বিশ্বের সব জুয়াড়িরাই চায় খুব দ্রূত প্রচুর টাকার মালিক হতে এবং টাকার পাহাড়ে শুয়ে আরাম আয়েশ করতে৷যা বাস্তবে কখোনোই সম্ভব হয় না৷ফরেক্স মার্কেটকেও অনেক ব্যাক্তি রাতারাতি দূত ধনী হওয়ার দারুন একটা উপযুক্ত ক্ষেত্র মনে করে যা 100% ভূল ধারণা৷আমাদের মাঝে অনেকেই এই দ্রূত ধনী হওয়ার চিন্তায় একদম নতুন অবসহায় শর্টট্রেডিং বা স্ক্যালপিং করতে থাকে,বড় সাইজের লটে ট্রেড করতে থাকে,ওভার ট্রেডিং করতে থাকে,পর্যাপ্ত প্রফিট হওয়া স্বত্তেও তাদের ওপেনিং ট্রেডগুলো সময়মত ক্লোজ না করে আরোও বেশি প্রফিটের লোভে বসে থাকে৷ট্রেডিং স্ট্র্যাটেজী কী ? মানি মেনেজমেন্ট কি তারা তা কখোনোই বুঝতে চায়না এবং ট্রেডিং সাইকোলজী বলতে তাদের কিছুই থাকেনা৷তারা এখানে জুয়া খেলে খুবই ধনী হতে আসে আর শীঘ্রই বেড়িয়ে যায় শুন্য হাতে...