-
ফরেক্স মার্কেটে তাড়াহুড়ো কোনোভাবেই কাম্য নয়। তাড়াহুড়োর ফল কখনোই ভালো হয়নি। তাড়াহুড়ো করে ট্রেড নিলে ভুল হয়ে যেতে পারে। আর আপনার ব্যালেন্স জিরো করে দিতে একটি ভুলই যথেষ্ট। একটি ভুল করে ব্যালেন্স জিরো করার থেকে 2/1 দিন ট্রেড থেকে দূরে থেকেও যদি ব্যালেন্স বাঁচানো যায় তবে তাই ভালো। একটি ট্রেড নেয়ার আগে অবশ্যই সে ব্যাপারে যথেষ্ট স্টাডি ও মার্কেট এনালাইসিস করে নিতে হবে। মার্কেটের সূচক, সাপোর্ট-রেজিস্ট্যান্স, মুভমেন্ট ইত্যাদি দেখে বিশ্লেষণ করে মার্কেটের ভবিষ্যৎ মুভমেন্ট কেমন হতে পারে সেটা আইডেন্টিফাই করে তারপরে ট্রেড নিতে হবে। তাই বলবো ফরেক্সে সম্পর্কে পূর্ণ জ্ঞান এবং ভালো এনালাইসিস ছাড়া ট্রেড নেয়া ঠিক নয়।
-
তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া ফরেক্সের ট্রেডিং এর জন্য ক্ষতিকর হবে। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে বুঝে ট্রেড করতে পারলে লাভবান হওয়া সম্ভব। ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে। তাড়াহুড়া করে ট্রেড ওপেন করার মানে হচ্ছে মার্কেট ভালভাবে না আনাল্যসিস করেই ট্রেড দেয়া । যেটা আপনার ট্রেডিং এর জন্য সবচেয়ে ক্ষতিকর। অভিজ্ঞতা থেকে দেখেছি যে বেশি লাভের আশায় বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আমরা যখন ট্রেড করি তখন আসলে আমরা এনালাইসিস না করেই ট্রেড করি । ফলে মার্কেট এ শুধু আমরা লসের পর লস করে জাই । তাই এনালাইসিস না করে ট্রেড করা যাবেনা।
-
যখন আপনার বারবার ক্ষতি হয় তখনই কেউ এটি বলতে পারে যে এটি উদ্বেগের কারণ। একজন ভাল ফরেক্স ব্যবসায়ী ঝুঁকি হ্রাস এবং মুনাফা সর্বাধিকীকরণের উপায় সন্ধান করবে। যদি কোনও ব্যবসায়ী ঝুঁকি ব্যবস্থাপনায় খুব ভাল থাকেন। আমাদের সবার ই বুঝতে হবে আসলে যে মার্কেটের রেন্ডম মুভের মধ্যেও এমন একটা সময় আসবে যে টা সেইফ। এই সেইফ জায়গা থেকে ট্রেড না নিলে আসলে লাভের আশা করটা ভুল। এনালাইজ টা ভালো ভাবে করে একটা সেইফ জোন খুজে বের করা।
-
ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।কোন কাজেই তাড়াহুড়া করা ভালো না। লাইফে যাই করবেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর করার চেষ্টা করতে হবে। আমরা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে নেই, অথচ আমরা অনেকে জানিও না মার্কেট কোন দিকে মুভ করবে। যদি আমরা একটু ভালোভাবে দেখে তারপর ট্রেড নিতাম তাহলে আমাদের লসের জায়গায় লাভ চলে আস্তে পারে বা লাভের জায়গায় লস চলে আস্তে পারে। আমরা লস থেকে নিজেদের বাচাতে পারি। আমি স্পেশালি নতুনদের বলবো যে আপনারা দয়া করে মার্কেট এনালাইজ করে তারপর ট্রেড নিন।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
তাড়াহুড়া করে ট্রেড করার কোন মানেই হয় না এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাড়াহুড়া করে ট্রেড ওপেন করার মানে হচ্ছে মার্কেট ভালভাবে না আনাল্যসিস করেই ট্রেড দেয়া । যেটা আপনার ট্রেডিং এর জন্য সবচেয়ে ক্ষতিকর । আর তাড়াতাড়ি ট্রেড করার ফলে আমরা মানি ম্যানেজমেন্টও ঠিকভাবে ব্যবহার করতে পারি না , তাই আমাদের ট্রেড নেগেটিভ এ গেলে অনেক বড় রকমের লসের সম্মুখীন হয়ে যাই । তাই তারাহুর করে ট্রেড করা আমাদের উচিৎ নয় ।
-
না আমি মনে করি তাড়াহুড়া করে একটা ট্রেড নেয়া মানে বোকামি করা। আসলে আপনি যতই তাড়াহুড়া করবেন ততই ফরেক্স মার্কেট আপনার ভুল হওয়ার সম্ভাবনা হবে। এবং একটি ভুলে আপনার একাউন্টে জির করে দিতে পারে।এদিকে খেয়াল রেখে আপনার কাজ করতে হবে। যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি অনেক প্রফিট করতে পারবেন। কিন্তু যদি তাড়াহুড়া করে একটি ভুল ট্রেড করে ফেলেন তাহলে আপনারা অনেক সময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে এটা মাথায় রেখে কাজ করা উচিত প্রত্যেকটা ট্রেডারের।
-
ফরেক্স মার্কেটে তারাহুরার কিছু নেই।আপনি সান্ত মাথায় সার্বিক দিক পর্যায়ে পর্যালোচনা করে ট্রেড এন্ট্রি নিবেন।এতে করে আপনার উইনিং পারসেন্ট বেশি হবে।আপনি মার্কেট খুলে দেখলেন একটি ভালো ট্রেড এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট মোভ করছে।আর আপনি ভাবছেন বেশি দেরি করলে আপনার এন্ট্রি পয়েন্ট মিস হতে পারে।তাই সার্বিক দিক পর্যায়ে পর্যালোচনা না করে ট্রেড এন্ট্রি নিয়ে ফেললেন।এতে করে আপনার লসের পাল্লা ভারী হবে।আপনার একটা পয়েন্ট মিস হলে আপনি হতাশ হবেন না।ধৈর্য ধরে অপেক্ষা করুন।মার্কেট আপনাকে আবার ভালো সুযোগ দিবে।
-
আমাদের অনেক সময় ট্র্যাপ করার জন্য মুভমেন্ট করে থাকে। তাই মার্কেট প্লেসে এসেই দ্রুত একটি ট্রেড নিয়ে নেয়া উচিৎ নয়। আগে মার্কেটে এসে ফান্ডমেন্টাল কোন নিউজ আছে কিনা সেটার দিকে লক্ষ করতে হবে। ফান্ডামেন্টাল এনালাইজ করা হয়ে গেলে আবার চলে আসতে হবে টেকনিক্যাল এনালাইজ করতে। ট্রেডিং এর বেলাতেও তাই।কখনও তারাহুরা করতে নাই,এনালাইসিস ছাড়া তারাহুরো করলেই ধরা খেতে হবে।তারাহুরো করলে কখনও ঐ ট্রেড থেকে ভাল ফল পাওয়া যায় না।তাই সঠিকভাবে এনালাইসিস করে আমাদের ধীরে ধীরে ট্রেন্ডের দিকে ট্রেড ওপেন করতে হয়।
-
আসলে আমি মনে করি যে কোনো কাজই তাড়াহুড়া করে করা উচিত না কারণ তাড়াহুড়া করে খুঁজে কোন কাজ করলে সে কাজে সফলতা অর্জন করা সম্ভব হয় না... তাই আমি মনে করি সব সময় আপনি ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন এতে সফলতা অর্জনের চান্স অনেক বেশি থাকে বলে আমি মনে করি,, যে কোন কাজ করতে হলে ভেবে চিন্তা করে কাজ করা উচিত। কারন তারা হুরা করে সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্ত সটিক নাউ হতে। আর তাতা হুরা করে সিদ্ধান্ত নিলে একটু ভুলের জন্য অনেক বড় লস হয়ে যেতে পারে। তাই তারা হুরা করে সিদ্ধান্ত ভাল ফলাফল আশা করা যায় না। আমি তারা হুরা করে না বুঝে ট্রেড করাও টিক নয় বলে আমার ধারণা।আর ফরেক্সের ক্ষেত্রে তাড়াহুড়ো করে ট্রেড নেওয়াই মানে আপনার ট্রেড লসের মুখে পড়া।