ফোরাম পোস্ট করর আগে আমাদের অবশ্যই ফোরাম এর নীতিমালা গুলো ভালো করে পড়ে নেওয়া উচিত। যেমন আমরা ফোরাম পোস্ট গুলো কারো থেকে কপি পেস্ট করব না। কারন কপি টেস্ট করলে ফোরাম কর্তৃপক্ষ আপনার ইনস্টাফরেক্স একাউন্ট ব্যান করে দিবে।
Printable View
ফোরাম পোস্ট করর আগে আমাদের অবশ্যই ফোরাম এর নীতিমালা গুলো ভালো করে পড়ে নেওয়া উচিত। যেমন আমরা ফোরাম পোস্ট গুলো কারো থেকে কপি পেস্ট করব না। কারন কপি টেস্ট করলে ফোরাম কর্তৃপক্ষ আপনার ইনস্টাফরেক্স একাউন্ট ব্যান করে দিবে।
ফরেক্স এ ফোরাম পোস্টিং করে কিছু সম্মানী সুচক ডলার উপহার পাওয়া যায় । যেই ডলার দিয়ে আবার আপনি আপনার রিয়েল একাউন্টে ট্রান্সফার করে লাইভ ট্রেড করতে পারবেন। আপনি প্রতিটি থ্রেড এ পোস্ট করতে পারবেন। তবে ফোরামের কিছু নিয়ম নিতি অনুসরন করে মুলত এই বোনাস দেয়া হয়। যেমন- অন্য কারো পোস্ট কপি-পেস্ট করা যাবে না। প্রতিটি পোস্ট কমপক্ষে দুই লাইন হতে হবে । পোস্টের/ লেখার মান ভাল হতে হবে । অপ্রাসঙ্গিক পোস্টিং করা যাবে না। সারা মাসের পোস্টিং বোনাস পরের মাসের ০৭ থেকে ১৩ তারিখের মধ্যে ট্রেডিং একাউন্টে যোগ হয়ে যাবে।
আপনাকে ফোরামে পোস্ট করার আগেই কিন্তু আপনার একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে, তা না হলে বোনাস যোগ হবে না । সুতরাং আপনি যে তারিখে আপনার একাউন্ট খুলে ফোরামে পোস্ট করবেন সে তারিখ থেকে আপনার কাউন্ট শুরু হবে এবং পরের মাসের ঠিক সেই তারিখের আশেপাশে আপনি বোনাস পেয়ে যাবেন । তাই আগে ভেরিফাই করুন, ফরেক্স সম্পর্কে জানুন তারপর ধীরে সুস্থে পোষ্ট করা শুরু করুন ।
মাঝে মাঝে একাউন্টে বোনাস যোগ হতে কিছুটা সময় লাগতে পারে । ইন্স্টাফরেক্স প্রতিদিন হাজার হাজার নতুন একাউন্ট হয় । সেজন্য বিভিন্ন কাজে একটু সময় লাগে । আসলে অনেক ভাল ব্রোকার তাই এরকম হয় । ডলার দিয়ে আবার আপনি আপনার রিয়েল একাউন্টে ট্রান্সফার করে লাইভ ট্রেড করতে পারবেন। আপনি প্রতিটি থ্রেড এ পোস্ট করতে পারবেন। তবে ফোরামের কিছু নিয়ম নিতি অনুসরন করে মুলত এই বোনাস দেয়া হয়। যেমন- অন্য কারো পোস্ট কপি-পেস্ট করা যাবে না।
ফোরামে কাজ করলে অবশ্যই আপনাকে হিসাব করে করে তারপর ডলার দিয়ে দিবে । অাপনি সন্দেহ ছাড়াই এই ফোরামে পোষ্ট দিতে থাকেন তাহলে অবশ্যই আপনি সফলকাম হতে পারবেন । আপনি যদি ফোরাম এ কপি পেস্ট করেন তাহলে আপনার বোনাস ভ্যানিস করে দিতে পারে। আবার এটাও হতে পারে আপনি বড় লটে ট্রেড দিয়ে একাউন্ট জিরো করেছেন।
ভাই আমার জানা মতে মাশের ১ থেকে ৭ তারিক এর মধহে বনুস জগ হওার কথা । তাই আমরা সবাই সাই পর্যন্ত ধরজ ধরব জাতে আমরা বনাসটা দেখতে পারি ।
ফোরামের যে কাজ করা হয় তার পারিশ্রমিক ১-৭ তারিখে মধ্যে আপনার ইনেস্টাফরেক্স আকাউন্টে যোগ হযে থাকে । আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে । ৭ তারিখের মধ্যে আপনি যদি না পান তাহলে ফোরামের যোগাযোগ সাইডে যোগাযোগ করতে পারেন ।
ফরেক্স ফরোমের বোনস ডলার প্রতি মাসের ১৫ তরিখের মধ্যে ফরেক্স এর একাউন্টে যোগ হয়ে যায় । এই নিয়ে চিন্তার কিছু নেই কারন ফরেক্স ফরোমে প্রচুর পরিমান লোক কাজ করে তাই সকলকে ধারাবাহিক ভাবে প্রমেন্ট করতে একটু সময় লেগে যায়। ফোরাম বোনাস কখনই মিস হয় না।
ভাইয়া আমি গত দুই মাস ধরে 11 এবং 12 তারিখের মধ্যবর্তী রাতে বোনাস পাচ্ছি।আমার যতদূর জানা ছিল 1 থেকে 7 তারিখের ভেতর সাধারণত বোনাস দেয়া হয়ে থাকে। কিন্তু গত দুই মাস ধরে আমি এই সময়ে বোনাস পেয়ে যাচ্ছি। এবং আমার মনে হয় তুলনামূলক ফোরাম পোস্ট তুলনায় কিছুটা কম বোনাস পাচ্ছি। তাই আপনি অপেক্ষা করুন। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে।
ফোরামের বোনাস মাঝে মাঝে সমস্যা করতে পারে । এ জন্য চিন্তার করার কিছু নেই । মাঝে মাঝে একাউন্টে বোনাস যোগ হতে কিছুটা সময় লাগতে পারে । ইন্স্টাফরেক্স প্রতিদিন হাজার হাজার নতুন একাউন্ট হয় । আপনি যদি সঠিক ভাবে নিয়মগুলো অনুসরনকরে ফোরামে পোষ্টিং করে থাকেন তবে বোনাস যোগ হবেই। আর অধিকাংশ সময়েই মাসের ১১ তারিখে পোস্টিং বোনাস ব্যালেন্সে যোগ হয়ে যায়।