-
ফরেক্স জগতে প্রবেশ করেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। সম্পর্কে সে আমার দু:সম্পর্কের ফুফাতো ভাই।আবার আমার বড় ভাইয়ের খুব ক্লোজ বন্ধুও বটে।ঐবড় ভাইটি ইন্টারনেটে ব্যবসা করে তাই জানতাম।মূলত সে আমাকে ফরেক্স করতে যা যা করতে হয়েছে সবই হাতে নাতে করে দিয়েছে।এখনও তার কাছ থেকে অনেক কিছুই শিখতে চেষ্টা করি।
-
আমি ফরেক্স মার্কেটে এসছি আমার এক ঘনিস্ট বন্ধুর মাধ্যমে আমি ফরেক্স মারতকেটে আসি এবং ফরেক্স সম্পর্কে জানি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা এবং ফরেক্স অভিজ্ঞতা অর্জন করি ফরেক্স মার্কেটে কিবাবে সফল হতে হয় আমার বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি।
-
আমরা সবাই যখন ফরেক্স এ আসি তখন আমরা প্রতেকেই কারো না কারো হাত ধরে ফরেক্স এ প্রবেশ করি। আমি প্রথম আমার ছোট মামা এর কাছ থেকে শুনতে পাই যে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। সেইদিন ই ফরেক্স কে জানার জন্য আমার অন্যরকম একটা অনুভূতি জন্মায়। আর আমি প্রথম ফরেক্স এ আসি আমার এক বন্ধু এর হাত ধরে। এখন আমি ফরেক্স এ আসতে পেরে অনেক আনন্দিত।
-
আমি আমার এক ভাই এর কাসে দিয়ে ১ম ফরেক্স শিখি । তিনি আমাকে আহিখিছেন কি করে ঘরে বসেই টাকা ইঙ্কাম করা জায় কি করলে ফরেক্স এ ভাল করা যায় কখন ট্রেড করলে ফরেক্স এ ভাল লাভ হবে সব আমি এখন বাসায় বসেই ফরেক্স দিয়ে ভাল ইঙ্কাম করি
-
ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট দিয়ে বোনাস ডলার আয় করে ট্রেড করতে পারবেন।ফরেক্স সম্পর্কে জানি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা এবং ফরেক্স অভিজ্ঞতা অর্জন
-
আমি ফরেক্সে বলতে গেলে একাই এসেছি । আমি কয়েক জনকে ফরেক্স এর কথা বলতে শুনি । আর আমি তারপর বাসায় এসে নেটে ফরেক্স এর জন্য তথ্য খোকজাখুজি করতে থাকি আর এথেকে আমার ফরেক্স ভালো লেগে যায় এবং আমি ফরেক্স শিখার কাজ শুরু করে দেয় । যদিও আমি এখনও ফরেক্সে সফল হতে পারি নি তারপরোও আমি এখনও ফরেক্স এর পিছনে লেগে আছি । আশা করি একদিন সফল হবই এবং তখন ঠিক ফরেক্স থেকে আয় করতে পারব ।
-
আমাদের বাসার পাসে এক বড়ো ভাই ফরেস্ক এর কাজ করে। একদিন সে বললো একটি নতুন কাজ শিকবি। আমি হঁা বললাম। আমি বড়ভাই এর মাধ্যমে সরবপ্রথম ফরেস্ক এ আসলাম।
-
জীবনে যে মন একা একা কিছুই করা যায়না ।তেমনি ফরেক্স এ একা আসাযায়না।কারও না কারও মাধ্যমে ফরেক্স আসতে হয়। আমি আমা এক ভাইয়ের কাছে শুনে ফরেক্স ব্যবসায় এসেছি।ফরেক্স মাকেটি অনেক ভালাে মাধ্যম এখানে অনেক সহজেই আয় করা যায়।এখন এখানে আমরা ৩জন ফরেক্স কাজ করছি। ধন্যবাদ
-
আমি নিজে নিজেই ফরেক্স এ আসেছি , তবে আমি প্রথম ফরেক্স সম্পকে জানতে পারি google.com থেকে। আমি প্রথম দিকে ফরেক্স ভালো ভাবে বুঝতেম না এর কজ কি পরে একটা ওয়েব সাইট থেকে জানতে পারলাম কিভাবে ফরেক্স এ একাউন্ট খুলা যায । আমি সে ভাবেই প্রথম ডেমো একাউন্ট খুললাম। তার পর সুরু করলাম ফরেক্স ট্রেড । এভাবেই আমার ফরেক্স এ আসা। আমি ফরেক্স এর মত ব্যবসায় আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করসি। এখন আমি নিয়মত ফরেক্স ট্রেড করি এবং ভালো প্রফিত করতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমি আমার এক বড় ভাই এর মাধ্যমে আসি। সে আমার সামনে ফরেক্স নিয়ে আলোচনা করত তখন আমার কাছে ফরেক্স জানার অাগ্রহ জাগে তখন অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে প্রাথমিক ভাবে শিখি এখন সিনিয়র এক ভাই থেকে শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করি।