-
হ্যাঁ ফরেক্স মার্কেটে বেশীর ভাগ মানুষ লস করে কারন তারা মার্কেটের মুভমেন্ট ভাল কের বুঝতে পারে না। দক্ষতা এমন একটি জিনিস যা ছাড়া এখানে টিকে থাকা কোন ভাবেই সম্ভব নয়
এখানর ৯৫% লোক লস করে আবার মার্কেটে ফিরে আসে কারন যারা ফরেক্স সসম্পর্কে দক্ষ তারা লসটাকর রিকভারী দিতে জানে
।।
-
মানুষ বাঁচে আশা নিয়ে । ফরক্সে ব্যবসায় মানুষ লস করে তারপরও আশা ছাড়ে না । ৯৫% মানুষ যদি লস করে তারপর ও এই ব্যবসা করতে চায় সফলতার জন্য । সুতরাং আমরা সব সময় ধৈর্য্যের সহিত এই ব্যবসা করব তাহলেই লসের হারটি কমে যাবে ।
-
সৎ ও মেধা সম্পন্ন লোকের যে এখনো অভাব রয়েছে তা ফরেক্স মার্কেটে আসলেই চেনা যায়। এখানে বেশিরভাগ লোকই ফরেক্সকে অসৎভাবে পরিচালিত করে আঙ্গুল ফুলে কলাগাছ হতে চায়। ফরেক্স ও সুন্দরভাবে এদের হাতে তেল ছাড়া গিরাওয়ালা বাঁশ ধরিয়ে দেয়। ফরেক্সের নিয়ম হলো, লার্ন এন্ড আর্ন।
-
আমার কাছে মনে হচ্ছে এই কথাটা একেবারে সত্য যে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কারন ফরেক্স মার্কেট সেন্টিমেন ঠিক রাখতে পারে এরকম লোক খুবই কম আছে। ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে আবেগে ট্রেড করে। আমাদের কে আবেগে ট্রেড করা থেকে দুরে থাকতে হবে তাহলে রিয়াল মার্কেটে সফলতা পাব।
-
৯৫% ট্রেডারই ফরেক্সে লস করে থাকে আমার মনে হয় আপনার এই ধারনাটি একেবারেই ভূল কারন এমন কোন পরিসংখ্যান আমাদের কারর কাছেই নেই যার আলোকে এমনটি বলা যায়। হ্যা এটি ঠিক যে এমন কিছু ট্রেডার রয়েছে যারা ফরেক্স সম্পর্কে তেমন কোন ধারনা বা জ্ঞান না নিয়েই এখানে ট্রেড করতে এসে বড় ধরনের লসের মধ্য দিয়ে মার্কেট থেকে বিতাড়িত হয় তাই বলে তাদের কি ট্রেডার বলা চলে।
-
হ্যা আমিও শুনেছি ফরেক্স মার্কেটে নাকি শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে থাকে । তবে এই ৯৫ জনের প্রায় ৯০ জনই কিন্তু নতুন ট্রেডার । নতুন ট্রেডারেরা ফরেক্স মার্কেট না বুঝে এলোমেলো ট্রেড করা কারনে তার লসের সম্মূখিন হয়ে তাকে । তবে ফরেক্স মার্কেট এত জনপ্রিয় এর কারণ হচ্ছে এটি একটি স্বাধীন পেশা । তাছাড়া যে কেউই ঘরে বসে এই ব্যবসা করতে পারে । এইজন্যই এটি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ফরেক্স ৫% ট্রেডারা শুধু ফরেক্সে প্রফিট করে এই কথা নিয়ে আমি অনেক আটিকেল পরেছি। একটি ব্লোগে পরলাম যে এখন আর নাকি ফরেক্স ৩০% ট্রেডারা লাভ করে। সবাই ফরেক্স কে মনে করে দ্রুত বড়লোক হওয়ার জন্য ফরেক্স। এর ফলেই ফরেক্সে সফলতার পরিমান এত কম।
-
ফরেক্সে যদি ৯৫% লস হতো তবে এই পেশায় কোল ট্রেডারই থাক্তোনা । এখানে যারা প্রথমে ট্রেড শুরু করে তারা নাবুঝে লস করে । যখন বুঝে যায় তখন ঠিকই প্রফিটে চলে আসে ।