-
ফরেক্স মার্কেট এ ট্টেড করলে যে লাভ হবে তাই নয়। এছাড়া ফরেক্স মার্কেট এ যে ট্টেড করলে নিশ্চিত হওয়া যাবে তা কিন্তু নয়। ফরেক্স ট্টেড করতে মাথা ঠান্ডা রেখে সব কিছু ঠিকঠাক বুঝে মার্কেট এনালাইসিস করে ট্টেড করতে হবে যাবে আমাদের লস না হয় তা বুঝে শুনে ট্টেড করতে হবে তাহলে লাভ করা যাবে।
-
ফরেক্স মার্কেটে আমার মনে হয় সব নিয়ম মেনে চলতে পারলে ফরেক্স এ সফলতা সম্ভব হবে,কারন সব কিছু কাজের মাধ্যে যদি নিয়ম মেনে চলা হয় তাহলে সফলতা অপরিসীম।
-
এই নিয়মগুলোও আসুন মনে রাখার চেষ্টা করিঃ- ১#আপনার প্রিয় স্ট্র্যাটেজীতে অবিচল ও স্হির হয়ে ট্রেড করতে হবে৷২#সঠিক মানি মেনেজমেন্টের জন্য অবশ্যই লিভারেজ অনেক কম,1:50 নিতে হবে৷ ৩#কোনো ভাবেই ওভার ট্রেডিং করা উচিত নয়৷৪#প্রতিদিন নিউজগুলো দেখবেন৷ হাই ইমপেক্ট নিউজ আওয়ারে ওপেনিং ট্রেডগুলো ক্লোজ রাখতে হবে৷৫#অনেক গুলো পেয়ারে একইসাথে ট্রেড করা ভালো নয়৷৬#ছোট লটে ট্রেড করা ভালো৷৭#শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং থেকে দূরে থাকুন#৮#দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে দক্ষ হয়ে নিন৷তারপর রিয়েল ট্রেডিং এ আসুন৷৯#লোভ ও ধৈর্য্য নিয়ন্ত্রণ করে ট্রেড করুন৷১০#প্রতিদিন ট্রেড না করে প্রতি মাসে ৩/৪ ট্রেড করতে পারেন৷১১#w1 চার্ট দেখে বুঝে এনালাইসিস করে ট্রেড করবেন,এখানে সবচেয়ে ভালো ও পরিষ্কার ট্রেডিং নির্দেশনা পাবেন৷
-
ফরেক্সে ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই।
-
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের কে ট্রেড ওপেন করার চিরাচরিত স্বাভাবিক নিয়ম গুলো মনে করিয়ে দেবার জন্য কারন আমি ব্যাক্তি গত ভাবে জানলেও সব সময় মানতে পারি না যেমন আমি যানি ক্যান্ডেল শেষ না হলে ট্রেড ওপেন করা ঠিক নয় তার পরেও আমি নিউজ আওয়ারে চালু ক্যান্ডেলে ট্রেড ওপেন করি যাহোক আপনার টিপস গুলো মানার জন্য চেষ্টা করবো।
-
আপনি অনেক ভাল কথা বলছেন এই নিয়ম বা কথা গুল নতুন ট্রেডার দের অনেক কাজে লাগবে আমার মতে ফরেক্স মার্কেট এ নিয়ম করে তা হলে সে ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবে তাই আপনার ট্রেড এর নিয়ম গুল খুব কঠোর ভাবে পালন করে সে ফরেক্স মার্কেট এ লস করে কম আর লাভ করে বেশি তাই নিয়ম করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা উচিত ফরেক্স মার্কেট এ তা হলে লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ
-
আমি আপনার কথায় এক মত যে সবসময় লং টাইম ট্রেড করতে হবে । সবচেয়ে ৪ ঘন্টার টাইম ফর্মে কাজ করা ভাল কিন্তু আমি করতাম ০১ ঘন্টার ফর্মে । এখন থেকে আমি ০৪ ঘন্টার কাজ করবো । আমি আগে অনেক নিয়ম জানতাম না কিন্তু বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করে অনেক কিছুই শিখতে পারছি এই জন্য ফরেক্স ফোরাম এর কাছে আমরা কৃতজ্ঞ । একটি ট্রেড শেষ না করে আরেকটি ট্রেড করা খুব একটা খারাপ কাজ ।
-
ট্রেড মানেই ইন্ডিকেটর দেখে বাই বা সেল করা নয়। একটা দেশের কারন্সি ক্রয় বা বিক্রয় করার জন্য সেই দেশের সামাজিক, রাজনইতিক এবং অর্থনীতির কি সে সম্পর্কে ধারনা থাকতে হবে। এ সমস্ত কিছু মাথায় রেখে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের লস অনেকাংশে কমে যাবে। এসব নিউজ এর জন্য আমরা ফরেক্স ফ্যাক্টরি সাইট ও দেখতে পারি।
-
আপনি যেগুলোর কথা এখানে বলেছেন তার সবগুলোই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এগুলো অনুসরণ করে ট্রেড করতে পারি তাহলে আমরা আমাদের লসের পরিমান কমাতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা যখন ট্রেড শুরু করি তখন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না ফলে কোন নিয়মনীতিই মানতে পারি না এবং এই কারণে আমরা বেশিরভাগ ট্রেডার লস করে থাকি। আমার মনে হয় যারা এগুলো সঠিকভাবে অনুসরণ করে ট্রেড করতে পারবেন তারাই অল্প সময়ের মধ্যে সফল হবে।
-
একটা ট্রেড চালু থাকা অবস্থায় আরেকটা ট্রেড চালু করবেন না। অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।