-
আমি cross currency বলতে যা বুঝি USD নাই এমন পেয়ার। তার পর ভাইরা উপরের comment এ সব clear করে দিয়েছে মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি। মেজর কারেন্সি হলো, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসশি, ইউএসডি ক্যাড, নিউজিল্যান্ড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়া ইউএসডি ইত্যাদি। যেসকল কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। যেমন ইউরো জেপিওয়াই।
-
ফরেক্স মার্কেটে সবগুলো কারেন্সি পেয়ার আকারে কেনাবেচা করা হয় । আপনি সেসব পেয়ারে ট্রেড করেন তার মধ্যে দেখবেন কতগুলো পেয়ারে ইউএসডি আছে আবার কতগুলো পেয়ারে ইউএসডি নাই । যেসব কারেন্সি পেয়ারের যেকোন একটি ইউএসডি তাকে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার বলে । আর যেসব কারেন্সি পেয়ারের দুটি কারেন্সির মধ্যে কোনটি ইউএসডি নয় তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে ।
-
ফরেক্স মার্কেটে ক্রস পেয়ার আছে কিছু এই পেয়ার গুল হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু মেজর পেয়ার আছে এই পেয়ারের সাথে যে অন্য পেয়ার আছে ওই সকল পেয়ার যখন মেজর পেয়ার এর সাথে ক্রস করে ট্রেড করা হয়।
-
ফরেক্স মার্কেটে যে কারেন্সি পেয়ারগুলো usd বেইজড নয় সেই কারেন্সি পেয়ারগুলোকে ক্রস কারেন্সি পেয়ার বলে। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি এই পেয়ারগুলোতে usd বিদ্যমান সেহেতু এগুলো ক্রস কারেন্সি পেয়ার নয়। ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই usd নয়, তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়। ক্রস কারেন্সি পেয়ারের মুভমেন্ট বেশি হওয়ায় এটা ট্রেডিংয়ের জন্য একটু রিস্কি।
-
Usd বাদে অন্য সকল কারেন্সি পেয়ারকেই ক্রস কারেন্সি পেয়ার বলা হয়। যেমন cad/jpy, chf/jpy, aud/cad ইত্যাদি। ক্রস কারেন্সি পেয়ার এগুলোতে ট্রেডের পরিমাণ কম এবং স্প্রেড এর পরিমাণ বেশি থাকে। তাছাড়া ক্রস কারেন্সি পেয়ারগুলো সবসময় হাই ভোলাটাইল অর্থাৎ এদের মুভমেন্ট মেজর কারেন্সি পেয়ারগুলো তুলনায় অনেক বেশি। এজন্য এ সকল ক্রস কারেন্সি পেয়ারে ট্রেড করা ঝুঁকিপূর্ণ। অভিজ্ঞ ট্রেডার না হলে ক্রস কারেন্সি গুলোতে ট্রেড করা উচিত নয়।
-
ফরেক্সে দুধরনের কারেন্সি রয়েছে, মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি। মেজর কারেন্সি হলো, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসশি, ইউএসডি ক্যাড, নিউজিল্যান্ড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়া ইউএসডি ইত্যাদি। যেসকল কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। যেমন ইউরো জেপিওয়াই।
ভাই আমাদের মার্কেট এ মাদার কারেঞ্চি বলে আমরা জাকে বুজি সা হচ্ছ উসডী এই কারেঞ্চি ছাড়া এর যদি কোন কারেঞ্চি দুইতি বাছাই করে আপনি মার্কেট করেন তবে তাই ক্রস কারেঞ্চি । এই গুলা মার্কেট আথাকায় অনেক সুবিধা হয়াছে । আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি ।
-
যখন আপনার ট্রেডকৃত কারেন্সি পেয়ারের মধ্যে কোনটিই ডলার নয় সেটিই ক্রস কারেন্সি।যেমন gbpjpy,gbpchf,gbpcad ইত্যা।
-
ক্রস কারেন্সি হলো যে কারেন্সি পেয়ারের জোরে ইউএসডি থাকবে না। অর্থাৎ ইউএসডি ব্যতীত যদি কোন কারেন্সি পেয়ার হয় সেটা হলো ক্রস কারেন্সি যেমন ইউরো জেপিওয়াই এখানে ইউরো রয়েছে এবং জেপিওয়াই রয়েছে এখানে ইউএসডি বিদ্যমান নেই তাই এটি হলো ক্রস কারেন্সি বা মাইনর কারেন্সি। আর মাদার কারেন্সি হল যেসব কারেন্সি পেয়ারের ইউএসডি যুক্ত থাকবে সেগুলো মূলত মাদার কারেন্সি।
-
আমরা জানি ফরেক্স মার্কেট যে কোন দুইটা কারেন্সি নিয়ে কাজ করে। এই দুইটা কারেন্সি কে একসাথে কারেন্সি পেয়ার বলে । কারেন্সি পেয়ার দুই ধরনের । একটা হল বেস কারেন্সি আর অন্যটা হল ক্রস কারেন্সি । যে কারেন্সি তে কোন ইউ এস ডলার থাকে না তাকে ক্রস কারেন্সি বলে । আর যে গুলোর সাথে ইউ এস ডলার থাকে তাকে বেস কারেন্সি বলে ।
-
ফরেক্স মার্কেটে আমরা অনেক কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি । এর মধ্যে সব গুলোতেই কিন্তু ইউএসডি থাকে না । আর যে পেয়ার গুলোতে ইউএসডি থাকে না সেগুলোকেই আমরা ক্রস কারেন্সি পেয়ার বলে থাকি । যেমন- eur/jpy, gbp/jpy, eur/gbp ।
আর eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd এই পেয়ার গুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার ।