ফরেক্স লসের প্রধান কিছু কারনগুলোর হলো:
১) সঠিক স্ট্রাটেজি না থাকা।
২) প্রতিদিন একাধিক ট্রেড করা।
৩) লোভ বেশি থাকা।
৪) ভলিউম বড় দেয়া।
৫) এস এল ব্যবহার না করা ইত্যাদি।
Printable View
ফরেক্স লসের প্রধান কিছু কারনগুলোর হলো:
১) সঠিক স্ট্রাটেজি না থাকা।
২) প্রতিদিন একাধিক ট্রেড করা।
৩) লোভ বেশি থাকা।
৪) ভলিউম বড় দেয়া।
৫) এস এল ব্যবহার না করা ইত্যাদি।
লসের অনেক কারণ রয়েছে । তার মধ্য অন্যতম হল অতি লোভ করা , ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব , ইচ্ছামত ট্রেড প্লান ব্যাতিত ট্রেড করা ইত্যাদি । ফরেক্স এ অামাদরে উচত হল মার্কেট কন্ডিশন মোতাবেক যথার্থ এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করা । কারণ মার্কেট আমাদের ইচ্ছামত চলেনা বরং মার্কেটের কন্ডিশন অনুসারে আমাদের চলতে হয় । তাই ফরেক্স এ লস এড়াতে চাইলে মানিম্যানেজমেন্ট মোতাবেক ট্রেড করুন । ধন্যবাদ ।
ফরেক্স ট্রেডিংয়ে বিভিন্ন কারনে লস হয়ে থাকে তবে এর মধ্যে যে কারনটার জন্য সবচেয়ে বেমি ট্রেডাররা ফরেক্সে লস করে থাকে তা হল অতিরিক্ত লাভের বা প্রফিটের লোভ।
ফরেক্সে লস এর অন্যতম কারন অভিজ্ঞতার অভাব এবং অতিরিক্ত লোভ। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু । আমি বলঅব যে ফরেক্স করতে হলে অবশ্যই লোভকে সংযত করতে হবে। আর ফরেক্সে লাভ করতে হলে অবশ্যই ডেমো করতে হবে ডেমো থেকে আগে নিজেকে তৈরি করে নিতে হবে।
আমার জানা মতে লস করার মুল বিসয় হসসে বেশি লাভের আশাই আর আরেক্ত হসসে্ না বুজে ত্রেড করলে।সে জন্ন্য বলা হয় যে বেশি বেশি প্রাক্তিচ করেন।জানেন জিনিস্তা কি এবং কিভাবে আয় করা জাই।
লস সব স্ময় টেকানএও জাই ,যদি আপনি ভাল করএ আনাল্যসিস করে থাকেন।আপ্নি যদি আনাল্যসিস না করেন তাকেন তাহ্লে তও কিছু বলার নেই।সে জনণ্য বলা হয় বিজেন এবং আনাল্যসিস করেন।
ফরেক্সে লসের অনেক কারন আছে তারমধ্যে অন্যতম হল:
১। অভিজ্ঞতার অভাব
২। না বুঝে ট্রেড করা
৩। অতিরিক্ত রিক্স নেয়া
৪। লোভ করা
৫। নিউজ পর্যালোচনা না করা
৬। মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করা
৭। ইমোশনাল হয়ে ট্রেড করা
ফরেক্স লস এর বিভিন্ন কারন আছে কেউ লস করে কম জানার জন্য আবার কেউ বেশি লাভ করার জন্য আবার কেউ লস করে ইমোশ্নাল এর জন্য তাই আমাদের ভাল করে ফরেক্স না শিখে ট্রেড করা উচিত না আর যে মার্কেট এ ৯৫% ট্রেডার রাই লস করে সেখানে লস হলে মন খারাপ এর কিছু নাই।
ফরেক্স মার্কেট এ লস করার পেচনে আমাদের অনেক গুলো ভুল রয়েছে। আমরা যদি আমাদের এই ভুল গুলো সমাধান করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমরা ফরেক্স মার্কেট এ বেসি লোভ করি। আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ফরেক্স মার্কেট কে এনালাইসিস করিনা। তাই আমরা ফরেক্স মার্কেট এ লস করি। আর এই ভুল গুলোর কারনে আমরা ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরি।
ফরেক্স অনেক বিশাল একটি মার্কেটপ্লেস। ফরেক্সে কাজ করতে দরকার দক্ষতা। দক্ষতা ছাড়া ফরেক্স থেকে লাভবান হওয়া যায় না। ফরেক্সে লস হওয়ার বিশেষ করণ সমূহ হল অদক্ষতা,লোভ এবং আবেগ। ধন্যবাদ