আমি একজন ছাত্র আমার লেখা পরার পাশাপাশি অন্য জব করার সমায় নায় করন আমার দিনের বেলা কলেজে থাকতে হয়। কিন্তু আমি যদি কিছু না করি তাহলে আমার লেখাপড়ার খরচা আমার পরিবারের পক্ষে চালান সম্ভব তাই আমি ফরেক্স মার্কেটে এসেছি।
Printable View
আমি একজন ছাত্র আমার লেখা পরার পাশাপাশি অন্য জব করার সমায় নায় করন আমার দিনের বেলা কলেজে থাকতে হয়। কিন্তু আমি যদি কিছু না করি তাহলে আমার লেখাপড়ার খরচা আমার পরিবারের পক্ষে চালান সম্ভব তাই আমি ফরেক্স মার্কেটে এসেছি।
নিজেকে নিজের অবস্থানে নিয়ে দেশের জন্য উন্নতি করা কারন আমাদের দেশ এ দিন দিন বেকারত্ব বেরে যাচ্ছে যার কারনে অনেকেই আছেন যারা যোগ্যতা থাকার পরেও কোন যথাযথ ভাবে চাকুরী পান না। আপনি যদি দক্ষ ট্রেডের হন তাহলে কম ট্রেড করে বেশি লাভ করতে পারবেন। ফরেক্সের ট্রেড সম্পর্কে অনেক বেশি ধারনা থাকলে এখান থেকে খুব কম ট্রেড করে অনেক লাভ করতে পারে।
প্রথমে আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা প্রশ্ন করার জন্য আমি ফরেক্স-এ এসেছি কারণ ফরেক্স হল বিশ্বের সবচেয় বড় মার্কেট প্লেস আর এখানে কেউ যদি কাজ জানে তবে সে তার অর্থনৈতিক উন্নয়ন ঘঠানোর মাধ্যমে দেশ ও সমাজের আর্থিক অবস্থার উন্য়নে ভূমিকা রাখবে পাশাপাশি ফরেক্স হল একটা স্বাধীন ও আধুনিক স্মার্ট পেশা কিছুদিন সাধনা করার পর যে কেউ তার আর্থিক অবস্থার ইতিবাচক উন্নয়ন ঘঠিয়ে দেশ ও সমাজের কাছে অবদান রাখতে পারবে তাই সব শিক্ষিত বেকারদের এই মার্কেট-এ সু-স্বাগতম
আমি ফরেক্স মার্কেটে এসেছি কারন ফরেক্স একটি ইন্টারন্যাশনাল বিজনেস। আর একন ফরেক্স এ অনেক মানুষ কাজ করে টাকা উপারজন করতেচে। তাই আমি ফরেক্স এসেছি।আর আমার বাল একটা লাব পাচি ফরেক্স তেকে।
আমি ফরেক্স করতে এসেছি আমার ক্যারিয়ার টা ডেভলপ করার নোর জন্য,আমদের দেশে বেকার সমস্য রয়েছে আমি ভালো চাকুরি পাবো আর কোন গ্যারান্টি নাই। ফরেক্স একটা ভালো মাধ্যম নিজেকে তুলে ধরার জন্য.............
আমি ফরেক্স এ এসেছি কারণ আমার নিজের খরচ এবং মোটামোটি হাত খরচ অর্জন করার জন্য । আর মোটামোটি ভাবে আমি এতে সফল । তাছাড়া ফরেক্স ট্রেডিং করলে দেশে বিদেশী মুদ্রা আসে । এতে দেশের ও অনেক লাভ হয় ।
নিজের এনালাইসিস এর উপর ভরসা করা এবং আরও ভালোভাবে এনালাইসিস শেখাটা ফরেক্স এ আসার একটা বড় কারণ এছাড়াও ঘরে বসে আয়ের এটা অনেক বড় উৎস। সুতরাং সুযোগটা না ছেড়ে ফরেক্স মার্কেট এ আসাটাই ভালো। এজন্যই আমি ফরেক্স মার্কেট এ এসেছি বলতে পারেন। এবং অন্যদেরও আসার আহ্বান জানাই।
ফরেক্স ট্রেড করে সবাই আয় করার জন্য এখানে অন্য কোন উদ্দেশ্য থাকে বলে আমার মনে হয় না এখানে আসার কারনও আমার একটাই কিভাবে ফরেক্স মার্কেটে ভাল আয় করা যায় কিভাবে ফরেক্স মার্কেটে ক্যারিয়ার গড়াতে পারি ফরেক্স ট্রেড করে সফল হতে পারি সফল ট্রেডার হতে পারি ফরেক্স ট্রেড সংক্রান্ত সকল জ্ঞান অর্যন করে নিজের উন্নতি সাধন করতে পারি
ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা করে অনেক মুনাফা আয় করা যাই । এই ব্যবসা অনেক সুবিধা জনক ব্যবসা । এই ব্যবসা যেকোনো জাইগায় করা যায় । ফরেক্স মার্কেট এ যে পরিমান মুনাফা আয় করার সম্ভবনা রয়েছে তা অন্য কোন ব্যবসায় এত অল্প সময় করা সম্ভব না । তাই আমি ফরেক্স ব্যবসা করে আর্থিক ভাবে সাবলম্ভি হতে চাই । এবং ফরেক্স মার্কেট এ একজন দক্ষ ট্রেডার হতে চাই ।
আমি কেন ফরেক্স মার্কেটে এসেছি এর জবাবে আমি বলব আমি আমার ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট বা আয় করার জন্যই এখানে এসেছি আমি জানি এখান থেকে আমি অন্য পেশা অপেক্ষা অনেক ভাল আয় করতে পারব আমার ট্রেডিং দক্ষাকে কাজে লাগিয়ে।