-
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যা দ্বারা আপনি আপনার ডিপোজিটের সর্বোচ্চ কতগুন ইউনিট একই সাথে ক্রয়-বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন, আপনার ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
-
বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে । আপনি আপনার একাউন্টে ৫ ডলার ডিপোজিট করেছেন আর লিভারেজ দিয়েছেন ১ঃ১ মানে আপনি কোন ব্যাকাপ পাবেন না। আবার আপনি ১ঃ৫০ লিভারেজ দিয়েছেন তাহলে আপনি ৫ ডলারের ৫০ গুন মানে ২৫০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন। কিন্তু যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনার ট্রেড টি অটমেটিক অফ হয়ে যাবে ।
-
লিভারেজ মানে হচ্ছে লোন যা আমরা ব্রোকারের কাছ থেকে নিতে পারি আমার মনে হয় ১ঃ২ থেকে ১ঃ২০০০ পর্যন্ত লিভারেজ নেয়া যেতে পারে। যত বেশি লিভারেজ নিবেন আপনার ট্রেডিং করার ক্ষমতা তত বেশি পাবে তবে লিভারেজ বেশি না নেয়াই ভালো লিভারেজ বেশি নিলে বেশি লটে ট্রেড করতে মনে চাইবে তখন হয়তো অনেক লসে পড়তে হতে পারে আমার মতে ১ঃ৫০ থেকে ১ঃ২০০ এর মধ্যেই লিভারেজ সীমাবদ্ধ রাখা উচিত।
-
আমি ফরেক্সে নতুন তাই লিভারেজ সম্পর্কে জানিনা । তবে আপনাদের সবার আলোচনা থেকে বুঝতে পারলাম লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সরবোচ্ছ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । আর এই লিভারেজের কারণেই আপনি লট সাইজ নির্ধারণ করতে পারবেন ।
-
লিভারেজ হচ্ছে সেই রেশিও যার মাধ্যমে বুঝা যায় একটা ট্রেডে আপনি আপনার ব্রোকার কর্তীক কি পরিমান লোন বা আর্ধিক ব্যাকাপ পাবেন। একেক ব্রোকার হাউজ একেক টাইপ লিভারেজ দিয়ে থাকে। হিসেব টা কিন্তু খুব কঠিন না। লিভারেজ হচ্ছে সেই রেশিও যার মাধ্যমে বুঝা যায় একটা ট্রেডে আপনি আপনার ব্রোকার কর্তীক কি পরিমান লোন বা আর্ধিক ব্যাকাপ পাবেন। একেক ব্রোকার হাউজ একেক টাইপ লিভারেজ দিয়ে থাকে। হিসেব টা কিন্তু খুব কঠিন না।
-
লিভারেজ বা মার্জিন লোন হলো ব্রোকার কর্তৃক প্রদত্ত লোন। আপনার ব্যালেন্স বা মূলধনের উপর ভিত্তি করে ব্রোকার যে সর্বোচ্চ্য যে পরিমাণ ঋণ প্রদান করা হয় তাকেই মার্জিন লোন বলা হয় বা লিভারেজ বলা হয়। ধরুন আপনার মূলধন একশত ডলার, আপনি ১ঃ১০০ লিভারেজ ব্যাবহার করবেন সেক্ষেত্রে আপনাকে ব্রোকার আপনাকে ১০০ গুণ পর্যন্ত লিভারেজ দিবেন।
-
লিভারেজ মানে হল আপনার মূলধন এর উপর সর্বোচ্চ কত গুন লোন ব্রোকার আপনাকে দিবে তা বুঝায় । লিভারেজ বেশি থাকলে আপনি বড় লটের ট্রেড নিতে পারবেন । আবাড় লিভারেজ কম হলে লট সাইজ ছোট হবে । প্রত্যেক ট্রেডের বিপরীতে আপনি ব্রোকার প্রদত্ব লোন সুবিধা নিতে পারবেন ৷ যেমন ধরুন আপনি আপনার একাউন্টের লিভারেজ যদি ১:১০০ রেখে ট্রেড করতে চান তাহলে আপনার ১$ সাইজের লটে এন্ট্রী করলে ব্রোকার প্রদত্ব লোন সুবিধা থাকবে ১০০$ ৷
-
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । তবে আমি মনে করি লিভারেজ বেশি নেয়ােই ভাল । কারন খারাপ সময়ে এটি আপনাকে অনেক বেশি সহয়তা করবে । বিশেষ করে যখন একাউন্ট মার্জিন কল খাওয়ার সম্ভাবনা থাকে ।
-
আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না।তবে লিভারেজ ছোট হলে ভাল হয় বলে আমি মনে করি। আপনি ১ঃ৫০ লিভারেজ দিয়েছেন তাহলে আপনি ৫ ডলারের ৫০ গুন মানে ২৫০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন। কিন্তু যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনার ট্রেড টি অটমেটিক অফ হয়ে যাবে ।
-
ফরেক্স মার্কেটে একাউন্ট খোলার সময় একটা অপশন দেওয়া থাকে যে লিভারেজ।আসলে লিভারেজটা হচ্ছে আপনি আপনার ডিপজটের উপর লোন নেওয়া। আপনার ডিপজীট যদি কম হয় তাহলে লিভারেজ বেশি নিলে বড় ট্রেড ওপেন করতে পারবেন।লিভারেজ মানে হচ্ছে ;। ফরেক্সে আমাদের টিকে থাকতে আমাদের লাভ বা লসের অংশ বিশেত।। লিভারেজ বেশি হলে লাভ বেশি হয়।। আর লিভারেজ কম হলে লাভ কম হয়।।।