-
আমি মনে করি ফরেক্স একটি খুব ভাল ব্যবসা, এবং আপনি যেভাবে ট্রেডিং করছেন তা এতে আপনার সাফল্য নির্ধারণ করবে। এর অর্থ এই যে এটি আপনাকে মৌলিক নীতি দেয় যা বলে যে 'আপনার বিছানাটি শুয়ে গেলেই আপনি তার উপর শুয়ে থাকবেন'। ফরেক্স ব্যবসায়ীদের ব্যবসায়ের ক্ষেত্রে ভাল কৌশল, নীতি ও শৃঙ্খলা দরকার, এভাবেই সাফল্য আসবে। আপনার প্রথম যে জিনিসটির দরকার ছিল তা নিশ্চিতকরণটি ছিল যে কোনও ব্যক্তি ফরেক্স বাজার থেকে ধারাবাহিক লাভ করতে পারে কিনা, নিশ্চিতকরণ পাওয়ার পরে, আপনি আপনার যাত্রা শুরু করেছিলেন, আমিও এটি করেছিলাম, আমি আগে নিশ্চিতকরণ পেয়েছি, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি এটি করতে পারি ভবিষ্যতের জন্য আমি শিখতে এবং অনুশীলনে অনেক সময় ব্যয় করেছি, এখনও করছি এবং এখন আমি ফরেক্স মার্কেট থেকে আমার মাসিক উপার্জন করছি।
-
লিভারেজ বেশি নিলে আপনার কম ব্যালেস্নে আপনি বেশি ট্রেদ ওপেন করা ক্ষমতা রাখবেন।কিন্ত মার্কেত যদি আপনার বিপরীতে খেলে তাহলে আপনার ব্যালেস্ন খুব তারাতারি শুন্য হয়ে যাবে।টাঈ আপোনার ব্যলেস্ন যদি কম থাকে তাহলে আপনার কম লিভ্রেজ নেওয়া বেশি ভাল।
-
লিভারেজ ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আমাদেরকে ভেবে চিন্তে লিভারেজ নিতে হবে যখন আমরা একটা একাউন্ট ওপেন করব ঠিক তখনই লিভারেজ এর ক্ষেত্রে আমাদেরকে নিজেদের ব্যালেন্সের কথা মাথায় রাখতে হবে এবং এটা নিশ্চিত হতে হবে যে আমরা ঠিক কি ধরনের লিভারেজ নেওয়ার যোগ্য তা ভেবে নিতে হবে অনেক ধরনের লিভারেজ ক্যাটাগরি আছে তার মধ্য থেকে আমাদের উচিত হবে মাঝামাঝি পর্যয়ের কোন লিভারেজ নেওয়া
-
লিভারেজ ফরেক্সের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডার কে দেয়া লোন । কিভারেজ বিভিন্ন অনুপাতে হয় যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ ইত্যাদি। কম লিভারেজ ব্যবহার করলে রিস্ক কম থাকে কিন্তু বেশি ট্রেড নেয়া যায় না বেশি লাভ করা যায় না। আবার বেশি লিভারেজ নেয়াটাও রিস্কি কিন্তু এতে বেশি লাভ। তাই আমার মতে মাঝামাঝি পর্যায়ের লিভারেজ নেয়া উচিত।
-
অতি লোভে তাতী নস্ট । যদি আপনি ভাল একজন দক্ষ ট্রেডার হন তবে আপনি লিভারেজের কথা ভাবতে পারেন । আর যদি আপনি নতুন ট্রেডার হন তা হলে মোটেও লিভারেজের বিশয় ভাবা উচিত নয় । আর যত বেশি ট্রেড তত বেশি লস । বুঝে সুনে একটা কারেন্সি পেয়ারে ট্রেড দিতে পারলেই যথেস্ট ।
-
ফরেক্স এ লিভারেজ যেমন সুবিধা তেমনি বিপদজনক ও বটে। লিভারেজ বড় লট সাইজ এ ট্রেড করতে সাহায্য করে। কিন্তু অতি মাত্রায়্য লিভারেজ না নেওয়াই ভালো। কারন যখন আপনার লোভ আসবে একট বড় লট এ ট্রেড করলে একাউন্ট এ ঝুকি বেরে যাবে।
-
অবশ্যই আমাদেরকে লিভারেজ ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে । ফরেক্সে অনেকে হাই ভলিউম ব্যবহার করেই লস খায় । আসলে লিভারেজ হাই থাকলেই যে লস করবেন এমনটা নয় । আসলে লোভ সংবরণ ও ধৈয্য ধরতে পারলে তবে কোন সমস্য হবে না । কিন্ত বেশিরভাগ ট্রেডার মার্কেটের সামনে বসলেই নিজের নিয়ন্ত্রন নিজেই হারিয়ে ফেলেন । লিভারেজ বেশি থাকলে লট কিনতে কম ডলার লাগে । আর এই কারণে। অনেক ছোট একাউন্ট দিয়েও বড় সাইজের লট কিনা যায় ।
-
লিভারেজ ব্রোকার ভেদে বিভিন্ন হয়ে থাকে তবে রিয়াল ট্রেডিং এর ক্ষেত্রে বেশিরভাগ ব্রোকারই ১ঃ১০০০ থেকে ১ঃ২০০০ পর্যন্ত লিভারেজ দিয়ে থাকে। ফরেক্স সম্পর্কে ভালো ধারনা না থাকলে লিভারেজ বেশি নিয়ে কোনো লাভ নেই বলেই আমি মনে করি বরং লিভারেজ কম ব্যাবহার করলেই আমাদের জন্য ভালো হবে।
-
আমার মতে সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।
-
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডার কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই *দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।