-
বোনাস দিয়ে ট্রেড করার অনেক সুবিধা রয়েছে পাশাপাশি রয়েছে কিছু সংখ্যক সিমাবদ্ধতা যেমন আপনি প্রফিট উঠাতে গেলে ১১ ডলারের বেশি প্রফিট উঠাতে পারবেন না,প্রফিট উঠানোর সময় কোন ট্রেড ওপেন থাকা চলবে না,অতিরিক্ত প্রফিট অর্থাত ১১ ডলারের বেশি উঠাতে গেলে সাথে সাথে অ্যাকাউন্ট ডিজঅ্যাবেল হয়ে যাবে ইত্যাদি।
-
বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা অনেক বেশি যেমন লস হলেও নিজের ঘরের কোন টাকা যায় না। আর অসুবিধা অনেক .প্রতি সপ্তাহে ১০ ডলারের বেশি প্রফিট উঠানো সম্ভব না। ১০ ডলারের বেশি উয়থড্র দিলে একাউন্ট ব্লক হয়ে যাবে। এবং দুই বা ততধিক আইপি এড্রেস থেকে ট্রেড করলেও একাউন্ট ব্লক করে দিবে।
-
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে আমরা বোনাস দিয়ে ত্রেড করতে পারি কিন্তু এর যেমন সিবিধা আছে আবার তেমনি অনেক অসুবিধা আছে এর সুবিধা হল এতে লসের কোন দায় নিজের ঘারে নেই না আর অসুবিধা অনেক .প্রতি সপ্তাহে ১০ ডলারের বেশি প্রফিট উঠানো সম্ভব না।০ ডলারের বেশি উয়থড্র দিলে একাউন্ট ব্লক হয়ে যাবে। এবং দুই বা ততধিক আইপি এড্রেস থেকে ট্রেড করলেও একাউন্ট ব্লক করে দিবে।
-
বোনাস দিয়ে ট্রেড করে খুব লাভ করা যায় দ্রুত। কিন্তু অনেক সময় আই ডি ব্লক করে দেয় টাকা উইথড্র করার সময়। তবে সুবিধা হলো আপনাকে নগদ টাকা দিয়ে ট্রেড করা লাগছে না, আর আপনি অনেক কিছুই জান্তেও পারবেন। তবে সাবধান থাকা উচিত। যে কোন সময় আই ডি সাস্পেন্ড হতে পারে । তবে কেন সাস্পেন্ড হয় তা এখনও জানতে পারিনি আমি। ধন্যবাদ।
-
ফরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ত করতে হচ্ছে না ।। আপনি বনাসের টাকা কাজে লািগয়ে সেখান থেকে প্রফিট করে টাকা উইথড্র করতে পারবেন আর অশুবিধা হল অনেক সময় আইডি ব্লক করে দেই। তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করি তা আমােদর জন্য সর্ম্পূন লাভ । ফরেক্স সমন্ধে ভাল ভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে হয়ত বড় ক্যাপিটাল তৈরী করে দিবে ইন্-সা-আল্লাহ।
-
বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা তো দেখিনা,আর একাউন্ট ব্লকের যে বিষয় আমি ইনস্টাফরেক্সের লাইভ চ্যাটে জিজ্ঞেস করেছিলাম তারা বলল এভাবে একাউন্ট তারা ব্লক করেনা।তাই আমার মনে হয় আমাদের নিশ্চিন্তে ইনস্টাফরেক্সে ট্রেড করা উচিত।
-
বোনাস দিয়ে ট্রেড করলে ইমোশন কম কাজ করে যার ফলে মার্কেট এ স্বাভাবিক ট্রেড করা যায়। এতে লস লাভের সম্ভাবনা কিছু মনে হয় না। বোনাস দিয়ে ট্রেড করলে এখানে নিজের মুল টাকার কোন ক্ষতি হয় না। আবার বোনাস দিয়ে ট্রেড করলে অসুবিধা হল ব্রোকার ইচ্ছা করলে যখন তখন একাউন্ট এর উপর হস্তক্ষেপ করতে পারে।তবে অসুবিধা হলো যেকোনো সময় আপনার একাউন্ট হোল্ড হয়ে যেতে পারে। আমার মনে হয় আপনি যদি সব নিয়ম মেনে ট্রেড করেন আর উত্তোলন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে না। আমি এখনও কারো কাছে শুনি নাই উত্তোলন করলে অ্যাকাউন্ট ব্লক করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অনেক সময় বনাস দিয়ে ফরেক্স মারকেটে ট্রেড করা জায় তাই বনাস দিয়ে ট্রেড করে আয় করে বা ফরেক্স মারকেট থেকে বিনাস ইনবেস্ট ছাড়া ফরেক্স ট্রেড করে আয় করা জাসছে তবে আবার বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে জগি লস হয় তাহলে লস করলে আর সেই লস কভার না হয়া পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে টাকা উত্তলন করা জায় না।
-
আপনি বেনাস এর টাকা কাজে লাগিয়ে সেখান থেকে ট্রেড করে প্রফিট হলে , সেই প্রফিট থেকে টাকা ওয়িথদ্রও করতে পারবেন । আর অসুবিধা হল যে কেন সময় আইডি ব্লক করে দিতে পারে।আমি এই ফোরাম পোস্ট এর বোনাস দিয়ে ট্রেড করি। আমি আমার লাভ উত্তোলন করেছি। আমার কোন সমস্যা হয় নি। আমার মনে হয় আপনি যদি সব নিয়ম মেনে ট্রেড করেন আর উত্তোলন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে না।
-
বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা অসুবিধা দুটোই আছে । আমরা বাংলাদেশ থেকে আমাদের ফরেক্স একাউন্টে টাকা দিপোজিট করতে প,আরি না যা আমাদের জন্য খুব বড় একটা প্রতিবন্ধকতা । কিন্তু ইন্সটাফরেক্স ব্রোকার আমাদের জন্য এই সুবিধা দিয়েছে যে আমরা ফোরামে পোস্ট করে সেই বোনাস দিয়ে রিয়াল ট্রেড করতে পারব যা আমাদের ফরেক্স একাউন্টে টাকা ডিপোজিট করার প্রতিবন্ধকতাকে দূর করেছে । আর অসুবিধা হচ্ছে যে বোনাস দিয়ে ট্রেড করতে গেলে আমাদের ট্রেডিং একাউন্টটি অনেক নিয়ম এর মধ্যে পড়ে যায়।