-
আমার হাতে এই মুহুরতে তেমন কন দুল্লার নাই । তবে একবারে খালি ও না সামান্ন কিছু আছে । সামান্ন বলতে আমার কাছে এই মুহূর্তে ৫০ ডলার আছে । আপাতাত এই গুলা দিয়ে কাজ সুরু করতে চাচ্ছি । আগে একবার ভুল করে আমার অনেক গুলা ডলার লস করচি তবে একন আর সেই ভুল করব না। তাই আমি একন বুজে সুনে ত্রেদ করব । সামান্ন ভুলে আমার সব ডলার শেষ হয়ে গিয়
-
আমি নতুন তাই এখনো ট্রেড করি।
শুধু ফোরামে পোস্ট করি।
তবে ইচ্ছা আছে আগামীতে ফরেক্স ট্রেড করব।
-
আমি সর্বপ্রথম ৬০ ডলার দিয়ে ট্রেড শুরু করি.ধুক্খের বেপার হলো অনভিজ্ঞতার কারণে আমাকে পুরো মুল্ধনটাই হারাতে হয়.তারপর থেকে এখন পর্যন্ত আমি বোনাস ডলার দিয়ে ট্রেড করছি.ওই সময় এমন কোনো প্রস্তুতি না নিয়েই রিয়েল ট্রেড করতে নেমে যাই যার ফলে আমার পুরো মূলধন হারাতে হয়.কিন্তু এখন আমি ডেমো ট্রেড করেছি এবং মূলধন হিসেবে বোনাস ডলার বেবহার করছি.
-
আমি এখানে সম্পূন নতুন তাই এই সম্পকে আমার। তেমন কোন একটা ধারনা নেই সতরাং আমারও জানা প্রয়োজন যে কত পরিমান ডলার নয়ে ট্রেড শুরু করা প্রয়োজন
তবে আমি মনে করি ডলার যতটুকু পরিমান দিয়েই শুরু করি না কেন প্রথমে ভালভাবে বুঝতে হবে
-
আমি সর্বপ্রথম কত ডলার দিয়ে ফরেক্স ট্রেড করা শুরু করে ছিলাম তা সঠিত মনে নেই । তবে সেটা আমার মনে আছে যে বেশ প্রফিট করে ছিলেম । তবে কিছুদিনের মাধায় একটা হাই ইমপেক্ট নিউজ ছিলো । আমি তেমন জানতাম না নিউজ সম্পর্কে । ব্যস । অ্যাকাউন্ট জিরো করে ফেললাম ।
-
আমি প্রথম আমার ফোরামের ৩০ ডলার দিয়ে ট্রেড সুরু করি।। প্রথম কিছু কিছু লাভ করতে সক্ষম হয়েছিলাম।।। পরে বিশয়টা আমি আমার শিক্ষকের সাথে শেয়ার করি।
। পরে তিনি নিজেই আমাকে একটা ট্রেড ওপেন করে দেন।। সেই এক ট্রেডেই আজ আমার একাউন্ট জিরো হয়ে গেছে।।।
-
আমি প্রথমে ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করি কিন্তু মানি ম্যানেজমেন্টে অদক্ষতা আর সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার জন্য আমার আকাউন্ট শুন্য হয়ে যায়।এরপর আমি ফরেক্স সম্পরকে জ্ঞান নিয়ে ডেমো ট্রেড করে ট্রেড করা শিখি।এরপর আমি অনেক লাভ করি।
-
আমি সর্বপ্রথম ৫০ ডলার দিয়ে ট্রেড শুরু করতে চাই। কারন প্রথম বারই বেশি ডলার ভরলে লস করতে পারি একাউন্ট জিরো হতে পারে ট্রেড এ অনেক ভূল হতে পারে তাই আমি প্রথম বারই বেশি ঝুঁকি নিতে চাই না তাতে আমারই ক্ষতি হতে পারে। এরপর যখন আমি ফরেক্স সম্পর্কে অনেক জানবো অনেক কিছু শিখবো তখন আমি বেশি বেশি ডলার ভরবো।
-
ফরেক্স মার্কেট বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস গুলোর মধ্যে একটি। এর অন্যতম একটি কারন হল যেখানে অন্য বিজনেসের ক্ষেত্রে বিশাল মাপের বিনিয়োগ ছাড়া বিজনেস শুরু করা যায় না সেখানে ফরেক্স মার্কেটে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যত পারেন তত টাকা বিনিয়োগ করতে পারেন। আমি প্রথমে ৯৫ ডলার বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং শুরু করি।
-
আমি প্রথম ইনভেস্ট করি 30$ যা কয়েক দিনেই ট্রেড করি । এর পর 10 $ এর বেশি ইনভেস্ট করি না । এ পর্যন্ত 200$ এর উপর ইনভেস্ট করেছি এবংএখনও করছি। লসে আছি। লাভ করে লস রিকোভার করতে পারিনি।