-
আমার এক বন্ধু আছে কে কিনা ফরেক্স করতে অনেক আগ্রহি আমি তাকে ফরেক্স শিখাচ্চি ও অনেক ভাল না হলে ও কিন্তু আমি যে রকম লস করলাম ও কিন্তু ওই রকম লস করবে না বলে আমি মনে করি আমার মনে হয় ও যদি আমা কথা গুল মেনে চলে তাহলে ভাল কিছু না করলেও অন্তত বড় কোন লসস করবে না তাই আমি সব সময় বলি লোভ করবে না লোভ মানুষ কে অনেক লস করিয়ে দে
-
অন্য কাউকে ফরেক্স সিখালে এখানে আমি মনে করব ফরেক্স মার্কেট এ ভাল আয় করা সম্ভব হবে তাই ফরেক্স মার্কেট এ নিজে ট্রেড করবেন এবং অন্যকে ট্রেড করতে সাহায্য করবেন তাহলে আপনি এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন । ফরেক্স থেকে আমরা সবাই চাই লাভ করতে ।
-
আমি এখন ফরেক্স মার্কেট এ নতুন আমি যখন এই মার্কেট এ একজন এক্সপার্ট ট্রেডার হব আমি তখন অবশ্যই কে এই ফরেক্স শিখাতে চাইব কারন আমি তখন বুঝতে পারব ফরেক্স হল একটি লাভ জনক বেবসা যা করে মানুস ভাল ইনকাম করতে পারে।
-
আমি নিজে যখন একজন ভালো ট্রেডার হয়ে যাব তখন আমি অন্য আরেকজনকে ফরেক্স ট্রেড শিখাব। কারন ফরেক্স ট্রেডে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে খুব সহজে আয় করা যায়।
-
না আমি ফরেক্স কাউকে শেখাতে চাই না কিন্তু এর সম্পর্কে যানাতে চাই কারন আমি ফরেক্স মার্কেটে আমি নতুন এবং এর সম্পর্কে ভালমত এখন আমি জানি না । তাহলে আমি অন্যদেরকে কি শেখাব । কিন্তু আমি এ কাজ করার জন্য অন্যদেরকে উৎসাহ দিতে পারি । হ্যা, আমি যখন একজন ভাল মানের ট্রেডার হব তখন আমি অন্যদেরকে শেখাবই ।
-
আমি এখন ফরেক্স মার্কেটে কাজ করছি। তবে আমি যদি ফরেক্স মার্কেটে সফল হই। তাহলে আমি ফরেক্সের কাজ অন্যদের শিখাব। কারন এতে আমার ফরেক্সের উপর দক্ষতা বাড়বে। আর আমি এখন যা আয় করছি তখন আরও বেশি করতে পারব।
-
হা আমি আমার আসেপাশে সবাই কে চাই ফরেক্স সিখাতে আমি চাই ফরেক্স করে সবাই এ থেকে আয় করুক আয় করার জন্য ফরেক্স মার্কেট এখন সব থেকে ভাল একটি মাধ্যম ফরেক্স থেকে আয় করতে হলে আমাদের সবাই কে এই মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তাহলে সম্ভব ।
-
আমি কখনও কারো কাছ থেকে ফরেক্স শিখি নি। আমি নিজে নিজেই অনলাইন থেকে ফরেক্স শিখছি। আর ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে অভিজ্ঞতার খুব দরকার। বলে কাউকে ফরেক্স শিখানো সম্ভব না। আর আমি তাই কাউকে ফরেক্স শিখাতেও চাইনা।
-
রেক্স হল বর্তমানে সব থেকে আধুনিক বিজেনেস এই বেবসার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রার বেচা কেনা করে থাকি । আমি যদি ফরেক্স থেকে লাভবান হতে পারি তাহলে আমি অবশ্যই চাইব আমার পরিচিত অন্য কাউকে এই বিজনেস শিখাতে যাতে করে সেও লাভবান হতে পারে এই মার্কেট থেকে । ফরেক্স শিখানোর মাধ্যমে আমাদের অবিজ্ঞতা বৃদ্ধি পেতে থাকে এতে করে আমাদের কোন অংশে কমে না বরং ফরেক্স এর জ্ঞনের পরিধি বিস্তার লাভ করতে থাকে ।
-
আধুনিক বিশ্বে আমাদের কাছে ফরেক্স একটি সুপরিচিত নাম। আমি চাই এই সুপরিচিত নামটি সবার কাছে ছড়িয়ে দিতে। বিশেষ করে আমাদের দেশে এটি বেকারত্ত দুরীকরনে ভূমিকা রাখতে পারে। আর অন্যকে শিখার মাধ্যমে আমার নিজেরও অনেক অভিজ্ঞতা হবে।