আমাদের মত যারা ক্ষুদ্র বিনিয়োগ কারি তারা কম রিস্কি ট্রেড করলে ভাল। মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করাই ভাল কারণ মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করলে লাভ লসের একটা হিসাব থাকে।
Printable View
আমাদের মত যারা ক্ষুদ্র বিনিয়োগ কারি তারা কম রিস্কি ট্রেড করলে ভাল। মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করাই ভাল কারণ মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করলে লাভ লসের একটা হিসাব থাকে।
ফরেক্স মারকেটে ট্রেড করে বা ফরেক্স মারকেটে ট্রেদ করে ভাল সফলতা অরজন করার জন্য দরকার ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অরজন করা বা ফরেক্স মারকেটে ট্রেড করার সময় মনে রাখতে হবে যে মানিমেনেজমেন্ট মেনে বা অল্প রিক্স নিয়ে ফরেক্স ট্রেড করা উচিত।
যখন আপনি একটি ব্যবসায় শুরু করবেন তখন আপনাকে অবশ্যই নজর দিতে হবে কিভাবে মুলধন আপনি ব্যবসায় বিনিয়গ করবেন। ঠিক তেমনি আপনাকে ফরেক্স এ টিকে থাকতে হলে কি পরিমান রিস্ক নেওয়া উচিত। ব্যবসায়ের ভাষাই ঝুকি না নিলে কখনো লাভ করা জাই না। তবে হ্যা, ফরেক্স আপনি কম পরিমানে ঝুকি নিয়ে কাজ করলে অবশ্যই আপনি লাভবান হতে পারেন।
আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। ব্যবসায় ঝুকি আছে এ কথাটা ঠিক। একজন প্রকৃত ব্যবসায়ী কখনোই ঝুকি নিয়ে ব্যবসা করে না। সে সবসময়ই সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে যাতে সে লস না করে। এটাই হল প্রকৃত ব্যবসায়ীর বৈশিষ্ট্য। তাই কখনোই ঝুকি নিয়ে ফরেক্স ট্রেডিং করা যাবে না। কখনোই এমন রিক্স নেয়া যাবে না যাতে আমার মূলধন শেষ হয়ে যায়। সবসময় মূলধন ঠিক রেখে ট্রেড করতে হবে, এবং মুনাফা অজর্ন করতে হবে। তবেই না সফল ট্রেডার হওয়া যাবে।
এই কথা সত্য যে ফরেক্স মার্কেট টিকে থাকাটাই হল অনেক বড় কথা এটাই ফরেক্স মার্কেট স্বার্থকথা কারন নতুন ট্রেডারদের ক্ষেত্রে দেখা যায় বেশি লাভের আসায় তারা অনেক বড় লডে ট্রেড করে বসে এতে করে তারা অনেক বড় অংকে লস করে বসে শেষ পর্যন্ত দেখা যায় তাদেরএকাউন্ট জিরো হয়ে যায় তাই অল্প রিস্ক নিয়ে ট্রেড করুন লস করলে ও অল্প লস হবে ধন্যবাদ।
ক্ষুদ্র হোক আর বড় ট্রেডারই হোক । অল্প রিস্ক নিয়ে ট্রেড করাটাই উত্তম । সব সময় মনে রাখতে হবে মূলধনের সবোর্চ্চ ২%-৫% এর বেশি রিস্ক নেয়া যাবে না । ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যেতে হবে । ফরেক্স ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ।
:dব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
ফরেক্স মার্কেটে পুরাটাই রিক্স তাই বলে ট্রেড না করে বসে থাকলে কিছু শেখা যাবে না। এ মার্কেটে ভাল ভাবে টিকে থাকাটা খুব কঠিন একটা ব্যাপার । ফরেক্স এ ট্রেড ব্যবসায়ের জন্য প্রথমে অল্প টাকা নিয়ে ব্যবসা করা উচিত কারন লস হলে অল্প হবে আর যদি লাভ হয় তাহলে টাকার পরিমান বৃদ্ধি করে ব্যবসা করা যায়। ধন্যবাদ
ফরেক্স হোল একটা বিজনেস আর বিজনেস এ যত কম রিস্ক নেওয়া জায় ততই ভাল । আপনি লোভ করলে ফরেক্স এ বেশি দিন টিকে থাকতে পারবেন না তাই কম লোভ করে কম লাভ এ ফরেক্স করলে আপনি বেশি প্রফিতে পাবেন
আমি ও তাই বলতে চাই ভাল করে শিখেন তারপর অল্প রিস্ক নিয়ে কাজ করা।না শিখে অল্প বা বেশি নিয়ে কাজ করলে কোন লাভ নাই।সে জন্ন্য বেশি বেশি অধ্যায়ন করতে হয় এবং যদি কোন শিখকা গুরু থাকে উনার কাছে শিখা উসিত।তা হলে একদম রিস্ক হয়ে কাজ করে ভাল আয় করা যাবে।