-
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে অনেকেই অনেক অভিজ্ঞ এবং অনেকেই নিয়মিত প্রফিটও করে। কিন্তু অনেকসময় এতো ভালো ট্রেড করার পরও সামান্য দুর্বলতায় ভালো ট্রেডারেরও পতন ঘটে। এই কারনটি হলো লোভ। লোভের কারনে ভালো ট্রেডারও তার সব গুন হারিয়ে লস করে। তাই লোভ থেকে সাবধান।
-
কথায় বলে অতিরিক্ত সব কিছুই খারাপ। এখানে ব্যবসা করতে এসে যদি কেউ জুয়া শুরু করে দেয় তাহলে তো নিজের সর্বনাশ নিজেই করল। এত কারও করার কিছু নেই। এত কষ্ট করে ট্রেড শিখে কেউ বিপথে যাবে বলে আমার মনে হয় না। এখান থেকে হালালভাবে যে অর্থ আয় করা যায় তা আমাদের জীবন চলার জন্য যথেষ্ট পর্যাপ্ত।
-
ফরেক্স মার্কেটে কজন ভাল ফরেক্স ট্রেডার তার পতন হয়ার একমাত্র কারন হল লোভ ফরেক্স মার্কেটে সে জত ভাল ফরেক্স টড়েডার হক না কেন তার পতন হবেই কারন একজন ভাল ফরেক্স ট্রডার সে নিমিসের মধে লভের কারনে ফরেক্স মার্কেট থেকে হারিয়ে জেতে পারে তাই লোভ খুভ খারাপ জিনিস লোভ থেকে বিরত থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেট যেহেতু একটি অনলাইন ব্যবসা তাই এখানে সবাই কাজ করতে পারে। তাই ফরেক্স মার্করট কে অনেক গুরুত্বের সাথে দেখতে হয়। তবে অনেক নতুন বা পুরাতন ট্রেডাররা আছে যারা ফরেক্স মার্কেটে এসেই লাভের চিন্তা করে থাকে তারা সবসময় নিজের লাভের কথা চিন্তা করে কোন কিছু শেখার বিন্দু মাএ ইচ্চা নাই এবং অনেক লোভ করে ফরেক্স নিয়ে তরাই বেশি লস খায়।
-
যে ব্যক্তি লোভ করে তার পতন অনিবার্য। একজন ভালো ট্রেডারেরও পতন হতে পারে যদি সে লোভ করে। লোভ আস্তে আস্তে একজন ভালো ট্রেডার কেও ধ্বংস করে দেয়। তাই একজন ভালো ট্রেডারের উচিত কখনোই লোভ কে পাত্তা না দে । লোভ একধরনের ফাদ। এ ফাদ এড়িয়ে চলতে পারলেই একজন উন্নতি করতে পারে।
-
মানুষ হিসাবে প্রতিটি মানুষের ধর্ম হচ্ছে লোভ করা। আমরা জামি যে লোভে পাপ আর পাপে মৃত্যু। আর ফর্ক্স মার্কেটে যদি কেউ লোভ করে তবে সেই মনে করি মরবে। কারন ফরেক্স মার্কেটে কখন কি হবে তা কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। তাই ফরেক্সে ভাল করতে হলে লোভকে পরিহার করতে হবে।
-
লোভ বিষয়টা প্রকট হওয়ার কারণ হল যে আমরা সবাই ফরেক্সকে অনেক বেশি টাকা কামানোর মেশিন হিসেবে দেখি এবং এছাড়া আমরা যখন ট্রেড করতে বসি তখন দেখি যে আমাদের সামনে মার্কেট উঠানামা করছে এতে করে টাকারও উঠানামার ব্যাপারটা পরিলিক্ষিত হয় । আর আমরা বেশিরভাগ ট্রেডারই লোভের বশবর্তী হয়ে মার্কেটের প্রকৃত সেন্টিমেন্ট না বুঝেই ঝোঁকের বশে ট্রেড করে থাকি । এতে করে আমাদের অনেক বেশি আর্থিক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে । এছাড়াও আরো একটা বিষয় হল আমরা এনালাইসিস ব্যাতিত ট্রেড করতে বেশি পছন্দ করি । যার ফলাফল হল লস ।
-
প্রত্যেকটি মানুষের মধ্যে লোভলালসাও ভুল ভ্রান্তি থাকে।আর ফরেক্স মারর্কেটে যার দক্ষ ট্রেডার তারাও অনেক সময় লোভের ফাদে পরে বিরাট ধরনের ল করে বসে।তবে এই লস যে একে বারে ফরেক্স মার্কেটের দক্ষ ট্রেডারদের পতন ঘটাবে আমার মতে একথাটি ঠিকনা।কারন ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডাররা লোভের ফাদে পরে লস করে উক্ত লস তাদের একাউন্টের উপর বেশি প্রভাব ফেলতে পারেনা।কারন দক্ষ ট্রেডারা প্রতিটি ট্রেড ভালোভাবে মানিমেনেজমেন্ট করে থাকে এবং ভুলের কারনে যে লসখায় তা তারাতারি রিকোভার করতে পারে।
-
যে দোষে একজন ভালো ট্রেডারও পতন ঘটে সেটা হল লোভ । লোভ ছাড়া ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই সফলতা অর্জন করা যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা লোভ ছাড়া করার চেষ্টা করব ।
-
খন আপনি ট্রেড করবেন লোভ আপনা আপনি চলে আসবে । লোভকে আপনি বন্ধ করতে পারবেন না , কিন্তু নিয়ন্ত্রন করতে পারবেন ।তাই আমাদের সবাইকে অবশ্যই ফরেক্সে অল্পতে সন্তুস্ট থাকতে হবে এবং লোভ থেকে সর্বদায় দূরে থাকতে হবে।