-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট যদি করতে পারেন তার জন্য বেশি ডিপোজিট করতে হয়না,যদি আপনি ডিপোজিট করে ট্রেডিং করতে চান সে জন্য আপনি।ভাল কোন ফরেক্স ব্রোকারে একাউন্ট করতে পারেন,তার জজন্য আপনাকে যারা ইনিস্টেন্স পেমেন্ট দিবে সেই জাইগাতে একাউন্ট করতে পারেন।
-
আমি মনে করি প্রথমে যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করে ট্রেড করতে পারেন।তবে আমি ১০০ ডলার ইনভেস্ট করে কাজ শুরু কররেশি।
-
আমি এখনো ফরেক্সে কোন ধরনরে বিনিয়োগ করি নি । কেননা আমি একজন নতুন ট্রেডার হিসেবে প্রথম দিকে ফোরামের পোস্টিং বোনাসের মাধ্যমে নিজের কাজ চালিয়ে যেতে চায় । তবে আমি লক্ষ্য করছি যে আমি ভাল ফারপরমেন্স এখনো করতে পারছি না । যদি আমি ডেমোতে এবং ফোরামের প্রাপ্ত পোস্টিং বোনাসের মাধ্যমে ভাল করে ট্রেড করে ইনকাম করতে পারি তবেই মনে হবে যে আমার ইনভেস্ট করা উচিত । প্রাথমিকভাবে আমি 200 ডলার ইনভেস্ট করতে চায় ।
-
আমি প্রথমে ১০ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করি। তারপর কয়দিন ট্রেড করে আবার ৫০ ডলার ইনভেস্ট করি। তখন ট্রেড করে ভাল মজা পাই। আর ফরেক্স এ ব্যলেন্স কম থাকলে ইঙ্কাম ও অনেক কম হয়। নতুন্দের জন্য প্রথমে কম ইনভেস্ট করাই ভালো।
-
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই প্রথমে ট্রেড শিখতে হবে। কারন ট্রেড না শিকে কখনোই ট্রেড করে সফল হওয়া যায় না। প্রাথমিকভাবে ইনভেস্ট করতে চাইলে আমি ৫০-১০০ ডলার করবো। বেশি টাকা ইনভেস্ট শুরুতেই না করা ভালো মনে করি। কারন প্রথম অবস্থায় অনেক ভুল হতে পারে এবং ভয়ভীতিও কাজ করতে পারে। সে ক্ষেত্রে ব্যালেন্স কম থাকলে দুসচিন্তাও কম থাকে।
-
প্রাথমিকভাবে একজন নতুন ট্রেডারের জন্য 500 ডলার দিয়ে ট্রেড করা উচিত নয়। কেননা পিপস হিসেব করে ট্রেড করলে 50 ডলার দিয়েও ট্রেড করা যায়। 500 ডলার দিয়ে ট্রেড করার মানে হচ্ছে লাভ করার ইচ্ছে। এর চেয়ে আমি মার্কেটে টিকে থাকতে পারি কিনা তা যাচাই করা অনেক জরুরী। অতি বিশ্বাস অনেক সময় লসের কারন হয়ে ওঠে। আপনি যদি একাধারে ছয় মাস ডেমোতে প্রফিট করে থাকেন তবে 500 ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন।
-
আমি প্রথম দিকে অল্প পরমান টাকা ইনভেস্ট করবো। কারন আমি যদি দক্ষ না হই তাহলে আমি যত টাকাই ইনভেস্ট করি না কেন আমি তা টিকিয়ে রাখতে পারবো না। প্রথমে যখন ইনভেস্ট করবো কম করে শিখে শিখে তারপর বেশি টাকা ইনভেস্ট করতে চাই।
-
আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলঅছি প্রাথমিক অবস্থায় ৫০০ ডলার নিয়ে সুওরু করা যাবে না । আমায় মতে ৫০ ডলার ই যথেস্ট । পরে যখন আপনি স্থির হবেন থখন বেশি করে বিনিয়োগ করবেন ।
-
আমাদের অবশ্যই ফরেক্সে ইনভেস্ট করার আগে ফরেক্স সম্পরকে জানতে হবে। ফরেক্স অভিজ্ঞতা, দক্ষতা এবং ফরেক্স ট্রেডিং কোশল সিখতে হবে। ফরেক্স আমাদের লাভ লস হিসেব করে দেখতে হবে আমরা ট্রেড করার জন্য উপযুক্ত হয়েছি কিনা।।
-
আমার মতে ফরেক্সে প্রথমে ১০০ ডলার নিয়ে ফরেক্স শুরু করা উচিত।আমার মতে শুধুমাএ জ্ঞানের অভাবে দেউলিয়া হবার ভয় থাকে তাই কম ইনভেস্ট করাই ভাল।