-
আবেগ দিয়ে ট্রেড চলে না ট্রেড চলে হিসাবে, তাই আবেগি না হয়ে ভালো ভাবে বিচার বিশ্লেষন করে মার্কেট এনালিসিস, মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড ওপেন করা ও ট্রেড এর সকল সীধান্ত নেয়া হলে ট্রেড থেকে প্রফিট করা যায়।আবেগি হলে প্রফিট হবে না বরং ফরেক্স আপনাকে বিদায় জানাবে।
-
আবেগ তাড়িত মানুষ কখন ও সফল হতে পারে না। তাই যে কোন ব্যবসায় করতে হলে আবেগকে পছরয় দেওয়া যাবে না। তাই আবেগকে বাদ দিয়ে মার্কেটের গতিবিধি বুজেশুনে ট্রেড করতে হবে।আমি মনে করি আবেগ বাদ দিয়ে ট্রেড করলে তাহলেই ফরেক্স এ সফলতা পাওয়া যাবে ।
-
আবেগ মানুষের সবচেয়ে ইফেক্টিভ একটা প্রভাবক । আমরা যারা ফরেক্স ট্রেড করি শুধু তারাই নয় বরং জীবনের সব ক্ষেত্রেই আবেগ একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে । তবে আবেগের ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব বিদ্যমান । ফরেক্সে ট্রেড করতে হলে আবেগমুক্ত হতে হবে এমন কথা আমি বলব না । বরং আমি বলব যে আবেগকে নিয়ন্ত্রন করতে হবে এবং নিজের ট্রেডিং কৈশলকে প্রাধান্য দিয়েই ট্রেড করতে হবে ।
-
ব্যবসা ক্ষেএে কোন আবেগ চলে না যে ব্যক্তি আবেগ দিয়ে ব্যবসা করেন তিনি কখনও ব্যবসায় সফল হতে পারে না তাই ফরেক্স মার্কেটে আবেগের বসর্বতি হয়ে কখন ও ট্রেড করবেন না আপনি যদি আবেগের বসর্বতি হয়ে ট্রেড করেন তবে লস হবার সম্ভাবনা বেশি থাকে এই কারেনে ফরেক্স মার্কেটে আবেগকে এড়িয়ে চলুন ।
-
ভাই আমি মনে করি ফরেক্স মাকেটে আবেগে হয় না ফরেক্স থেকে ভাল কিছু করতে হলে ফরেক্স মাকেটে নিয়মিত পরিশ্রম করতে হবে তবেই ফরেক্স থেকে আয় করা যায় |ফরেক্স মাকেটে করতে গিয়ে যদি আপনি আবেগের বসবতি হয়ে ফরেক্স করেন তবে আপনি ফরেক্স মাকেটে লস হবার সম্ভবনা অনেক বেশি থাকে | তাই ফরেক্স মাকেট করতে হলে পরিশ্রম করে ফরেক্স থেকে আয় করেন আপনি দেখবেন আপনার পরিশ্রমের দাম পাবেন |
-
আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার আরেকটি কারণ হচ্ছে লভে পড়ে ট্রেড করা। ৯০% ফরেক্স ট্রেডার শুধু মাত্র আভেগ এর কারনে ফরেক্স মার্কেট এ অসফল হয়।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এই জিনিসটাকে দুরে রাখি।এটা একটা লোভ।সাধারানত মানুষ জত বেশী পাই আর বেশী চাই।তাইতো অনেকেই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারেনা।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই জিনিস্টাকে একটু দুরে রাখি।
-
ফরেক্স মার্কেটে অাবেগের কোন জায়গা নেই । যার মধ্যে অাবেগ রয়েছে সে কখনোই ফরেক্স মার্কেটে টিকে থাকেত পারবে না । অামরা অাবেগ ছাড়া মার্কেটে কাজ করব লাভ অনিবার্য । অামরা নিজেকে গড়ে তোলর চেষ্টা করব । যে ট্রেডার নিজেকে গড়ে তুলতে পারে সে কখনোই সমস্যায় পড়ে যায় না । অামরা সেভাবেই করার চেষ্টা করব ।
-
ফরেক্স মার্কেট এ অনেকে একটা ট্রেড লস করার পর পরের বার সিগনাল আসলে তখন আর ট্রেড করতে চাই না তখন দেখা জাই এই ট্রেড টা সঠিক ছিল আপনি আবেগের কারন এ ট্রেড না করার কারন এ আপনি লাভ করতে পারলেন না তাই আপনাকে ফরেক্স মার্কেট এ আবেগ কে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে অনেক ট্রেডার আবেগ কে কাজে লাগিয়ে ট্রেড করে অনেক অনেক ডলার লাভ করছে আমি ও আবেগ কে কাজে লাগিয়ে ট্রেড করার চেচটা করি
-
আসলে ফরেক্স মার্কেটে আবেগের কোন জায়গা নেই, ফরেক্স ট্রেডিং খুব ঝুকি পুর্ন একটা প্লাটফর্ম তাই ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার ফরেক্স ট্রেডিং এবং ফরেক্স মার্কেট সম্পর্কে সাম্মক ধারনা থাকা দরকার কারন ফরেক্স ট্রেডিং করার জন্য আপনাকে আপনার মুল্যবান সম্পদ বিনিয়োগ করতে হয় তাই ফরেক্স ট্রেডিং সম্পর্কিত প্রতিটা সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে হয় আবেগে নয়, ধন্যবাদ।
-
আবেগ দিয়ে ব্যবসায় চলে না। আবেগের বশবর্তী হয়ে ট্রেড করা ঠিক নয়। আপনাকে প্রথমে ফরেক্স ভালভাবে শিখতে হবে। ভালভাবে ফরেক্স শিখতে পারলে আস্তে আস্তে উন্নতি করতে পারবেন। তাড়াহুড়া করলে ফরেক্সে ক্ষতির সম্ভাবনা আছে।