মাত্রাতিরিক্ত আবেগ এবং উত্তেজনা কখনই ফরেক্স ট্রেডিংয়ের জন্য ভার না কারন এটি একজন ট্রেডারকে ভূল পথে পরিচালিত করে যার ফলে ট্রেডার ভূল ট্রেডিং সিদ।ধান্ত গ্রহন করতে বাধ্য হয় এবং খেসারত হিসাবে বড় ধরনের লসের মধ্য দিয়ে মার্কেট থেকে বিতাড়িত হতে হয়।
Printable View
মাত্রাতিরিক্ত আবেগ এবং উত্তেজনা কখনই ফরেক্স ট্রেডিংয়ের জন্য ভার না কারন এটি একজন ট্রেডারকে ভূল পথে পরিচালিত করে যার ফলে ট্রেডার ভূল ট্রেডিং সিদ।ধান্ত গ্রহন করতে বাধ্য হয় এবং খেসারত হিসাবে বড় ধরনের লসের মধ্য দিয়ে মার্কেট থেকে বিতাড়িত হতে হয়।
জীবনে চলার পথে প্রতিটি জিনিসেরই মাত্রা রেখে চলা উচিত। ভালো কিংবা মন্দ মাত্রাতিরিক্ত কন কিছুই ভাল না। বিশেষ করে আবেগ ও উত্তেজনা এই ২ টি জিনিস মাত্রার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণই হাফ ছেড়ে বাঁচা যায়। নয় তো মানুষকে শারীরিক, মানসিক, আর্থিক সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত হতে হয়। তাই এগুলো নিজের আয়ত্তের মধ্যে রাখাই ভালো।
ফরেক্স মার্কেটে আবেগ দিয়ে কাজ করা যাবেনা আমাদের কে এইখানে সব কিছু নিয়ম মাপিক ট্রেড করতে হবে। আমাকে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে আবেগের তারনাই বড় ভলিউমে ট্রেড করা যাবেনা। আমরা সাধারনত উত্তেজিত হয়ে যায় কিছু লস হলে তাই আমাদের কে এই এস কে স্বাভাবিক ভাবে নিলে ভাল হবে।
ওভার কোন কিছু করা ভালো না , আর সেটা যদি ফরেক্সের ক্ষেত্রে হয় তাহলে তো কোন কিছু বলার নাই । ফরেক্সে মাত্রাতিরিক্ত আবেগ ও উত্তেজনা ভাল নয় এতে আরো ক্ষতি হয় । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সে সম্পর্কে ভাল করে জানতে হবে , ফরেক্সে অনেক সময় মার্কেট ভাল থাকে , তখন বেশি আবেগে পরে ট্রেড করলে হবে না । মার্কেট পরবর্তিতে কোন দিকে মুভ করবে সেটা চিন্তা করে বা এনালাইসিস করে জেনে তারপর ট্রেড করতে হবে । আবেগের দ্বারা কোন কাজ করলে ফরেক্সে লস হবে ।
ফরেক্স ট্রেডিংয়ে আবেগ এবং উত্তেজনা কোনটাই ভাল নয় আর যদি সেটা মাত্রা অতিরিক্ত এবং বাধ ভাঙ্গা প্রকারের হয় তো সেটা আরও বেশি ক্ষতিকর কারন ফরেক্স ট্রেডিং হল ঠান্ডা এবং চিন্তাশীল মাথার কাজ ।যদি আবেগ এবং উত্তেজনাকে নিয়ন্তনে না রাখা যায় তাহলে যে কোন সময়েই অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে কারন আবেগ এবং উত্তেজনা নিজের ভিতর এত বেশী উদ্দীপনার সৃষ্টি করলে আপনি মার্কেট থেকে জিরো হবার সম্ববনা বেশি ।
ফরেক্স ট্রেডিং এ একটু মাত্র ভুলের জন্য অনেক অনেক পরিমান ক্ষতি হয়ে যায় , ফরেক্স মার্কেটে লস বা এই মার্কেটে টিকে না থাকার প্রথম অ প্রধান কারন হল মাত্রারিক্ত আবেগ ও উত্তেজনা । অনেক সময় আবেগের জন্য কারনে আমরা অনেক লস করে থাকি যদি আমরা আমদের আবেগ ও উত্তেজনা নিয়ন্ত্রন করতে পারতাম তা হলে আমরা বড় লসের হাত থেকে বাচতে পারতাম ।
আমি মনে করি প্রতিটা মানুষের মাঝেই আবেগ আছে। আবেগের বশে অনেক খারাপ,ভাল, ন্যায়, অন্যায় কাজ করে ফেলে যার ফলে জীবনের মোড় ঘুরে যায়।কিন্ত এই আবেগ নিশ্চয়ই নিয়ন্ত্রন করা যায়। মাত্রাতিরিক্ত আবেগ কখনোই ভালো নয়। ফরেক্স মার্কেট এ এধরনের আবেগ অনেক ক্ষতিকর।তাই ফরেক্স ব্যাবসায় টিকে থাকতে হলে আবেগ নিয়ন্ত্রন করুন।
না, মাত্রাতিরিক্ত আবেগ ও উত্তেজনা কখনোই ভালো না । একটা ভাল ট্রেডার কখনো মাত্রাতিরিক্ত আবেগ ও উত্তেজনা পূর্ণ হন না । কারন তাদের কাছে আবেগ বলে কিছু নাই । তারা জানে মাত্রাতিরিক্ত আবেগ ও উত্তেজনা কখনোই অনেক প্রফিট এনে দিতে পারে না ফরেক্স মার্কেট থেকে । আমি আবেগময় না ।
ফরেক্স মার্কেট এ আবেগ আর উত্তেজনা দিয়ে কোন কাজ হবে না। বরং ফরেক্স মার্কেট এ আগে এটাই ঠিক রাখা কঠিন হয়ে পরে। আর যারা আবেগ আর উত্তেজনা কন্ট্রোল করতে না পারে তারা লস সব সময় খেয়ে থাকে। বছরে এর পর বছরে ফরেক্স ট্রেড করেও সফলতা পায় না।
পৃথিবীতে আপনি যা কিছুই করেন না কেন আপনাকে ধরয্যের পরিচয় দিতে হবে । কারণ ধরয্য না থাকলে কোন কাজে সফল হওয়া যায়না । আর ফরেক্সের বেলায় আরও বেশি না কারণ এই ব্যবসায় যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে । তাই ধরয্য ধরে ভাল করে বিচার বিশ্লেষণ করে ট্রেড করা উচিৎ ।