-
আমি মনেকরি,, ফরেক্স খুবি রিস্কি ব্যাবসা।। তাই এখানে লস করা খুবই সাভাবিক।। তবে ফরেক্সে আপনার লসকে কমিয়ে আন্তে পারলেই আপনি দক্ষ ট্রেডার হতে পারবেন।। এর জন্য আরো প্রয়োজন একটু পরিচ্রম ধৈরয আর ফরেক্স জ্ঞান।। ফরেক্সে একটু পরিশ্রম করতে পারলে এক সময় অবশ্যই সফল হতে পারবেন।।।।
-
একটা সঠিক এ্যানালাইসিস এবং ভাল মানি ম্যানেজমেন্টি পারে আপনার লস কমাতে । যখন আমি মারকেটের সঠিক মুভমেন বুজতে পারব তখন অটমেটিক আমার লস কুমে যাবে । তাই আমাদের সবারি উচিত এইদিক গুলতে আগে নজর দেওয়া ।
-
ফরেক্সে লসের পরিমাণ কমাতে হলে অবশ্যই এর জন্য অনেক বেশি পরিমানে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা এ ব্যাপারটা লক্ষ রেখেছে যে ফরেক্স করার মাধ্যমে আমাদের অনেক বেশি পরিমাণে লাভবান হচ্ছি । কারণ দক্ষতাই হল লাভ অর্জনের হাতিয়ার । কিন্ত তা না থাকলে অবশ্যই অনেক বেশি ঝুঁকিতে থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে হলে আপনার লস এর পরিমান কমাতে হবে। আর লস এর পরিমান কমানোর জন্য আপনাকে ভালোভাবে ফরেক্স আয়ত্ত করতে হবে। আর আপনাকে কঠোর মানি মেনেজমেন্ট এপ্লাই করতে হবে। কারন একমাত্র মানি মেনেজমেন্ট এ পারে আপনার একাউন্ট ব্যালেন্সড রাখার।
-
ফরেক্স এ যদি লাভের চেয়ে লস বেশি হয় তাহলে তো ফরেক্স কেউ করবে না। আমি মনে এমন একটি স্ট্রেটিজি ব্যবহার কতে হবে যাতে আমরা লসের চেয়ে লাভ বেশি করতে পারি। তাই সব সময় ভালভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড অপেন করতে হবে।
-
ফরেক্স এ লস কমানোর জন্য আমাদের নিজেদের সচেতনতা ই যথেষ্ট । ফরেক্স যেহেতো একটি বিনিয়োগ ক্ষেত্র তাই এখানে লাভ লোকসান দুইটি ই থাকবে । কিন্তু আমরা আমাদের লস লাভ নিয়ন্ত্রণ করতে পারি নিজেদের বুদ্ধিমত্তার প্রয়োগ করে । আমরা যদি অনেক দিন যাবৎ ডেমো একাউন্ট এ ট্রেড করে নিজেদের দক্ষ করে নিয়ে কম লোভ করে ধৈর্য ধারণ করে সকল রকম ক্ষেত্র গুলু পর্যালোচনা করে ট্রেড করতে পারি তবে আমার মতে আমাদের লস এর পরিমান অনেক কমে যাবে ।
-
ক্যাশ ব্যাকের বিষয়টি দেখে আমার খুবভালো লাগলো । এটাতো সবার জন্ন খুবি উপকারী । তবে ক্যাশ এই পদ্দতি চালু করতে হলে আমাকে কিকি করতে হবে যদি জানান তা হলে উপকার হবে ।
-
ফরেক্সে লস জিনিস টা কমাতে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করা খুবই জরুরী।। তাছাড়া ফরেক্সে লস এরাতে নিজের লোভ টাকে কন্ট্রোল করতে হবে। ধৈরয সহকারে ট্রেডিং করতে হবে।। মাথা গরম করা যাবে না।। লস বেশি হবে জানলে স্টপ লস দিয়ে দিন।। তারপর লস টাকে কভার করার চেষ্টা করুন।।।
-
ফরেক্স মার্কেটে আপনার লসের পরিমান তখনেই কম্বে যখন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড হিসাব করে করবেন আর যদি আপনি বেয়াহি বেশি করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে থাকেন তবে আমি মনে করি খুব কম সময়ে আপনি লাভ করতে পারবেন তাই কম ট্রেড লস কম।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি নিজে রোবট ব্যাবহার করি না এবং অন্যকেও রোবট ব্যাবহার না করার পরামর্শ দিয়ে থাকি। তার কারন হল আপনি যদি একটি রোবটের হাতে আপনার সিদ্ধান্তটা ছেড়ে দেন যে কিনা নিজ থেকে কোন সিদ্ধান্ত নিতে পারেনা তাহলে সে এমন কিছু ট্রেড ওপেন করে দিবে য হইত আপনার বিপক্ষে গিয়ে অনেক ক্ষতি করতে পারে। অতচ আপনি হলে এমনটি করতেন না।