-
অতি লোভে তাতি নষ্ট কথাটি ফরেক্সের বেলায় একেবারেই সত্য।ফরেক্স এ লোভ করে একাউন্ট জিরো করেনাই এমন লোক খুব কম রয়েছে।ফরেক্স এ যেই লোভ করেছে সেই তার একাউন্ট জিরো হয়ে গেছে।ফরেক্স এ আপনি যদি সফল হতে চান তবে সর্বপ্রথম আপনাকে লোভ পরিহার করতে হবে।লোভ যদি আপনার ভিতর সামান্য থেকে থাকে তবে আপনি কখনোই ফরেক্স এ সফল হতে পারবেন না।লোভ মানুষকে ধ্বংস করে দেয়।এজন্য আগে লোভ পরিহার করে ফরেক্স খুব ভালভাবে শিখতে হবে।আপনি ফরেক্স এ যত দক্ষ এবং অভিজ্ঞ হবেন আপনার সফল হওয়ার সম্ভাবনাও বেশি হবে।এজন্য আগে ফরেক্স এ এসে আগে লাভের চিন্তা না করে আগে নিয়মিত ডেমো ট্রেড এবং নিয়মিত ফরেক্সের সাথে থেকে ফরেক্স শিখে নিতে হবে।লোভ পরিহার করে যত বেশি ফরেক্স এ দক্ষ এবং অভিজ্ঞ হতে পারবেন আপনি তত তাড়াতাড়ি ফরেক্স এ সফল হতে পারবেন।
-
লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে অধিক লটে ট্রেড করা কখনই উচিত নয়।লোভের কারণে হয়তো আপনি লাভবান হতে পারবেন কিন্তু সেই লাভ খুবই ক্ষণস্থায়ী হবে।কাজেই ফরেক্স জেনেশুনে ভালভাবে বুঝে তারপর ট্রেড করতে হবে। চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। আমাদের সকলের উচিত লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে,ফরেক্সে টিকে থাকা।কেননা আপনি টিকে থাকতে পারলে,এখান থেকে অবশ্যই অবশ্যই উপার্জন করতে পারবেন।