হ্যা সঠিক বলেছেন এই ব্যবসায় ধৈর্য খুবই প্রয়োজন কারন অনেক সময় দেখা যায় অনেক ধৈর্য ধরে বসে থাকতে হয় আর মনে হয় শুধু আরো ট্রেড অপেন করি কিন্তু যে সেপথে পা বাড়াবে সেই মড়বে। ফরেক্সে ধৈর্য এবং লোভ সংবরন করা খুবই কঠিন কারণ এই ব্যবসার আকারই এমনযে যেকেউ যেকোন সময় লোভে পরে যেতে পারে তাই লোভ যদি নির্মূল করে এই ব্যবসা পরিচালনা করা যায় তবে সবাই লাভবান হবে আমার বিশ্বাস।