেক্স মার্কেট এ যদি কোন ট্রেডার লস করে সেই লস উঠনো একটু কঠিন হবে,তার পর ভেঙ্গে না পরে ট্রেডিং করে যেতে হবে সুযোগ পেলে একটু বড় লট দিয়ে ট্রেড করে লস রিকভারি করা যেতে পারে,তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকলে এক দিন অনেক প্রফিট আসবে লস কম হবে।
-
হ্য আপনি যদি আপনার আকাউণ্ট এ বেশি লস করলে সেটা রিকভার করা বেশ কঠীন। একবার লস করলে সেটা রিকভার এর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। আবার অনেকে লস রিকভার করতে যেয়ে পুরো আকাউণ্ট জিরো করে ফেলে। তাই সবসময় এক্রকরম ভাবে ট্রেড করার এক্সেস্টা করা উচিত।
-
আসলে লস রিকভার করাও পার্ট অফ ট্রেডিং। কেননা এই মার্কেটে যে কারো লস হবেই। তাই আপনাকে আগের লস রিকভার করতে হবেই। আর যদি বলেন আমি লস করবই বা কেন তবে সেখানে আমার বলার কিছু নেই। কেউ যদি প্রফিট করতে পারেন লস করা ছাড়া তবে তাকে আমার পক্ষ থেকে স্বাগতম।
-
হারান ক্যাপিটাল পুনরুদ্ধান করা তেমন কঠিন কাজ না শুধু মাথাটা ঠান্ডা রেখে যা আছে মুলধন তা নিয়ে ভাল ভাবে ট্রেড করলে দেখবেন আপনার হারান ক্যাপিটাল পুনরায় ফিরে পাবেন। ব্যবসায় লাভ লচ আছে তার মানি এই নয় যে একবার লচ খাওয়ার পর আপনি আর ব্যবসা করবেন না। ফরেক্র মারকেটে হতাস না হয়ে মন ভল নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই একদিন না একদিন।