আসলে ই তাই। মানুশের সহজাত প্রবৃত্তি ই হল সব কিছুতে লাভ করা। লস করা নয়। এই সহজাত প্রবৃত্তি আমরা ফরেক্সে ও প্রয়োগ করি অর্থাৎ টেক প্রফিট দেই কিন্তু স্টপ লস দিতে মন কখনো সায় দেয় না। আর যা হবার তা হওয়ার পর আফসোস ই করি শুধু। কিন্তু করার আর কিছু থাকে না তখন।