বর্তমানে বাংলাদেশে ফরেক্স কি এটা অনেকাংশই জানেনা তবে প্রযুক্তির দিকে বাংলাদেশ প্রতিনিয়ত আগে বারতেছে মানুষেরা জানতেছে। অনেকে শিখতেছে অনেকে সফল হচ্ছে অনেকে লস করতেছে। সব মিলে বাংলাদেশে ফরেক্স মার্কেটের অবস্থা ভালই।
Printable View
বর্তমানে বাংলাদেশে ফরেক্স কি এটা অনেকাংশই জানেনা তবে প্রযুক্তির দিকে বাংলাদেশ প্রতিনিয়ত আগে বারতেছে মানুষেরা জানতেছে। অনেকে শিখতেছে অনেকে সফল হচ্ছে অনেকে লস করতেছে। সব মিলে বাংলাদেশে ফরেক্স মার্কেটের অবস্থা ভালই।
বাংলাদেশের ফোরেক্স পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছুটা উন্নতি করলেও আমার মনেহয় পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আরও ভালো করা উচিত। তাহলে পরোমুখাপেক্ষি না হয়ে সরা সরি ব্যাংক এর মাধ্যমে লেনদেন করতে পারলে ফরেক্স থেকে অনেকে সাবলম্বি হতে পারবে বলে আমার ধারনা।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ ফরেক্স মার্কেট থেকে অনেক পিছিয়ে তাই আমাদের কিছু সংখ্যক লোক ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমাদের দেশের মাঝে যদি ফরেক্স শিক্ষার সভা সেমিনার করা হয় তাহলে আমাদের দেশ ফরেক্স ক্ষেত্রে আস্তে আস্তে এগিয়ে যাবে আমাদের দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে তাহলে দেশ উন্নত হবে।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । অ্পা্র সম্ভাবনার দেশ বাংলাদেশ । আর এই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য রয়েছে ফরেক্সের মত আন্তর্জাতিক শেয়ার বিজনেস । বর্তমানে আমাদের দেশে অনেক বেকার যুবক ফরেক্সের সাথে জড়িত । এখান থেকে আয় করে তারা তাদের বেকারত্ত দূর করতেছে । আর তাই বলা যায় বাংলাদেশে ফরেক্স ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
বাংলাদেশে ফরেক্স মার্কেটে ব্যাবসা দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কারন আমাদের দেশে ফরেক্স করে অনেক বেকার ছেলে আয় করছে তাই আমাদের উচিৎ ফরেক্স মার্কেট শিখার জন্য ভাল করে প্রতিস্ঠান করতে হবে তাহলে সারা দেশে ফরেক্স করে বেশি লোক আয় করতে পারবে।
দিনে দিনে বাংলাদেশে অনেক ফরেক্স ট্রেডার তৈরি হচ্ছে।ফরেক্সের মাধ্যমে অনেকেই পূর্নকালীন আবার কেউ স্বল্পকালীন ট্রেড করছে।অর্থাত কেউ পেশা হিসেবে ফরেক্স করছে আবার কেউ পার্টটাইম ফরেক্স করছে।এভাবে ফরেক্স বাংলাদেশে ভালো জনপ্রিয়তা পেয়েছে।ভবিষ্যতে আরও জনপ্রিয়তা পাবে বলে আশা করছি।
ফরেক্স মার্কেট টা হল আন্তর্জাতিক মার্কেট তাই এই টা সব দেশেই অনেক প্রচালিত হইয়ে গেছে,আর বাংলাদেশে থো অনেক জনপ্রিয় একটা অনলাইন বিজনেস এর জন্য ফরেক্স মার্কেট টা অনেক প্রপুলার হইয়ে গেছে,কিন্তু আমার জানামতে আমি অনেক শুনছি ফরেক্স মার্কেটে নাকি ৯৫% মানুশে লস করে থাকে , তার পরও মানুষ ফরেক্স এতো প্রিয় হইয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে.........।
আগে বাংলাদেশে তেমন একটা ফরেক্স ব্যবসার প্রচার প্রসার কোনটাই ছিলনা । কিন্ত বর্তমানে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে ট্রেডারদের অংশ্রগ্রহণ বাড়ছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক লিডিং দেওয়া এই মার্কেটে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিশ্রম ও চেষ্টা অব্যহত রাখতে হবে । যেটার দ্বারা সফলতা অবশ্যম্ভাবী ।
বাংলাদেশের ফরেক্স ট্রেডিং পরিস্হিতি আগের থেকে এখন অনেক বেমি ভাল বলা যায় কারন বাংলাদেশে এখন অনেক দক্স,অভিজ্ঞ এবং পারদর্শি ফরেক্স ট্রেডার তৈরি হয়েছে দিনকে দিন এই সংখ্যা আরো বেশি বেড়ে চলেছে ফলে তাদের এবং দেশের অর্থনৈত্তিক অবস্থা অনেক বেশি ভালর দিকে এগ্রিয়ে যাচ্ছে।
ফরেক্স মাকেটে আমাদের দেশের বেকার দের জন্য ফরেক্স খুব ভাল | ফরেক্স থেকে আয় করতে পারছে আমাদের দেশের অনেকে ফরেক্স থেকে আমি মনে করি আয়করতে পারলে আমাদের বাংলাদেশের জন্য ভাল কিছু হবে আশা করা যায় |আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স কল্যান জনক |