-
আসলেই সম্ভব না বলেই অামি মনে করি । কেননা ফরেক্স মার্কেটে সফলতা যদি রাতারাতি আসত তাহলে দুনিয়ার সব মানুষ শুধু্ই ফরেক্সের পিছনে ছুটত । তবে এ কথা সত্য যে কোন পেশার থেকে ফরেক্সে অতি দ্রুত টাকা ইনকাম করা যায় । তবে যদি ভালো মানের দক্ষতা থাকে তবে একজন ট্রেডার অনেক সময় আঙ্গুল ফুলে কলা গাছও হয়ে যেতে পারে । তাই আমাদের বিষয়টা নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে ।
-
আংগুল ফুলে যেমঅন কখনি কলাগাছ হতে পারেনা তেমন ফরেক্সে রাতারাতি বড়লোক হবার কোন রাস্তা নাই । বরং না বুঝলে / লোভ বেশি করলে রাতারাতি ফকির হবার রাস্তা পরিস্কার আছে ।
-
ফরেক্স সবার জন্য উন্মুক্ত একটি পেশা।। ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক এবং আধুনিক ব্যাবসা । ফরেক্স করে আমরা আমাদের আরথিক অবস্থার পরিবর্তন করতে পারি।। তবে এখান থেকে লাভবান হতে হলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।।।
-
ফরেক্স থেকে অনেক সহজে ঘরে বসে টাকা ইনকাম করা যায় । এর জন্য দরকার ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা ও ফরেক্সে ভাল ট্রেডিং দক্ষতা । ফরেক্সে কাজ করার আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে কাজ শিখে তারপর কাজ করলে ভাল হয় । ফরেক্স কাজ শিখে তারপর কাজ করতে পারলে ফরেক্স থেকে সহজে অনেক টাকা ইনকাম করা যায় । ফরেক্সে টাকা আয় করা যেমন সহজ তেমনি লস করাও কঠিন নয় । একটু ভুলের কারনে ফরেক্সে অনেক লস হয়ে যায় , তাই ফরেক্সে কাজ শিখে তারপর আস্তে হয় ।
-
ফরেক্স থেকে খুব সহজেই টাকা ইনকাম করা সম্ভব কিন্তু সবাই তা করে পারবে না আর সেটা কোনোভাবেই সম্ভব না । ফরেক্স মার্কেট যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং প্রফেশনাল তারাই এখান থেকে খুব সহযেই আয় করতে পারবে ।
-
হ্যা ভাই ফরেক্স থেকে অনেক সহজেই আয় করা যায় পক্ষান্তরে ফরেক্স থেকে অনেক লসও করা যায়।এখান থেকে তারাই আয় করতে পারে যারা ফরেক্স বিষয়ে অনেক অভিজ্ঞ। যারা ভালোকরে মার্কেট এনালাইসিস করতে পারে তারাই সফল।আর যারা অনভিজ্ঞ তারা বেশিরভাগ সময়ই লস করে থাকে।
-
যারা ফরেক্স মার্কেটে খুবি অভিজ্ঞ শুদু তাদের পক্ষে ই সম্ভব তারাতারি ভাল কিছু করা। এখানে যারা দুর্বার, যারা পরিশ্রমী , এবং সর্ব পরে যারা ধৈর্য শিল তাদের পক্ষে ই এই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হয়েছে। আমরা হুট করে কিছু করতে পারব না আর পারলেও সেটা বেশি দিন থাকে না। তাই ফরেক্স দিয়ে জীবনে বড় হতে চাইলে আমাদেরকে ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু বুজতে জানতে হবে।
-
পৃথিবীতে কোন কাজই সহজ না । আপনি যে কাজই করুন না কেন তাতে হয়ত আপনি শারীরিক পরিশ্রম করবেন নাহয় মানসিক । পরিশ্রম ছাড়া আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না । আর তাই পরিশ্রম করতে হবে । যারা বলে ফরেক্স থেকে খুব সহজে টাকা আয় করা যায় তারা না বুঝে বলে , কিন্ত যদি আপনি একজন সফল ট্রেডারকে জিজ্ঞেস করেন সে বলবে পরিশ্রম করলে টাকা আয় করা যায় । অন্যথায় নয় ।
-
ফরেক্স থেকে আমরা আয় করতে পারি এটা অবশ্যই সত্যি। এবং যারা ফরেক্স মার্কেটে খুবি অভিজ্ঞ শুদু তাদের পক্ষে ই সম্ভব তারাতারি কিছু একটা করা। ফরেক্সে আঙ্গুল ফুলে কলাগাছ সেটা ঠিক না। এখানে যারা দুর্বার, যারা পরিশ্রমী , এবং সর্ব পরে যারা ধৈর্য শিল তাদের পক্ষে ই এই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হয়েছে। আমরা হুট করে কিছু করতে পারব না আর পারলেও সেটা বেশি দিন থাকে না। তাই ফরেক্স দিয়ে জীবনে বড় হতে চাইলে আমাদেরকে তার সম্পর্কে যাবতীয় সব কিছু বুজতে হবে। এবং তার উপর অভিজ্ঞতা লাভ করতে হবে।
-
হ্যা , ফরেক্স মার্কেট অনেক টাকা অায় করার জায়গা কিন্তু সেটা সবার জন্য । আমরা অাগে দক্ষতা অর্জন করব তারপর এই ব্যবসা করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করে অবশ্যই সে অনেক ডলার আয় করতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অনেক চেষ্টা করব ।