-
ফরেক্স মার্কেট আমি আমার আয় নিয়ে পরাপুরি সন্তুস্ঠা । ফরেক্স মার্কেট আমি পারত টাইম হিসেবে কাজ করি । ফরেক্স মার্কেট এর বেশি সুবিধা আপনি ঘরে বসে কাজ করতে পারবেন । ফরেক্স মার্কেট প্রফিট করা সহজ । টাকা তলার জামেলা নাই
ফরেক্স বিশ্বস্ত একটি প্লাটফর্ম যে খানে সকল মানুষ কাজ করতে পারেন । আপনাকে পরিস্রমি হতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট এক জন সফল ট্রাডার হতে পারবেন ।
-
আমি ফরেক্স থেকে যা আয় করি আমি তাই নিয়ে খুশি। কারন ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকা দরকার। তাই আমি মনে করি আমার ফরেক্স সম্পর্কে যতটুকু জ্ঞান আছে আমি তেমন আয় করি। তবে আশা করি একদিন আমি ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবো। যদি ফরেক্স অনেক ভালো ভাবে শিখতে পারি।
-
জী আমি আমার ফরেক্স আয় নিয়ে সন্তষ্ট।আমি স্বল্প পুজি নিয়ে মোটামুটি দিনে ছয় থেকে সাত ডলার আয় করতে পারি।আসলে ফরেক্স স্বল্প পুজির ব্যাবসায় না। এখানে মোটামুটি বর পুজির হলে অথা'ৎ ৫০০ডলার হলে দিনে ২৫ থেকে ৩০ ডলার নিরাপদ ভাবে আয় করা সম্ভব।
-
আমি খুব খুশি এজন্য যে এখোন থেকে আয় খুব সহজে ইনকাম করা যায় । আমার সাথে আমার ছোট ভাই শুভ কাজ করছে। সে নতুন কাজ শিকছে এবং কাল থেবক সে কাজ করবে । প্রতিদিন করবে এবং ভা্ল ফলাফল করবে আশা করছি । শুভ এর গ্রাল ফেন্ডস এর নাম শুভছী সে খুব ভাল বাসে তাবক ।
-
আমি আমার ফরেক্স আয় নিয়ে সন্তুষ্ট। আমার বর্তমানে যা আয় হয় আমি আশা রাখি সামনে আরও ভাল আয় করতে সক্ষম হব।হতাশ না হয়ে চেষ্টা করব কিভাবে ভাল আয় করা যায়।
-
আমি ফরেক্স ব্যবসা আয় নিয়ে অনেক সন্তুষ্ট।আমি মনে করি ফরেক্স মার্কেট ভালভাবে শিখে ভাল অবিজ্ঞতা নিয়ে ট্রেড করতে পারলে ফরেক্স মার্কেট থেকে ভাল টাকা আয় করা সম্ভব।আপনে ফরেক্স মার্কেট যতবেশি মূলধন খাটিয়ে ম্যানিমেনেজ ব্যবহার করে ট্রেড করতে পারলে প্রচুর টাকা'আয় করা যায়।
-
হ্যা আমি আমার ফরেক্স আয় নিয়ে সন্তুষ্টি। আমি দীর্ঘ দিন ধরে ফরেক্স করছি। অনেক লস করেছি। লস হওয়ার পরে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনা করেছি। অনেক এ্যানালাইসিস করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়েছি, ফরেক্স সম্পর্কে জানতে এবং ফরেক্স শিখতে। তারা সবাই আমাকে অনেক সাহায্য করেছে। নিজেও অনেক কষ্ট করেছি। অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। শুধু ফরেক্স এর জন্য। অবশেষে আমি ফরেক্স সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। এখন আমি ফরেক্স থেকে কম বেশি আয় করতেছি।
-
অবশ্যই আমি ফরেক্সনিয়ে সন্তুষ্ট কারণ আমি জানি আমি যদি ফরেক্স মার্কেট খুব ভালো কিছু করতে পারি তাহলে আমি এখান থেকে খুব সজজেই ভালো কিছু করতে পারব এছাড়া এটা আমকে আমার জিবনের সকল অভাব পুরন করতে সাহায্য করে তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে খুবই সন্তুষ্ট
-
হ্যা আমি ফরেক্স নিয়ে সন্তুষ্ট কারন কিছু দিন আগেও আমার নিজের বলে কিছুই ছিল না। সবাই আমার দিকে কেমন বাকা চোখে তাকাত। প্রতেক মাসে বাবার কাছে টাকা এর জন্য হাত পাততে হত কিন্তু এখন আমি নিজেই সাবলম্বী। আমাকে তার কারোর গল্গ্রহ হয়ে বাঁচতে হয় না। আমি নিজে নিজে এখন চলতে পারি। আর আমি আমার পরিবাবকে এখন অনেক সাহায্য করতে পারি। তারা আমাকে নিয়ে এখন অনেক স্বপ্ন দেখে যেটা কয়দিন আগেও কল্পনার বাইরে ছিল। তাই এখন আমি অনেক সুখি
-
হ্যা আমি একটি নিদ্দিস্ট লক্ষ্য নিয়ে ট্রেড করি যে আমার মাসে এই পরিমান অর্থ লাগবে।আমি প্রতিদিন যেই প্রফিট আয় করি তা নিয়ে আমি সন্তুস্ট কারন আমার ফরেক্স থেকে বেশি লাভ করার ইচ্ছা থাকলেও আমার ইনভেস্ট বেশি না তাই আমি আমার চলার মত করে প্রফিট আয় করে সন্তুস্ট ।