ইসলামি রীতি অনুসারে ব্যবসায় সুদ নিষিদ্ধ। ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এখানে সকল ধর্মাবলম্বীরাই ট্রেড করেন। এখানে ইসলামী রীতি অনুসারে সুদ বিহীন একাউন্ট করার সুযোগ দেয়া হয়েছে। সুদমুক্ত অ্যাকাউন্টকে সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট বলে। এটা আসলেই একটা ভালো উদ্দ্যোগ। যেসব মুসলিম ট্রেডার রয়েছে তারা এটা ব্যবহার করেথাকে।তবে অন্য যে কেউও সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করতে পারে।