-
এই মাসে ফরেক্স থেকে আমি ২০-৩০ডলার আয় করতে চাই।এর বেশি আমার প্রয়োজন নাই।আমি এতেই সন্তুষ্ট। তাই আমার বেশি আয় করার প্রয়োজন নাই।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেশি আসা করা ঠিক নই।কারণ আমরা যদি ট্রেড করে বেশি আসা করে বসে থাকি তাহলে আমরা আয় করতে পারবো না।ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একটি বিষয় এ বেশি গুরুত্ব দিতে হবে।তা হচ্ছে আপনাকে আপনার লোভ কে কন্ট্রোল করতে হবে।না হয় আপনি আয় করতে পারবেন না।
-
আমি আমার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে থাকি । তাই আমাকে হিসাব করে ট্রেড নিতে হয় । আমার ৮৬ ডলারের অ্যাউন্টে অামি প্রতিদিন ৫ ডলার আর্ন করে থাকি । আমার কাছে ট্রেডিং খুব মজার বিষয় বলে মনে হয় । আর লস করলে কেমন জানি খারাপ লাগে ।
-
যে কোন কাজে একটা টার্গেট থাকলে এবং সে অনুযায়ী কাজ করলে অবশ্যই তা পূরণ করা যায় আর যদিও অনেক সময় পূরণ না হলেও লক্ষ্যর কাছাকাছি যাওয়া যায় । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে টার্গেট মোতাবেক ফরেক্সে অনেক কিছুই করা যায় না । কারণ মার্কেটের গতি কোন সময় কোন দিকে যেতে পারে সে সম্পর্কে আমাদের কোন ধারণা নেই । কারণ ফরেক্সে মার্কেটে মার্কেট সবসময় উঠানামার মধ্য থাকে । আর আমি নতুন হিসেবে আমার মাসিক টার্গেট হল বিশ ডলার ।
-
আমি এখন ডেমোতে ট্রেড করছি ও সাথে সাথে ফরামে পোস্ট করছি ।আমি প্রতি মাসে নতুন হিসাবে ৩০-৪০ ডলার ইনকাম করতে চাই ।দেখি কি হয় আগামি মাসে ।
-
এইমাসে ফরেক্স থেকে আমার ইনকাম টার্গেট ৫০-৫৫ ডলার মত.এবং আমি আশা করি আমি এই ত্রাগেত অর্জন করতে পারব.আমি সাধারণত ৪৫-৫০ ডলার এর মত মাসে ইনকাম করতে পারি.তাই আমি আশা রাখি আমি করতে পারব.তবে তারপর ও কিছু বলা যায় না কারণ পরিশেষে এইটা ট্রেডিং.এইখানে উত্থান-পতন লেগেই থাকে.তাই সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে.
-
আইশাশে ফরেক্স থেকে আমার ইনকাম টার্গেট ৪৫-৫০ ডলার এর মত.আমি আইজাবীয়ত পর্যন্ত ৪০ এর মত মাসে ইনকাম করতে সক্ষম হয়েছি.এই মাসে তাই আশা করছি ৫০ এর মত ইনকাম করব.প্রতি মাসেই কম বেশি ইনকাম করেছি তবে তা ৪০ এর বেশি হয়নি.তাই এইবার স্বপ্নটা একটু বেশি.আশা করি পেরে যাব.আরেকটু পরিস্স্রম দিতে হবে.
-
আমি বলবো এখনো ফরেক্সে আমি নতুন। এখনো শিক্ষানবিস পর্যায়ে আছি। আরো অনেক কিছু শেখার বাকি আছে। এই শেখার পাশাপাশি যতটুকু আয় করতে পারি সেটাতেই আমি খুশি। আপাতত আমার টার্গেট টা বেশ ছোট। এখন ৩০-৪০ডলার আয় করতে চাই। এই মাসে আমার টার্গেট ৩০-৪০ডলার। পরের মাসে টার্গেট কিছুটা বাড়বে।
-
ভাই আমার কোন নির্দিষ্ট আয় করার ইচ্ছা নাই।আমি যা পারি তা আয় করি।আমি আমার ট্রেড এর উপর নির্ভর করে আয় করি।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যে খানে আপনি নির্দিষ্ট কোন আয় করতে পারবেননা।হয়তো কোন মাসে বেশি হবে আবার কোন মাসে কম হবে।তাই এই মাসে মাসে আমার আয় করার কোন টার্গেট নাই।যাই হই তা নিয়ে আমি খুশি।আসা করে আমি এই মাসে ভালো আয় করতে পারবো।তাই আমি যাতে ভালো আয় করতে পারি সে জন্য সবাই দুওা করবেন...
-
ফরেক্স থেকে আমার প্রতিদিন প্রত্যাশা ৪,৫ ডলার। আমরা প্রতিদিন ছোট ছোট ট্রেড ওপেন করে ৪,৫ ডলার এমনি অনায়াসে ইনকাম করা যায়। ফরেক্সে ইনকাম করতে হলে আমাদের মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। আমরা এখানে ভাল রকম ইনভেস্ট করতে পারলে আমাদের ভাল ইনকাম করার ও সুযোগ আছে।
-
প্রত্যেকট্রেডারই একটা টার্গেট থাকা উচিত কারন প্রথমে তো উদ্দেশ্য থাকা চাই