-
ফরেক্স ছাত্র দের জন্য নেতিবাচক বলে আমার ধারণা.যেসব ছাত্র পড়াশোনার পাশাপাশি উপ্পার্জন করতে চায় তাদের জন্য ফরেক্স একটি ভালো পেশা.তারা পড়াশোনার পাশাপাশি ফরেক্স করে উপ্পার্জন করতে পারবে কারণ ফরেক্স আপনি পার্ট টাইম হিসেবে ও করতে পারবেন.যা স্টুডেন্ট দের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি.কারণ এতে তাদের স্টাডি তেও প্রবলেম হবেনা.
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা। যে কেও করতে পারে, যে কোন সময়ে। এটার মধ্যমে সহজে টাকা আয় করা সম্ভব। তাই আমি মনে করি ফরেক্স ছাত্রদের জন্য নিতিবাচক নয়। তবে ছাত্ররা সবসময় ফরেক্স গুরুতব দিলে সেটি নিতিবাচক হবে কারন ছাত্রদের কাজ পড়া শুনা করা
-
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করা ছাত্র দের জন্য ভালো।কারণ দেখা যাচ্ছে পড়ালেখা শেষ করে অনেকেই চাকুরীর জন্য রাস্তা রাস্তা গুরে।এতে ব্যকার এর সংখ্যা দিন দিন বাড়ছে।তাই ছাত্ররা যদি তাদের পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা তাদের জীবন কে সুন্দর ভাবে সাহাতে পারবে।আমি একজন ছাত্র আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে যে টাকা আয় করি তাদিয়ে আমি আমার খরচ বহন করতে পারি।
-
ফরেক্স নামটা থেকেই শেয়ার মার্কেট আর ফরেক্স মার্কেটের মধ্যে পার্থক্য খুজে পাওয়া যায়।ফরেক্স মানে বিদেশি এক্সচেঞ্জ ।এখানে আপনি বাই দিতে পারেন আবার সেলও দিতে পারেন।ট্রেড আপনার পক্ষে আসলে আপনার লাভ।আর বিপক্ষে গেলে লস।শেয়ার মার্কেটে এরকম হয় না।
-
ফরেক্স ছাত্রদের জন্য একটি ইতিবাচক দিক। তবে সব কিছুই সীমা নির্ধারণ করে করাটা উত্তম। কেননা অধিক আগ্রহ অনেক সময় মূল লক্ষ্য থেকে তাদেরকে বিচ্যুত করতে পারে। ছাত্রদের জন্য ফরেক্স শেখার উত্তম সময়। তবে তারা বেশি আয়ের নেশায় পড়ে গেলে লস করার সম্ভাবনা বেশি।
-
ফরেক্স ছাত্রদের জন্য অবশ্যই ইতিবাচক ও উত্তম জাইগা।কারন পড়ালেখার পাশাপাশি ট্রেড করে প্রতিমাসে প্রচুর টাকা উপার্জন করা একজন ছাত্রের জন্য যথেষ্ট ধন্যবাদ।
-
একজন ছত্রী হিসেবে আমি মনে করি ফরেক্স ছাত্র-ছাত্রীদের জন্য নীতিবাচক.কারণ আইটি যেকোনো সময় করতে পারবেন যার ফলে স্টুডেন্ট রা পার্ট টাইম ত্রাদের হিসেবে এইখানে কাজ করতে পারে.যার ফলে তাদের স্টাডি এর কোনো ক্ষতি হবেনা এবং তারা বারটি আয়-উপ্পার্জ্লন করতে পারবে.ফলে তাদের অবসর সময়টাকে তারা কাজে লাগাতে পারল.
-
ফরেক্স ছাত্রদের জন্য ইতিবাচক নয় নেতিবাচক। আমরা জানি ছাত্র নাং অধ্যায়ন তপ:। অথাৎ ছাত্রদের অধ্যয়নই তপস্যা। ঘুম বাদে সর্বসময়ই ছাত্রদের লেখাপড়া নিয়ে থাকতে হয় । আর ফরেক্স ব্যবসা করতে হলে ছাত্রদের মোনোয়োগ নষ্ট হয়ে যায়। এটা একটা নেশার মত। এই লস হল এই লাভ হল , টেনশান থাকে , তাই আমার কাছে মনে হয় ছাত্র দের ফরেক্স থেকে দুরে থাকাই ভাল ।
-
আমি মনে করি যে ফরেক্স হল ছাত্রদের জন্য অত্যন্ত ইতিবাচক একটা ব্যবসায় । আমরা যত বেশি পরিমাণে একে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখব সেটা তত বেশি আমাদের চোখে ইতিবাচক হিসেবে ধরা দিবে । আমি অবশ্যই একজন ছাত্র হিসেবে বলতে পারি যে ফরেক্স ছাত্রদের জন্য অত্যন্ত যুগপোযোগি একটা ব্যবসায় । যে যত বেশি এই ব্যবসার সাথে জড়িয়ে যেতে পারবে সে বুঝবে এই ব্যবসার আসল মর্ম । আর ছাত্রদের জন্য পার্ট টাইম জব হিসেবেও এটা ভালো ।
-
আমাদেশে অনেক শিক্ষিত বেকার আছে যারা অনেক মেধাবি। বাংলাদেশে ফরেক্স এর বিজনেস শুরু হলে তারা খুব অল্প সময়ে ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফলতা অর্জন করবেন। ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । ফরেক্স ছাত্রদের জন্য নেতিবাচক নয় অবশ্যই ইতিবাচক। অনেক দরিদ্র মেধাবী ছাত্র আছে যাদের অর্থাভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে, তারা ফরেক্স করে লেখাপড়া সহ পরিবারের খরচও বহন করতে পারে।