-
ফরেক্স মার্কেটে যে কোন লোক বিজনেস করতে পারবে তবে আমার মতে যারা ছাত্র তারা এই বিজনেস করতে পারলে অনেক ভাল কিছু করতে পারবে কোন এক সময় এখন সে পড়াশুনার পাশাপাশি যদি ফরেক্স বিজনেস শিখতে পারে তা হলে পরে সে তার পড়াশুনা একদিন দিয়ে শেষ হলে অন্য দিক দিয়ে ফরেক্স মার্কেটে এক্সপার্ট হবে ।
-
ফরেক্স মার্কেটে ছাত্ররা অংশ গ্রহন করতে পারে এই মার্কেটে সবাই অংশ গ্রহন করতে পারে সবার জন্য ফরেক্স মার্কেট উন্মুক্ত ছাত্রদের জন্য ফরেক্স মার্কেট ভালো কারন ফরেক্স মার্কেটে পড়া সুনার পাশাপাশি ফরেক্স টড়েদ করা জায় পড়া শুনার খরচ ফরেক্স ট্রেড করে জোগাতে পারে।
-
ফরেক্স মার্কেট ছাত্রদের জন্য খুব উপযোগি একটা মার্কেট ছাত্ররা পড়াশোনার পাশাপাশি ফরেক্স মার্কেটের সাথে ইনভ্লব থাকতে পারে এটা অনলাইন মার্কেট ২৪ঘন্টা খোলা যেকোন ট্রেড করা যায়।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এটি সবার জন্যই উন্মত্ত।ইচ্ছে করলে আপনি চাকুরি অথবা ব্যবসার পাশাপাশি করতে পারবেন।তবে আমার মতে ফরেক্স ছাএদের জন্য সর্বউত্তম।কারন ছাএরা পড়াশুনার পাশাপাশি আয় করা সম্ভব।ফরেক্স হতে ছাএরা যদি পড়াশুনার পাশাপাশি আয় করতে পারে তবে আমাদের দেশে নিশ্চিত বেকারত্ত দূর হবে বলে আশা করি।
-
সকল পেশার মানুষ এখান থেকে আয় করতে পারে। ২৪ ঘণ্টার যে কোন সময় ট্রেড করা যায় তাই যে কোন পেশার মানুষ যেমন ছাত্র, শিক্ষক, বেকার, ব্যবসায়ী সবাই।
-
ছাত্রেদের মাঝে শিখার আগ্রহ বেশি থাকে ফলে তারা অতি অল্প সময়ের মাঝে ফরেক্স সম্পর্কে শিখে নিতে পারে। এটি একটি স্বাধীন ব্যবসা। ইচ্ছে করলে আপনি চাকুরি অথবা ব্যবসার পাশাপাশি করতে পারবেন। এটি সবার জন্যই উন্মত্ত। তাই ফরেক্স ছাএদের জন্য অনেক ভালো।
-
ছাত্রদের জন্য ফরেক্স অনেক ভাল ফল দায়ক। কারন তারা তাদের পড়ালেখার জন্য খরচ এর যোগান দিতে পারে।
এবং অনেক ভাল ফরেক্স জানলে তারা। পরালেখের জন্য বিদেশ পারি দিতে পারে।
-
জী ছাত্ররাও ফরেক্স ব্যাবসা করতে পারবেন। ফরেক্স একটি অন লাইন ব্যাবসা আর এ ধরনের ব্যাবসা করতে কারো নিশেধ নাই। যে কোন শ্রেনী পেশার মানুষ এ ধরনের ব্যাবসা করতে পারবেন যদি সে বোঝেন ফরেক্স ব্যাবসা। আর ছাত্রদের জন্য ফরেক্স করাটা যুক্তি সংগত।কারন তারা মোটামুটি ফরেক্স এ সময় দিতে পারবেন।
-
আমি মনে করি ছাত্রদের ই ফরেক্স ভালভাবে করা উচিত । ছাত্রদের একনই সময়। তাদেই ইচ্ছা বেশি ধয্য বেশি এবং লোভ সামলাতে পারে তাই তারে এই ব্যবসার জন্য বেশিরভা্গই উপযোগি। আর ছাত্রদের মাধ্যমেই ফরেক্স পৌঁছে যাচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে।
-
কেন করতে পারবে না ফরেক্সতো ছাত্রছাত্রীদের জন্যই বেশি উপযোগী। ফরেক্স এমন একটি ব্যবসা যেটাকে আপনি পার্ট টাইম-ফুল টাইম দুই ভাবেই নিতে পারেন। তাই যাদের হাতে সময় আছে যারা অন্য কোনো কাজের সাথে জড়িত নয় তারা ফরেক্সকে ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে পারে আর যারা অন্য কাজের সাথে জড়িত তারা এটাকে পার্ট টাইম হিসাবে নিতে পারে। ছাত্রছাত্রীদের মুল কাজ যেহেতু পড়াশুনা করা তাই তারা এটাকে পার্ট টাইম হিসাবে নিতে পারে।