-
ফরেক্স ব্যবসা আসলেই খুব এক্তা সহজ একটা ব্যাবসা কিন্ত ফরেক্স শম্মন্ধে অনেক জানতে হবে কারন আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কেও খুব ভালো ভাবে জানতে হবে ফরেক্স ট্রেডিং শিখতে হলে কয়েক মাস ডিমো ট্রেড করতে পারলে ট্রেডিং সম্পর্কে সবকিছু ভালো ভাবে জানা যায় ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেড করলে অনেক লচের শম্মুখিন হতে হবে।
-
আসলে ব্যবসা ব্যবসাই। যেকোনো ব্যবসাকেই সহজ মনে করলে বড় ভুল করা হবে। ব্যবসা কখনোই সহজ না। প্রতিটা ব্যবসাতেই বেশ বিচক্ষনতার পরিচয় দিতে হয়। ফরেক্সও একটি ব্যবসা। ফরেক্স কোনো সহজ ব্যবসা নয়। ফরেক্সে ভালো করতে হলে নানা ধরনের বিচক্ষনতার পরিচয় দিতে হয়। এসব কখনোই সহজ কাজ নয়। ফরেক্স কে সহজ ব্যবসা মনে করে গা ছাড়া ভাব করে বসে থাকলে ভুল করা হবে।
-
সব কাজি সহজ যদি সে কাজতি আমি পারি অথবা বুজি। আর না পারলে কঠিন এইটা চিরন্থন সত্য । ফরেক্স এমনি ১টা বেবসা যা করতে হলে আমকে আগে এর সমন্ধে ধারনা নিতে হবে। কমপক্ষে ৩ মাস ডেমো ট্রেড করতে হবে। ধন্যবাদ
-
যাদের ফরেক্স সম্পর্কে অনেক ভালো জ্ঞান ও অভিজ্ঞতা আছে, তাদের কাছে ফরেক্স অনেক সহজ একটা বিজনেস। কারন তারা ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারে। কিন্তুু যাদের ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা নাই, ফরেক্স তাদের কাছে অনেক কঠিন। কারন তারা ফরেক্স মার্কেটে শুধু লস করে। তাই আগে ফরেক্স ভালভাবে শিখুন, তারপর ট্রেড করুন। তখন ফরেক্স অনেক সহজ মনে হবে।
-
ণা ফরেক্স সহজ কোন ব্যবসা না এটি কঠিন একটা ব্যবসা এই ব্যবসায় ৯৫% লোক লস করে থাকে তাই আমি বলবো আপনি যদি ফরেক্স করতে চান তাহলে সিরিয়াস ভাবে শুরু করন না হলে আপনার ফরেক্স করার কোন দরকার নাই বলে আমি মনে করি কারন এই ফরেক্স করতে গেলে আপনাকে অণ্য কোন কাজ করা যাবে না তাই আপনি ফরেক্স শুরু করুন এবং প্রথম ছয় মাস খুবই প্ররিশ্রম করুন।
-
ফরেক্স এতটা সহজ ব্যাপার না। এখানে ট্রেড করে প্রফিট করতে আপনাকে রাত দিন পরিশ্রম করতে হবে। মার্কেট প্রচুর এনালাইসিস করতে হবে, এর আগে আপনাকে কমপক্ষে ডেমো ট্রেডিং ৪ মাস করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার পর আপনি ফরেক্সে আপনার কাঙ্খিত প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
-
একদম সহজ ব্যাপার না এ জন্য আপনাকে পরিস্রম করে ফরেক্স সম্পর্কে ভাল করে জ্ঞান অরজন করতে হবে কারন জ্ঞান অর্জন ছাড়া আপনি এই মার্কেট সম্পর্কে কিছুই জানতে পারবেন না।পৃথিবীর কোন ব্যবসাই সহজ না। এর জন্য আপনাকে আনেক আনেক কষ্ট করে পরতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি কিছু টেকনিকাল এনালাইস দিয়ে প্রফিট করতে পারবেন তাহলে এটা ভুল। আপনাকে সারা জীবন ফরেক্স করতে চাইলে আপনাকে ফান্ডামেন্টালি এনালাইস শিখতেই হবে।
-
উপার্জনের জন্য আমি মনে করি ফরেক্স খুবই সফজ এবং প্রফিটঅ্যাবল একটি ব্যবসা কারন এখান থেকে যে কেউ ফরেক্স সম্পর্কিত শিক্ষায় দক্ষ হয়ে ভাল প্রফিট অর্জন করতে পারে। তবে ফরেক্স থেকে দক্ষতা এবং অভিজ্ঞতার বলে যেমন ভাল প্রফিট করা যায় ঠিক তেমন দক্ষতা এবং অভিজ্ঞতার অভাবে এই মার্কেটে বড় ধরনের লসের সম্মুখীন ও অনেকে হয়ে থাকে।
-
ফরেক্স ব্যবসা সহজ হতে পারে আপনার শেখার উপর নির্ভর করে তবে ফরেক্স মার্কেট একটি সহজ তবে ফরেক্স সম্পরকে আগে জানতে হবে ফরেক্স সম্পরকে ভাল করে বুঝত্বে হবে তাহলে ফরেক্স ব্যবসা সহজ হতে পারে।
-
ফরেক্স কন সহুজ বাবসা নয় এবং আমরা ইসসা করলেও এই বাবসা থেকে খুব অল্প অস্ময়ের মদ্ধে অনেক টাকা আয় করতে পারব না। অনেক টাকা আয় করতে হলে আমাদের এর পেছনে অনেক সময় বায় করতে হবে।সহজে বড় লক হউয়ার কন উপায় বরতমান বিসশে নেয়। আমাদের সব সময় কথিন কাজ করে টাকা আয় করতে শিক্তে হবে।