-
বিভিন্ন দেশের মদ্রার সর্বদাই পরিবর্তনশীল। ফরেক্স হচ্ছে বৈদেশিক মদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আরেকটি দেশের কারেন্সি ক্রয় করতে পারেন। আর এটা দ্বারা আপনি কোন দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করে কিছুটা আয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় একটি মার্কেট। এই মার্কেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট যেখানে সব দেশের টাকা কেনা-বেচা হয় এবং লেনদেন করা হয়। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রিয় করে করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন।
-
ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল শেয়ার বাজার মার্কেট। যেখানে মুদ্রার ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ থাকে এবং বাজারের সার্বজনীনতা বজায় থাকে। সারা বিশ্বের কারেন্সিকে একে অন্যের সাথে পার্ফক্য এবং এর মুল্য নির্ধরনই হচ্ছে এই মার্কেটের প্রধান কাজ ।
-
ফরেক্স মার্কেট হল পৃথিবীর সর্ববৃহৎ একটা মুদ্রাবাজার ব্যবস্থা যার আয়তন বিশ্বের সবচেয়ে বড় শেয়ার মার্কেট নিউইয়ার্ক শেয়ার বাজারের চেয়ে প্রায় ২৫ গুন বড় এবং এই বাজারে বার্ষিক টার্নওভারও চোখ কপালে ওঠার মত সুতরাং আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসা করার জন্য একটা আদর্শ জায়গা,ধন্যবাদ।
-
ফরেক্স মারকেট আক্টি ভাল ব্যবসার মাধ্যম , এখানে দ্রব্যের ক্রয় এবং বিক্রয় করা হয় এই ২ভাবেই এই মারকেট থেকে সফল ভাবে লাভবান হওয়া সম্ভব । এই মার্কেটে যার মেধা নাই সে এই মারকেটে টেকে থাকতে পারে না ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তর্জাতিক স্বাধীন মুদ্রা বাজার যেখানে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মুদ্রার বিনিময় এর দারা অর্থ উপার্জন করতে হয় । বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির অবস্থার পরিবর্তন এর দারা ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার এর প্রাইস আপ ও ডাউন হয়।
-
আমার মতে ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে পর্যলচনা এবং পরিমাপ করা হয়ে থাকে । সারা বিশ্বের কারেন্সিকে একে অন্যের সাথে পার্ফক্য এবং এর মুল্য নির্ধরনই হচ্ছে এই মার্কেটের প্রধান কাজ । এই মার্কেটে বিভিন্ন পেয়ার নিয়ে ট্রেড পরিচালনা করা হযে থাকে ।
-
ফরেক্স একটি আনতরজাতিক মুদ্রা বিনিময়ের বাজার হলো এই ফরেক্স মারকেট । এখানে অনলাইনে ট্রেডােরগন মুদ্রা বিনিওময় করে আয় করে । যাদের ফরেক্স বিষয়ে ভাল জ্ঞান তারাই এখানে লাভবান হতে পারে ।
-
ফরেক্স মার্কেট হল বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় একটি বড় বাজার। এখানে সব দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয় এবং লেনদেন করা হয়। এখানে যে কেও কারেন্সি কিনে বিভিন্ন দেশের মুদ্রা কিনতে ও পারেন ও বিক্রিও করতে পারেন।
-
ফরেক্স একটি অনলাইন শেয়ার ব্যবসা। ফরেক্স ব্যবসা হল একটা আন্র্তজাতিক মুদ্রা কেনা বেচার মাধ্যম। এই ব্যবসায় আমরা মেধা বুদ্দি শ্রম খাটিয়ে কাজে লাগিয়ে আয় করতে পারি।