-
ফরেক্স মার্কেটে আপনি সপ্তাহে ৫ দিন এবং দিনে ২৪ ঘন্টার যেকোন সময় আপনি ট্রেড করতে পারবেন । তবে মার্কেটে ট্রেড করার জন্য ট্রেডিং সেশনটা ভালভাবে জেনে নেওয়া দরকার বলে আমি মনে করি । সাধারনত নিউইয়র্ক সেশনে অথাৎ সন্ধা ৬ টা থেকে রাত ১১ টা পযর্ন্ত সময় মার্কেটে ট্রেড করা ভাল বলে আমি মনে করি । ধন্যবাদ ।
-
ফরেক্স বিজনেস হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যবসা।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট খোলা থাকে তাই আমরা চাইলে যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি।তবে আমার ক্ষেত্রে ফরেক্স মার্কেট ট্রেড নেওয়ার আগে আমি মার্কেট এনালাইসিস করে তার পর ট্রেড ওপেন করি। আমি মনে করি আপনে যখনি ট্রেড ওপেন করবেন তখনি মার্কেট এনালাইসিস করে ট্রেড নেওয়া উচিত।
-
ট্রেড করার সময় হল যখন কোন নিউজ না থাকে তখন মার্কেটের গতিবিধি বুঝে তারপর ট্রেড করবে । যে বুঝে শুনে নিউজ ছাড়া ট্রেড করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য বুঝে শুনে ট্রেড করব ।
-
আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, যদি ট্রেড না নেয়ার মত হয়, তাহলে তখন ট্রেড না নিয়ে অপেক্ষা করাই ভালো।
-
ট্রেড করার জন্য ফরেক্স কোন সময় বাধ্যবাধকতা নেই। আপানি যে কোন সময় মার্কেট এ ট্রেড করতে পারেন। এজন্য আপনাকে কোন নির্দিষ্ট সময় দিতে হবে না। ফরেক্স মার্কেট এ চারটি সেসন রয়েছে। চারটি সেসনের মধ্য সবচেয়ে লন্ডন সেশনে মার্কেট এ বেশি মারকেট মুভ করে থাকে।
-
ট্রেড করার জন্য নির্দিষ্ট কনো সময়সুচী বাধা নাই ,আমরা যে কন সময় যে কনো যায়গায় বসে ট্রেড করতে পারি । তবে ট্রেড করার উপযুক্ত কিছু সময় থাকে এবং সেই সময় টায় ট্রেড করতে পারলে লাভ করা জায় যেমন সকাল এর দিকে ট্রেড করলে ঠিকভাবে ট্রেড করা জায় এটা আমি মনে করি ।
-
এনালাইসিসের মাধ্যমে ট্রেড করা ভালো । ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে যদি ফরেক্স মার্কেট ভালোভাবে এনালাইসিস করা হয় তাহলে মার্কেটের মুভমেন্ট ভালো বোঝা যায় । এতে ট্রেড করেও ভালো লাভ করা যায় । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে তাই যেকোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় । তবে সব সময় ট্রেড না করে নিউজ টাইমে বা মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে ভালো হয় । এতে ঝুকি কম থাকে আর লাভটাও ভালো হয় । তাই নিজের সুবিধা মতো যেকোন সময় মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করা ভালো ।
-
আমি যতদূর জানি ফরেক্স বাজারে মুদ্রার মানের উঠানামা যখন ধীর গতিতে চলে তখন ট্রেড করা খুব ভাল। কেননা মুদ্রার মানের উঠানাম বা গতি বেশি হলে কখন লাভ হবে তার কোন নিশ্চিত সম্ভাবনা থাকে না এবং ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।
-
ট্রেড করার জন্য ধরা বাধা কোন সময় নেই। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে ঠিকই কিন্তু সব সময় মার্কেট মুভ করে না। আপনি নিউজ এর সময় দেখেবেন যে মার্কেট প্রচুর মুভ করে। অনেকে নিউজ এর সময় ভালো ট্রেড করে প্রফিট করে থাকে। আপনি নিউজ এর পরে ট্রেড করে প্রফিট করতে পারেন।
-
আপনি দিনের যে কোন সময়ই ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পযন্ত ট্রেড করার জন্য ভাল সময়। তবে আমি মনে করি ট্রেড মুদ্রার মানের উঠানামা প্রতি লক্ষ্য রেখে ট্রেড উচিত। তবে আপনি যদি দক্ষ ট্রেডার না হন তাহলে শুক্রবার রাতে ট্রেড না করা প্রয়োজন।