-
ফরেক্স মার্কেটে আবেগ টা আসলে নতুন্দের মনে বেশী থাকে, তারা মনের আবেগে মার্কেট কে মুভ করাতে চাই,তারা মনে করে যে এখন মার্কেট নিশ্চিত আপ হবে, আর এটা মনে করে একের অধিক ট্রেড করতে থাকে, এই ভাবে আবেগ দিয়া বার বার লস করে তবুও মনের আবেগ শেষ হয় না, তবে আমার মনে হয় আবগ দিয়া এখানে কোন লাভ নাই, ফরেক্স মার্কেট এর মুভমেন্ত বুঝতে হবে আবগ আবেগ টা মন থেকে মুছে ফেলতে হবে।
-
সব সময় একটা কথা মনে রাখবেন যে ফরেক্স মার্কেট কোন জুয়াক খেলা না।যে একটা ট্রেডে আপনি লাভ করলেন পরের ট্রেডে আপনি সব লস করলেন।মার্কেটে টিকে থাকতে হলে মানি ম্যনেজম্যান্ট রাখা জরুরি।ইমোশনে পড়ে কখনো ট্রেড করা যাবে না।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে আবেগ অনেক খারাপ একটা বিষয়।এই আবেগের কারনেই ফরেক্স মার্কেটে বহু ট্রেডার তাদের ইনভেস্ট হারিয়েছে।এটার প্রবণতা সাধারণত নতুনদের মাঝেই বেশী দেখা যায়।তারা আবেগের বশেই কোন মার্কেট বিশ্লেষণ না করেই ট্রেড করে থাকে এবং একটু লস হলেই তারা আবেগের বসে উল্টা পাল্টা অধিক ট্রেড করে লসটাকে পুষিয়ে নেয়ার চেষ্টা করে।জার ফলস্বরূপ তারা আরও লসের শিকার হয়।
-
মানুষের আর্থিক কর্মকান্ডে আবেগের কন স্থান নাই। তাছাড়া ফরেক্স এক্তা ব্যবসা কন খেলা নয় এ মার্কেটে মুদ্রা কেনা বেচা হয়।তাই আবেগ প্রবন হয়ে হবে বলে কন কিছু না ভেবে না বুঝে ট্রেড দিলে লস ছাড়া র কিছু হবে না।তাই আমাদের প্রত্যেকের উচিত আবেগ প্রবন না হয়ে মার্কেট এর মুভমেন্ট এর দিকে খেয়াল রেখে এনালাইসিস এর পর ট্রেড দেয়া। কারন ফরেক্স আবেগ বা বাজির কোনো যায়গা নয়।
-
ফরেক্স ব্যবসা করার জন্য আবেগপ্রবণতা আদৌ প্রয়োজন হবে না । আমরা আবেগ ছাড়া সর্বদা ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারবে । আমরা সব সময় ফরেক্স ব্যবসা যদি দক্ষতার সহিত করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা আবেগ ছাড়া করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অর আপনারাও চেষ্টা করেন কিভাবে আবেগ ছাড়া ট্রেড করতে পারেন ।
-
ফরেক্স মাকেটে যারা নতুন তারা ফরেক্স মাকেটে আবেগপ্রবনতা হয়ে পরে | আবেগের বশে ফরেক্স থেকে লোভ করে আর লস করে থাকে ফরেক্স থেকে আমি মনে করি আবেগপ্রবনতা কোন স্থান নেই যে আবেগপ্রবনতা হবে সে ফরেক্স থেকে লস করবেন|
-
শুধু ফরেক্স নয় কোন ব্যবসাতেই আবেগপ্রবনতার স্থান নেই। বিশেষ করে ফরেক্স ট্রেডিং এর আবেগপ্রবনতা লস করার সবচেয়ে বড় মাধ্যম। তাই আবেগকে নিয়ন্ত্রণ করে অভিজ্ঞতার ভিত্তিতে এনালাইসিস করে ট্রেড করতে হবে। তাই বলছি ভালো ভাবে ফরেক্স শিখুন, নিয়ম মেনে ট্রেড করুন লাভ করতে পারবেন
-
ফরেক্স মার্কেট এ অভার টেড করা কখনও ঠিক না আপনি যত টেড করবেন তত আপনার লস করার সম্ভাবনা থাকবে তাই আপনি ১০০ যে টেড গুল পাবেন আপনি সেই টেড গুল করার চেচতা করুন দেখবেন মাসে আপনি ৩৫ তা বা ১৫ তা টেড করে আপনার সারা মাস এ যেই লাভ হয় সেই লাভ আপনি তুলতে পারছেন তাই বেশি রিস্ক নিয়ে বেশি টেড করে লাভ কি ।
-
এরকম অনেকেই আছি আমরা যারা আবেগের বশে সঠিক কাজটি অধিকাংশ সময় করতে পারে না।আর তাই ফরেক্স মার্কেটে সঠিক সময়ে সঠিক সিধান্ত গ্রহনের জন্য আবেগ দূর করতে হবে।এটা ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকর ক্ষতিগ্রস্ত করতে পারে।
-
আবেগ আমাদের সকলেরই কমবেশি রয়েছে তবে আমাদেরকে এই আবেগকে কন্ট্রোল করতে হবে কারন ফরেক্স এমন একটি মার্কেট এখানে আপনি যদি নিজের আবেগকে কন্ট্রোল করতে না পারেন তবে এখানে কখনোই সফল হতে পারবেন না।