-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা দুই ধরনের টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেড করতে পারি যথা লং টাইম ফ্রেম আর সর্ট টাইম ফ্রেম,ভাল ট্রেডার হতে চাইলে লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করা,তাই আমাদের ৪ ঘণ্টা বা ১ দিনের টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করলে ভাল ট্রেড হুয়া যায়,তাই ভাল ট্রেডার হুয়া যায়।
-
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম হল খুব গুরুত্বপুূর্ণ কারন আমাদের টাইম ফ্রেম নির্দিস্ট করতে পারলে অনেক ভাল হবে। আমি নতুন ট্রেডার আমার কাছে টাইম ফ্রেম সম্পর্কে সঠিক জ্ঞান নেই। আমার কাছে ডেইলি টাইম ফ্রেম ভাল লাগে।
-
টাইমফ্রেম বুঝে ট্রেড করা একটি বড় ধরনের কৌশল। কেননা এতে আমাদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। আমি কোন ট্রেড এক দিনের বেশি রাখতে পছন্দ করি না। এতে মানসিক চাপ কম থাকে। তাই এক ঘন্টার টাইমফ্রেম আমার কাছে সবচেয়ে নিরাপদ বলে মনে হয়। আমি এখানেই ট্রেড করি।
-
ফরেক্সেতো টাইম ফ্রেমের কোন অভাব নেই তাই ত্রেডার তার ইচ্ছা ও সুবিধা অনুযায়ী টাইম ফ্রেম ব্যবহার করতে পারে । ফরেক্সে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আছে ৫মি। ১৫ মি। ৩০মি। ১ ঘন্টা ৪ ঘন্টা । যেই টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেডারের সুবিধা মনে হবে ট্রেডার সেই টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করতে পারে। তবে আমি মনে করি ১৫ মি এর টাইম ফ্রেম দেখে ট্রেড করা ভাল ।
-
এটা মুলত নির্ভর করে আপনি কোন ধরনের ট্রেড অপেন করতে চান। ১,৫এবং ১৫ মিনিট টাইমফ্রেম স্কাল্মপিং এর জন্য খুব ভাল। আর দীর্ঘ সময় ধরে ট্রেড করার জন্য ১,২,৪ ঘণ্টা এবং ১ দিন এর টাইম ফ্রেম অনুসরণ করা ভাল। কিন্তু আমার মতে, আপনি লং টাইম এর টাইম ফ্রেম ধরে ট্রেড করাই ভাল। কারণ আপনার এনালাইসিস ভাল কাজ করবে।
-
আমি বলবো টাইম ফ্রেম ফরেক্স সম্পর্কে মার্কেটের মুভমেন্ট প্রকাশ করে।বিভিন্ন রকমের টাইমফ্রেমের মধ্য ১দিন, ৪ঘন্টা আথবা সর্বনিম্ন ১ঘন্টার টাইমটাইমফ্রেমে ট্রেড করা ভালো।তবে কেউ যদি স্কালপিং পছন্দ করে তবে সে ৫-১৫মিনিটের টাইমফ্রেমে ট্রেড করবে।তবে স্কালপিং করার জন্যও ১দিনের টাইমফ্রেমের ট্রেন্ড বুঝে ট্রেড করতে হবে।
-
একএক জন মানুষ এক এক টি দেখে ট্রেড করে তাই আমি বলবো যে যারা ট্রেড কয়েক ঘন্টা ধরে করে তাদের জন্য h1 টাই ভালো বলে আমি মনে করি আর যারা কয়েকদিন ধরে ট্রেড করেন তাদের জন্য d1 টাইম ফ্রেম দেখে করাই ভলো আর যারা সপ্তাহ ব্যাপি করেন তারা w1 দেখে করতে পারেন । মূলত যার যেটা তে বুজতে সুবিধা হয় সেটা দেখে ট্রেড করা ভাল।
-
এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত।
-
ফরেক্স মার্কেটে আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেম বা ১ দিনের টাইম ফ্রেম দেখে ট্রেড করা ভাল । আরমা কখনোই m1, m5 অথবা m15 এ সময় দেখে ট্রেড করার চেষ্টা করব না তাহলেই অামরা সমস্যায় পড়ে যেতে পারি । আমরা বুঝে শুনে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
এজন্য আপনাকে জানতে হবে টাইমফ্রেম কি এবং কেন করতে হয়, নতুবা আপনি কখনও ভাল মানের ফরেক্স ট্রেডার হতে পারবেন না । প্রতিটি টাইমফ্রেমের কার্যকারিতা দেখে আপনাকে আপনার পছন্দ মোতাবেক টাইমফ্রেম ব্যবহার করতে হবে ।