-
ফরেক্স মার্কেট একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সে সবসময় ফরেক্স মার্কেটের নিয়ম মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরক্স মার্কেটে ট্রেড করার করার সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স মার্কেটে ট্রেড কর জেন কোন সময় অজথা ট্রেদ করে লসের সম্মুখিন হতে না হয় এই জন্য প্রফেশনাল ফরেক্স ট্রেডার সবসময় নিয়ম ফল করে কাজ করে ।
-
একজন প্রফেশনাল সব সময় চিন্তা করে এ্যানালাইসিস । যে মার্কটে এখন কোনদিকে মুভমেন্ট করতে পারে সেই দিক বিবেচনা করে বুঝে শুনে তারপর সিদ্বান্ত করে যে এখন সে কি করতে পারে । সুতরাং আমরা ও সব সময় এই চিন্তাটি করব যে , মার্কেট কোন জায়গায় মুভমেন্ট করবে সেই দিকে খেয়াল রাখব তাহলেই সফলকাম ।
-
ফরেক্স মার্কেটে অবশ্যই আমরা যারা নতুন ট্রেড করি তাদের উচিত হল অণুসরন করতে হবে প্রফেশনাল ট্রেডারদেরকে । আর প্রফেশনাল ট্রেডাররা অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকে । তাদেরকে যদি আমরা অণুসরন করি তবে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারব । আর ফরেক্স মার্কেটে যত বেশি দক্ষ ও যত বেশি অভিজ্ঞ হতে পারবেন তত বেশিেই আমরা লাভবান হতে পারব । কারণ ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকার অন্যতম হাতিয়ার হল অভিজ্ঞতা ও দক্ষতা ।
-
একজন প্রফেশনাল ট্রেডার মানে তাকে বজান হয় যিনি ফরেক্স মার্কেটকে নিজের পেশা হিসেবে নিয়েছেন। যিনি ফরেক্স মার্কেটের পিছনে দিনে একটি চাকুরির সমান সময় ব্যয় করে থাকেন। একজন প্রফেশনাল ট্রেডার অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেডিং করে থাকেন। তিনি কখনই ওভার ট্রেডিং করেন না। স্টপ লস টেক প্রফিট মেনে চলেন। ট্রেড শুরু করবার আগে ভালভাবে মার্কেট এনালাইসিস করে থাকেন।
-
একজন ফ্রফেশনাল গরেক্স ট্রেডার কোন একটি নির্দিষ্টপরিমাণ ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হতে চান তবে আপ ই সে সব ফরেক্স ট্রেডার হল্ডারদের অনুশন করতে হবে যারা প্রতিনিয়ত ফরেচ মার্কেটে লাভ করে থাকে। তাই আপনি লাভ করতে হলে পরিশ্রম করতে হবে।
-
একজন প্রফেশনাল ত্রাদের দক্ষতা দিয়ে ট্রেড করেন,সবসময় নিজেকে চ্যালেঞ্জ এর সম্মুখীন করে.কঠিন পরিস্থিতিতেও নিজেক্বে সামলে রেখে সামনের দিকে এগিয়ে যান.রিস্ক নিয়ে তারা সক্ষম,তারা আন্দাজে ট্রেড করেননা.নিজের সিদ্ধান্তের প্রতি তারা আত্মবিশ্বাসী থাকেন.তারা লস থেকে শিখে নেই এবং লাভ থেকে আত্মবিশ্বাস পায়.
-
আমি বলব একজন প্রফেশনাল এবং দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় ওঁত পেতে বসে থাকে একটি ভালো এন্ট্রির জন্য।তাছাড়া তারা সব সময় মান্য ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।তাই সকল ট্রেডারদের উচিত প্রফেশনাল ফরেক্স ট্রেডারদের এই নিয়মগুলো মানা।
-
একজন প্রফেশনাল ট্রেডার তাই করেন যা অন্য সাধারণ ট্রেডার করে না । এককথায় বলতে গেলে ফরেক্স মার্কেটে প্রফেশনালদের কার্যক্রম পরিপুর্নভাবে নতুন ও অদক্ষ ট্রেডারদের চেয়ে ব্যাতিক্রম হয়ে থাকে । আর প্রফেশনালরা অনেক বেশি পরিমানে পরিশ্রম ও এক্সক্লুসিভ কিছু কাজ করে যা অন্যরা সাধারণত করে না । তাই আমাদের উচিত হবে নিজেদেরকে সেরকম কাজে ব্যাস্ত রাখা ।
-
একজন প্রফেশনাল ট্রেডাররে অনেক গুন থাকে তার মধ্যে উল্লেখ যোগ্য বৈশিষ্ট্য হল ট্রেডার ট্রেড করার পূর্বে র্মাকেট সঠিক ভাবে এনালাসিস করো, মানি ম্যেনেজমেন্ট করো ট্রেড করে । একজন ভাল ট্রেডার ধৈর্য ধরে লং ট্রেড করে এবং হাই রিক্স নিয়ে ট্রেড করে না ও অতিরিক্ত লেভ করে না ।
-
আমার মনে হয় একজন প্রফেশনাল এবং দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় ওঁত পেতে বসে থাকে একটি ভালো এন্ট্রির জন্য।তাছাড়া তারা সব সময় মান্য ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।তাই সকল ট্রেডারদের উচিত প্রফেশনাল ফরেক্স ট্রেডারদের এই নিয়মগুলো মানা।