-
ফরেক্স একটি ব্যাবসা এবং প্রতিটি ব্যাবসার মতো ফরেক্সেও লাভ এবং লস রয়েছে। তাই যদি কোনো ট্রেড এ ৯০% লাভের নিশ্চয়তা থাকে শুধু তাহলেই রিক্স নেয়া উচিৎ। অন্যথায় রিক্স মেনেজমেন্ট করা উচিৎ। কারন আপনার প্রতিটি ট্রেড লাভ নাও হতে পারে। যেমন আপনি যদি স্টপ লস বেশি রাখেন এবং টেক প্রফিট কম রাখেন, তাহলে আপনার ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
-
ফরেক্স ট্রেডিং হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক ও রিক্সি ব্যবসা । তাই ইএ মার্কেটে সফল হতে হলে রস্ক কম নিয়ে ট্রেড করত হবে। যে কোন কাজে রি্স না নিলে কোন ভাবে কোন কিছু করা সম্ভব না , তেমনী ফরেক্স ও রিক্স ছাড়া ব্যাবসা করা যাবে না । অতিরিক্ত রিস্ক নিলে সেটা খুব বেশি বিপদ ডেকে আনতে পারে। তাই ফরেক্সে সফল হতেহলেব বুঝেশুনে রিস্ক নিতে হবে।
-
ফরেক্সে রিক্স নেয় সাধারণত নতুন ট্রেডার যার ফরেক্সে অতিরিক্ত লাভের আশাই এই কাজ করে ।তারা বুঝতে চাই না যে সব কাজে অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে জীবনে উন্নতি করা যায় না । তাই ফরেক্সে অল্প রিক্স নিয়ে কাজ করুন অনেক টাকা আয় করতে পারবেন ।
-
প্রতিটি ব্যাবসার ই ঝুকি থাকে । যেহেতু ফরেক্স এইটি খুব লাভজনক ব্যাবসা তাই এতে ঝুকির পরিমান ও বেসি। তবে আমার মনে হয় আমরা যদি জেনে বিঝে এবং অনুশিলন করে ফরেক্স করি তবে ঝুকির পরিমান কমান সম্ভব।
-
আমি মনে করি প্রতিটা ব্যবসা করতে হলে আমাদেরকে রিক্স নিতে হবে এটাই স্বাভাবিক।ঠিক তেমুনিভাবে আপনি যদি ফরেক্স ট্রেডং ব্যবসা করেন তাহলেও আপনাকে রিক্স নিতে হবে।তবে ফরেক্স ব্যবসা করতে হলে ভালোভাবে বুঝে তারপর রিক্স নেওয়া উচিত।
-
ফরেক্স ট্রেডিং হচ্ছে বিশ্বের সবচেয়ে লাভজনক ও রিক্সি ব্যবসা।তাই এই মার্কেটে সফল হতে হলে রিস্ক কম নিয়ে ট্রেড করতে হবে।কিন্তু বেশিরভাগ নতুন ফরেক্স ট্রেডাররা বেশি রিস্ক নিয়ে বেশি লাভ করার আশা করতে গিয়েই ফরেক্স মার্কেটে তাদের পতন হয়।তাই কম রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে রিক্সের বিষয়টি নির্ভর করে ব্যক্তির দক্ষতার এবং অদক্ষতার প্রতিক।যারা দক্ষ ট্রেডার তাদের কাছে ফরেক্সে কোনো রিক্স নেই।কেননা এই মার্কেটে যদি ভালোভাবে ট্রেড করতে পারা যায় তবে মার্কেট ওপরে গেলেও লাভ, নিচে গেলেও লাভ করা সম্ভব।কিন্তু অদক্ষ ট্রেডাররা দক্ষতার অভাবে ফরেক্সকে রিক্সি বলে গন্য করে।
-
ভাই মনে রাখবেন জীবনে যদি রিস্ক না নেন সেইখেত্রে আপনি কখনও সফল হতে পারেন না । কারণ জীবনটা প্রতিযোগিতার , জীবনে সফল হতে হলে রিস্ক নিয়ে প্রতিযোগিতা করে সফল হতে হয় । ফরেক্স ব্যবসা যদিও রিস্কি তবুও আমি মনে করে আপনি যদি ফরেক্স মার্কেট বুঝে শুনে ট্রেড করতে পারেন সেইখেত্রে কোন সমস্যা হবে না । আর ভাই একটু রিস্ক তো নিতেই হবে , আপনি যে কোন ব্যবসা করতেই চান না কেন সেই খানেই রিস্ক থাকবে ।
-
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে আপনাকে গেইন করতে হলে রিস্ক নিতে হবে আর এটা সবাই ভাল করে জানে যে ব্যবসায় রিস্ক বেশি ওটাতে প্রফিট ও বেশি তবে শুধু যে লাভ তা কিন্তু না সমপরিমান লস ও হতে পারে। তাই আমার মতে রিস্ক নিবেন তবে সেটা জেনে বুঝে দেখে নিবেন কারন ধরুন আপনার ব্যালেন্স এ ২০ ডলার আছে আর আপনি ২০ লট এ ট্রেড খুললেন রিস্ক নিতে গিয়ে এমন রিস্ক নিলেন যদি লাক আপনার সাথে থাকে তাহলে গেইন হবেন আর নয়ত গোল্লায় যাবেন।
-
ফরেক্স ট্রেড করা যেমন লাভজনক তেমনি অনেক ঝুঁকিপুর্ন। কারন হল যে কোন সময়ে মার্কেট মুভমেন্টের কারনে লাভ হতে পারে আবার লস হতে পারে। তবে ট্রেড করার সময় রিস্কের পরিমাণ কম নিলে লসের পরিমাণও কম হয়। ফলে পরবর্তি ট্রেড করে ক্ষতিপুরন উত্তোলন করা সম্ভব হয়। মানি ম্যনেজমেন্ট করার সময় রিস্ক রেশিয় কম নিয়ে ট্রেড করাই ভালো বলে মনে করি।