-
আমরা প্রথমে বলবো যে ফরেক্স অর্থ ব্যবসাহ আমাদের ফরেক্স এসে অনেক সুবিধা আছে যেমন হলো আমাদের পড়ালেখা করছি কিন্তি বাসা থেকে টাকা নেয়া লাগছে না আমরা সবাই ফরেক্স থেকে টাকা ইনকাম করছি,, এবং সেই জাইগার টাকা দিয়ে পড়ালেখার খরচ চলানো যাই এবং নিজের হাত খরচ হয়ে যায়।
-
খুব সুন্দ কথা ভাই। লেখাপড়ার পাশাপশি ফরেক্স ব্যবসা করতে পারলেতো একের ভিতর দুই হয়ে গেল। ছাত্রজীবন ই হলো কোন কিছু শিক্ষার একটি ভাল সুযোগ। যেহেতু আপনি ছাত্র অবস্থায় ফরেক্স শিখা শুরু করেছেন সেহেতু আপনি একদিন বিজয়ী হবেনই। তবে, লেখাপড়া এবং ফরেক্স এ দুইটাই যাতে ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স আমার জন্য সামনে এগিয়ে যাওয়ার একটি পথ । আমি একজন ছাত্র আমার পড়ালেখার খরচ আমি ফরেক্স এর মাধ্যমে আয় করি । ফরেক্স আমার জীবন পাল্টে দিয়েছে । আমি যতদিন সুস্থ থাকবো ততদিন ফরেক্স করব।
-
ফরেক্স ট্রেড একটি বিশেষ ধরনের লাভজনক ব্যবসা । কিন্তু আসলে এটি অনেক কঠিন ও রিস্কি ব্যবসা । যেহেতু আপনি একজন ছাত্র, পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড করেন, ফরেক্স ট্রেড করতে গিয়ে আপনার পড়াশোনার কোন ক্ষতি যেন না হয় , সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্স করে অবশ্যই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তবে ফরেক্স থেকে আপনার স্বপ্ন সফল করার জন্য ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারন ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে আপনি ফরেক্স মার্কেটে শুধু লস করবেন। তাই পড়ালেখার পাশাপাশি আপনি ফরেক্স ভালভাবে শেখার চেষ্টা করুন। অবশ্যই একদিন আপনি সফল হবেন।
-
ফরেক্স আমাদের মনের মতো ব্যবসাহ আমাদের মনের মতো করে আমরা এই কাজ করি, আমাদের বাধা দিয়ার মতো কোনো বাধাঁ নাই আমাদের যখন মনে চাই তখনি করতে পারি তার জন্য বলতে পারি আমাদের মনের মতো ব্যবসাহ এই ব্যবসাহ আমাদের কোনো লছ নাই, আমরা বোঝলাম ফরেক্স আমাদের জনপ্রিয় ব্যবসাহ।
-
ফরেক্স ব্যবসা নিভর্র করে ব্যক্তির উপর । অামার ইচ্ছা ব্যক্তি যদি ঠিক থাকে তাহলেই ফরেক্স ব্যবসা ঠিক হয়ে যায় । অামরা ধৈর্য্যের সহিত কাজ করব যাতে করে ফরেক্স অামার সব চাহিদা পূরণ করতে পারি । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করে মার্কেটে কাজ করব ।
-
ফরেক্স আমার পেশা। ফরেক্স আমার নেশা। ফরেক্স আমার প্রান। ফরেক্স নিয়েই আমার সকল সপ্ন। মানুষের জীবনে টাকা হলে আর কোন সমস্যা সহজে থাকতে পারেনা আর ফরেক্স ব্যবসা ভালভাবে করতে পারলে টাকার কোন সমস্যা থাকেনা। তাই ফরেক্স ব্যবসাকে আমি পেশা হিসেবে নিতে চাই এবং খুব ভালভাবে ফরেক্স আয়ত্ত্ব করতে চাই।
-
ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷ পরিবারের কেউ শিক্ষিত গৃহিনী,আবার কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষিত পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷
-
আমার জীবনের সর্বশেষ ব্যাবসা হলো ফরেক্স। আমি আর অন্য কোনো কর্মক্ষেত্রে যোগদান করতে চাই না । আমি বর্তমানে আমার একমাত্র অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ফরেক্স কে বেছে নিয়েছি । অনেকে আছে যারা ফরেক্স কে পার্ট-টাইম ব্যবসা হিসেবে গ্রহন করে , কিন্তু ফরেক্স কখনই পার্ট-টাইম ব্যবসা নয় । যদি আপনি এর পাশাপাশি অন্য কিছু করেন , তাহলে আপনাকে একদিন না একদিন লস করতেই হবে। যা আপনার ফরেক্স ব্যাবসার ইতিবৃত্ত এনে দিবে।