-
ব্যক্তিগতভাবে আমার জানামতে ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে কিছুটা সাদৃশ্য আছে অনেকে ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেট কে একই মনে করেন।এই দুটি মার্কেটের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। স্টক মার্কেট হল একমুখী মার্কেট আর ফরেক্স মার্কেট হল দ্বিমুখী মার্কেট। ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড কিনতেও পারবেন আবার ট্রেড বেচতেও পারবেন কিন্তূ লোকাল স্টক মার্কেট এ আপনি শুধু ট্রেড কিনতেই পারবেন কিন্তূ বেচতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে এবং স্টক মার্কেট এর মধ্যে তেমন কোনো মিল নেই।ফরেক্স মার্কেটের প্রাণ হলো কারেন্সি অর্থাৎ এখানে কারেন্সি ক্রয় বিক্রয় হয়। আর লোকাল স্টক মার্কেটের প্রাণ হলো শেয়ার এখানে আপনি শেয়ার কিনতে পারবেন।ফরেক্স মার্কেট যতটা জনগণ স্বীকৃত এবং গ্রহণযোগ্য স্টক মার্কেট অতটা নয়।তারচেয়ে বড় একটি সুবিধা হল ফরেক্স মার্কেটে আপনি মার্কেট আপ কিংবা ডাউন যেদিকেই যাক না কেন আপনি দুই দিক থেকে প্রফিট করতে পারবেন। কিন্তু শেয়ার মার্কেটে শেয়ারের দাম বাড়লে অর্থাৎ আপ হলে আপনি প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট থেকে স্টক মার্কেট অন্যরকম।ফরেক্স মার্কেটে আপনি মার্কেট আপট্রেন্ডে গেলেও প্রফিট করতে পারেন কিংবা লস করতে পারেন আবার মার্কেট ডাউনট্রেন্ডে গেলেও প্রফিট কিংবা লস করতে পারেন কিন্তু স্টক মার্কেটে মার্কেট আপট্রেন্ডে গেলে শুধুমাত্র প্রফিট করতে পারেন। স্টক মার্কেটে মূল হলো শেয়ার এখানে শেয়ার কেনা হয়।ফরেক্স মার্কেটে মূল হল কারেন্সি এখানে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় এবং বিক্রয় অর্থাৎ কিনা এবং বেচা হয়।
-
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট এর মধ্যে মিল নেই । দুইটি সম্পুর্ন আলাদা । ফরেক্স মার্কেট এ আমরা মুদ্রার ক্রয় বিক্রয় করে থাকি কিন্তু স্টক মার্কেটে বিভিন্ন পন্যের কেনাবেচা করে থাকি । ফরেক্স মার্কেট এ মুদ্রা ছাড়া অন্য কিছুর ক্রয় বিক্রয় হয় না । ফরেক্স এ দক্ষ হবার জন্য আমরা ইচ্ছামত ডেমো ট্রেড করতে পারি কিন্তু স্টক মার্কেট এ তা হয় না ।
-
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট বা শেয়ার মার্কেট এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শেয়ার মার্কেটের ব্যাপ্তি ফরেক্স মার্কেটের থেকে অনেক কম। ফরেক্স মার্কেটে শেয়ার মার্কেটের প্রায় 1 হাজার গুণেরও বেশি লেনদেন হয়ে থাকে প্রতিদিন। তাছাড়াও ফরেক্স মার্কেটের পরিধি পুরো পৃথিবী জুড়ে হলেও শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কোন নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কোন একটি শেয়ার ক্রয় করার পর যদি তার দাম বা মূল্য বৃদ্ধি পায় তাহলেই কেবলমাত্র লাভ হয় কিন্তু ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ার ক্রয় এবং বিক্রয় উভয়ভাবেই প্রফিট অর্জন করা যায়। স্টক মার্কেট বার শেয়ার মার্কেট কে ওয়ান ওয়ে বা একমুখী রাস্তার সাথে তুলনা করা হয় কিন্তু ফরেক্স মার্কেটকে টু ওয়ে বা দ্বিমুখী রাস্তার সাথে তুলনা করা যায়। অপরদিকে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেটেড করা গেলেও ফরেক্স মার্কেট কে কোন ভাবেই ম্যানিপুলেটেড করা সম্ভব নয়। অর্থাৎ গ্রাহকগণ চাইলেই শেয়ার মার্কেট কে লাভ বা লস এ রূপান্তর করতে পারেন কিন্তু ফরেক্সকে কোনভাবেই উপরে বা নিচে নামানো সম্ভব নয় ফরেক্স নিজের নিয়মেই চলে।
-
না ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট এর মধ্যে মিল নেই । দুইটি সম্পুর্ন আলাদা । ফরেক্স মার্কেট এ আমরা মুদ্রার ক্রয় বিক্রয় করে থাকি কিন্তু স্টক মার্কেটে বিভিন্ন পন্যের কেনাবেচা করে থাকি । ফরেক্স মার্কেট এ মুদ্রা ছাড়া অন্য কিছুর ক্রয় বিক্রয় হয় না । ফরেক্স এ দক্ষ হবার জন্য আমরা ইচ্ছামত ডেমো ট্রেড করতে পারি কিন্তু স্টক মার্কেট এ তা হয় না ।
-
অনেকেই ফরেক্স মার্কেট এবং লোকাল স্টক মার্কেট একই মনে করে থাকে,কিন্তু আসলে লোকাল স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের মধ্যে তেমন কোনো সাদৃশ্যই নেই বরং অনেক বেশি পার্থক্য পরিলক্ষিত হয়, কারণ ফরেক্স মার্কেট সারা বিশ্বব্যাপী বিস্তৃত, অন্যদিকে লোকাল স্টক মার্কেট প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা,তাছাড়া ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা বা কারেন্সি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সংঘটিত হয়ে থাকে, আর স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসা সংঘটিত হয়ে থাকে,আর সবথেকে বড় পার্থক্য হল লোকাল স্টক মার্কেটে শুধুমাত্র শেয়ারের দাম বাড়লেই প্রফিট করতে পারবেন, এবং কমলে লস করতে হবে,অন্যদিকে ফরেক্স মার্কেটে মূদ্রা বা কারেন্সির মূল্য কমলেও প্রফিট করতে পারবেন আবার বাড়লেও প্রফিট করতে পারবেন।এছাড়াও ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য আপনাকে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না এবং আপনার ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু স্টক বা শেয়ার মার্কেটে আপনাকে যথা সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করতে হবে।
-
অনেক পার্থক্যই রয়েছে ফরেক্স মূলত হচ্ছে এক ধরনের বিজনেস যেখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কাজ কর্ম করতে হয়। অপর দিকে স্টক মার্কেট এর বেলায় দেখা যায় তা সে রকম নয়। আবার নানান দিক থেকে দেখা যায় স্টক মার্কেটের চেয়ে ফরেক্স মার্কেট এ বেশি সুবিধা আছে । ট্রেড এর বেলায় ও ফরেক্স এ বেশি সুবিধা পাওয়া যায় যা স্টক মার্কেট এর বেলায় তেমন থাকে না ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়, সেহেতু ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে কিছুটা সাদৃশ্য আছে কারন ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেট একই কায়দায় চলে কেবল পার্থক্য এইযে শেয়ার শুধু কেনার পর দাম বাড়লে লাভ হয় কিন্তু ফরেক্সে মুদ্রার দাম বাড়া বা কমা উভয় ভাবে লাভের সুযোগ থাকে।
-
অনেকে ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেট কে একই মনে করেন। তবে এ দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। স্টক মার্কেট হল একমুখী মার্কেট আর ফরেক্স মার্কেট হল দ্বিমুখী মার্কেট। ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা-বেচার মাধ্যমে ব্যবসায় সংগঠিত হয়। আর শেয়ার মার্কেটে শেয়ার বা পণ্য শুধুমাত্র ক্রয় করা যায়। তবে এদুটির মধ্য মিল হলো দুটিতেই দামের উঠানামার ভিত্তিতে লাভ লস হয়। ফরেক্স মার্কেট মূদ্রা নিয়ে কারবার আর স্টক মার্কেট পণ্যের দাম নিয়ে কারবার।