আমি ফোরামে নিয়মিত বোনাস পাব এটা কখনো ভাবিনি। কিন্তু পর পর কয়েক মাস যখন যথা সময়ে বোনাস পেলাম তখন ট্রেডের ব্যাপারে যথেষ্ট সচেতন হলাম। আমি কয়েক মাস পোস্টিং করিনি। আসলে এটা আমারই ভুল। ফোরাম মাস শেষ হলেই বোনাস দিয়ে দেয়।
Printable View
আমি ফোরামে নিয়মিত বোনাস পাব এটা কখনো ভাবিনি। কিন্তু পর পর কয়েক মাস যখন যথা সময়ে বোনাস পেলাম তখন ট্রেডের ব্যাপারে যথেষ্ট সচেতন হলাম। আমি কয়েক মাস পোস্টিং করিনি। আসলে এটা আমারই ভুল। ফোরাম মাস শেষ হলেই বোনাস দিয়ে দেয়।
আমিও ইন শাহ আল্লাহ ফোরাম থেকে ২বার বোনাস পেয়েছি। এখানে কোন কারচুপি নেই এখানে ঠিকঠাক বোনাস গুলা দিয়ে থাকে ভবিষ্যতেও সমস্যা হবেনা আসা করি।আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে একবার প্রফিট করছি টাকাও উঠাইছি ইন শাহ আল্লাহ এই বারও প্রফিট করার আসা আছে।
আমি এপ্রিল মাসের ১ তারিখে প্রথম বোনাস পেয়েছি। মাসের প্রথম তারিখেই বোনাস ডেলিভারি করার জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম কতৃপক্ষ কে অশেষ ধন্যবাদ। বোনাস পাওয়া নিয়ে কোন প্রকার সন্দেহ নেই।
অভিনন্দন আপনাকে.আমি আপনার আনন্দের অনুভুতি অনুধাবন করতে পারছি.আসলে যারা ফোরাম বোনাস এর মাধ্যমে ট্রেড করে থাকে তাদের জন্য এ বেপারটি অনেক আনন্দের.কারণ দ্বারা সারাটা মাস বাপি পোস্ট করে থাকে এই বোনাসগুলো পাবার জন্য.আপনি পেয়েছেন জেনে খুশি হলাম এবং আপনার বেপারটা যারা এখন ও বোনাস পায়নি তাদের অসস্থ করবে.
প্রিয়ো বন্ধুরা তোমারা জেনে খুসি হবে যে আমার ফরাম এর বোনাস যোগ হয়ে গেছে। আমি নতুন দের জন্য কাজ করে যাচ্ছি এবং নিজের জ্ঞান এবং মেধা দিয়ে ফরেক্স শেখার চেষ্টা করছি । আমি এই ২ মাস হল ২ টি বোনাস পেয়েছি । আমি খুব ই আনন্দিত বোনাস পেয়ে।
আমি আজ অনেক অনন্দিত।। প্রিয়ো বন্ধুরা তোমারা জেনে খুসি হবে যে আমার ফরাম এর বোনাস যোগ হয়ে গেছে।। আমার একাউন্তে ফোরাম পোস্টিং বোনাস যোগ হয়েছে। আপনাদের কারও যদি যোগ না হয়ে থাকে তবে চিন্তার কোন কারন নেই, দুই-একদিনের মধ্যে বোনাস যোগ হয়ে যাবে। তাই চিন্তার কোন কারন নাই কাজ করো বেসি করে।আর লাভ কর বেসি করে।
আমরা অনেকেই ফোরামে পোস্ট করি কিছু শেখার আশায়, অভিজ্ঞতা শেয়ারের উদ্দেশ্যে। এর পাশাপাশি আমরা ফোরাম থেকে বোনাসও পেয়ে থাকি। আমার একাউন্তে ফোরাম পোস্টিং বোনাস যোগ হয়েছে। আপনাদের কারও যদি যোগ না হয়ে থাকে তবে চিন্তার কোন কারন নেই, দুই-একদিনের মধ্যে বোনাস যোগ হয়ে যাবে।
আপনি ফরেক্স ফোরামে পোস্ট করেও বোনাস পাওয়া যায় আর এই বোনাস প্রতি মাসের এক তারিখ থেকে তিন তারিখের মাধ্যমে আপনার একাউন্টে আপনার বোনাস চলে আসবে। আর এই বোনাস দিয়ে আপনি ফরেক্স মার্কেটের একাউন্টে যোগ করে আপনি ট্রেড করতে পারবেন।
আমি এই বাংলা ফরম এ নতুন কাজ করছি, তাই আমার কোন অভিজ্ঞতা নাই বাংলা ফরম মাসের কত তারিখ এবং কোন সময় বুনাস ডলার দিয়ে থাকে, তবে আমার মনে হয় মাসের ১ তারিখ থেকে ৩ তারিখে বুনাস ডলার দেই, তাই আমি আমার প্রথম বুনাস পাওয়ার পর বলতে পারব আপনাদের মত, আমি কত ডলার পেয়েছি আর কখন পেয়েছি।
হা ভাই ফরেক্স ফোরাম করে আমিও অনেক আনন্দিত কারন আমি প্রতি মাসেই অনেক না হলেও যাই করি তা প্রতিমাসের অরথম সপ্তাহে আমার একাউন্টে জমা হয়ে যায় আর এই বোনা দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থকি তবে তখন আমার খারাপ লাগে যখন উইথড্র দিলে একাউন্ট ব্লক হয়।