-
ফরেক্স মার্কেটে বিভিন্ন ব্রোকার বিভিন্ন ধরনের রুলস ফলো করে। কিছু ব্রোকার আছে যারা ভ্যারিফাই ছারা ডিপোজিট ও ট্রেড করতে দিবে কিন্তু উইথড্র করতে হলে অবশ্যই হাই লেভেল ভ্যারিফাই করতে হবে। অনেকে একাউন্ট ওপেন করা মাত্রই বোনাস দিয়ে দেয় কিন্তু ভ্যারিফাই ছাড়া উইথড্র করতে দেয় না। আবার অনেকে ভ্যারিফাই ছাড়া তো একাউন্ট নাম্বার ই দেয় না। তাই আগে থেকেই একাউন্ট ভ্যারিফাই করে রাখা ভালো , পরে উইথড্র করতে সমস্যা হয় না।
-
ফরেক্সে আপনি ভেরিফাই ছাড়া ও ট্রেড করতে পারবেন তবে এটা খুবি রিস্কি।। যে কোনো সময় আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।। তাছারা বড় কোনো এমাউন্ট তুলার সময় আপনার কাছে পেপার চাইবে না দিতে পারলে একাউন্ট ক্লোজ করে দিতে পারে।।।
-
ফরেক্সে ভেরিপাইয়েড ব্যাতিতও একাউন্ট দিয়েও ট্রেড করা যাবে । তবে এ ক্ষেত্রে যে মুল উদ্দেশ্য নিয়ে আপনি এখানে ট্রেড করছেন তা সফল হবে না । আর আমাদের মুল উদ্দেশ্য হল ট্রেড করে টাকা ইনকাম করা । কিন্ত তা তখনই সম্ভব হবে যখন আপনি ট্রেডিং করে টাকা তুলার জন্য আপনার একাউন্টকে ভেরিপাইয়েড করবেন । ভেরিপাইয়েড ব্যাতিত ট্রেড করা গেলেও মুনফা উত্তোলন করা যায় না ।
-
ফরেক্স এ অনেক নিয়মনিতি আছে তার মধ্যে ফরেক্স একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্স একাউন্ট এর কোন মূল্য নেই কারন ফরেক্স একাউন্ট ভেরিফাই ছাড়া ফরেক্স এ ট্রেড করতে পরবেন প্রফিড করতে পারবেন কিন্ত প্রফিড কখন ও উইড্রো দিতে পরবেন না। তাই একাউন্ট ভেরিফাই ফরেক্স এর একটি গরুপ্তপূর্ন অংশ।
-
ফরেক্স মার্কেটে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই না করিয়েও ট্রেড করতে পারবেন তাতে কোন সমস্যা হবে না তবে আমি মনে করি ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নেওয়াই ভাল তাতে করে ব্রোকারেরর কাছে যেমন আপনার সঠিক পরিচিতি থাকে ঠিক তেমনি বড় ধরনের ঝুট ঝামেলা থেকে অনায়াসে পরিত্রান পওয়া সম্ভাব।
-
অনেক ব্রোকার আছে যা আপনাকে ভেরিফাই ছাড়া ট্রেড করতেই দেবে না। আবার কিছু ব্রোকার আছে যা থেকে আপ্নি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে দিবে। তবে কোম্পানি বা ব্রোকার আপনার কাছে যেকন সময় ভেরিফাই এর |ডকুমেন্ট চাইতে পারে।
-
ফরেক্স ট্রেডিং করতে অবশ্যই আমাদের ট্রেডিং স্ট্রাটেজী মেনে ট্রেড করতে হবে।। ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই ভেরিফাই করতে হবে।। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা খুবই রিস্কি।। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা যায় কিন্তু বড় ধরনের কোনো এমাউন্ট তুলতে গেলে অবশ্যই ব্রোকার আপনার কাছে ভেরিফাই পেপার চাইতে পারে।।
-
ফরেক্সে একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামুলক নয় তবে আমি মনে করি একাউন্ট ভেরিফাই করে ট্রেড করাই ভালো। কারন যে কোন সময় ব্রোকার ভেরিফাই সংক্রান্ত কাগজ চাইতে পারে। আমরা ট্রেড করি মুনাফা অর্জনের জন্য, সেই লাভের অংশ উত্তোলনের ক্ষেত্রে ভেরিফাই করা জরুরী হয়। নতুন যারা ট্রেডার হবেন আশা করি তারা সবাই একাউন্ট ভেরিফাই করেই ট্রেড করবেন।
-
ফরেক্সে কি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব। আমি ফরেক্স নতুন । আমি আসতে আসতে সবকিছু সিখতেছি । আমি আখুনু রিয়েল আকাউন্ট খুলি নাই। তবে পরে সব কিছু জেনে খুলব।
-
ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব হলেও একজন সচেতন ট্রেডার হিসেবে আমাদেরকে আমাদের একাউন্ট ভেরিফাই করে নেওয়া উচিত। কেননা এটা আমাদের কাছে একটা দলিলের মত। ফরেক্সে একবার গেইন করতে পারলে তা একটা বিশাল বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তাই কোন ট্রেডারকেই ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিত নয়। আগে একাউন্ট ভেরিফাই তারপরে ডিপোজিট। নয়তো মাইন্ড সেটিসফেকশন থাকে না। এটা খুবই জরুরী।