-
ফরেক্স মার্কেট বৈদেশিক মুদ্রা কেনা বেচা করার আন্তর্জাতিক উন্মুক্ত একটি বাজার। এখানে নিজের ইচ্ছামতন সময়ে ট্রেড করা যায়। ঘরে বসে অথবা যেকন স্থান থেকে বসেই ট্রেড করা যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে কোন বিশেষ ডিগ্রির দরকার হয় না। নিজের ফ্রি সময়ে যে কেউ ট্রেড করতে পারে। তাই চাকরি বা পড়াশোনা পাশেও ট্রেড করা যায়।
-
অবশ্যই ফরেক্স ব্যবসা সকল শ্রেণীর বা পেশার মানুষই করতে পারে । যারা ইন্টানেট সর্ম্পকে সম্যক ধারণা রাখতে পারে তারা অবশ্যই এই ব্যবসা করতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা সকল শ্রেণীর মানুষের মধ্যে প্রচার করতে হবে যাতে করে তারাও এই ব্যবসা করতে ইচ্ছুক হয় ।
-
ফরেক্স মাের্কেট যে কয়টা কারণে বিশ্বব্যাপি জনপ্রিয় আমি মনে করি তার একটা অন্যতম কারণ হল এর মধ্য যে কোন পেশার মানুষ আসতে পারে । আর এখানে যোগ্যতার কোন মাপকাঠি নেই । কাজের মানদন্ড হল নিজের দক্ষতা যে যত বেশি দক্ষতা সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পারবে সে তত বেশি এখান থেকে ভাল আউটপুট পাবে । যারা দ্বারা সে অনেক ইনকাম করতে পারবে ।
-
আমার মতেও ফরেক্স মার্কেট সকলের জন্য। সকল শ্রেণীর পেশাজিবি এই মার্কেটে কাজ করতে পারে। আর তাছাড়া দক্ষ ট্রেডার হতে পারলে এই মার্কেট থেকেও অনেক বেশী আয় করা সম্ভব।আর এজন্যই এটা দারিদ্র্যতা বিমোচনের একটা অন্যতম জায়গাও।
-
ফরেক্র ট্রেডিং সবার জন্য উম্মুক্ত । এ ব্যবসায় প্রথমে অনেকই আসে কিন্তু ফরেক্র ট্রেডিং ঠিকমত না বুঝার কারনে ৯৫% লোক এখানে লুসার ।এত বিশাল পরিমান লুসার এর কারণ ফরেক্র সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা ।তাই এ ব্যবসা করতে হলে ফরেক্র বিষয়ে দক্ষতার প্রয়োজন ।
-
হ্যা , ফরেক্স মার্কেটে সকল পেশা ও শ্রেণীর মানুষ কাজ করতে পারে এবং তা সকল দেশের জন্য উন্মুক্ত । এখানে নারী ও পুরুষ উভয়েই কাজ করতে পারে এবং সকলে সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন । ঘরে বসে অনলাইনে ফরেক্স ট্রেডিং করা যায় ।
-
সকল ট্রেডার ও সকল মানুষ জানে যে ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে । তাই এখানে সকল মানুষ জয়েন করতে পারবে কারন জব করলে ও ফরেক্স ব্যবসা করা যাবে । তাই আমি আপনার সাথে একমত যে ফরেক্স মার্কেট সকল শ্রেনি পেসার মানুষ কাজ করে বা করতে পারবে । আমি তো জব করি কিন্তু ফরেক্স ব্যবসা ও করতে চাচ্ছি ।
-
ঘরে বসে অনলাইনে ফরেক্স ট্রেডিং করা যায় তাই নারীরা ফরেক্স মার্কেটে সাচ্ছন্দে কাজ করতে পারে । ফরেক্স মার্কেটে যেহেতু 1$ থেকে শুরু করে বিশাল অংকের টাকা নিয়ে ফরেক্স ট্রেডিং পরিচালনা করা যায় , তাই ধনী - গরীব সকলেই ফরেক্স মার্কেটে কাজ করতে পারে ।
-
ফরেক্স ট্রেডিং একটি মুক্ত ব্যবসায় । ফরেক্স মার্কেটে কাজ করতে কোনো প্রাতিস্ঠানিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এবং কোন বস এর অধিনে কাজ করতে হয় না, তাই ছাত্র-শিক্খক , কৃষক, শ্রমিক , দিনমজুর, নারী , পুরুষ সবাই কাজ করতে পারে।
-
হ্যা ফরেক্স মার্কেটে সকল শ্রেনী পেশার মানুষই কাজ করতে পারে।আপনি পড়াশুনা,চাকুরি এবং যেকোন কাজের পাশাপাশি ফরেক্স করতে পারবেন।আপনি ঘরে বসেই ফরেক্স এ কাজ করার মাধ্যমে আয় করতে পারবেন।তবে এজন্য আপনাকে ফরেক্স বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে।