ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
Printable View
ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জনুনেক প্রকার সমস্যা হতে পারে ফরেক্স ট্রেড করার জন্য যে কিছু ভাল পথ অবলম্বন করতে হয় সেটা ভাল করে জেনে নিতে হবে তাই ফরেক্স মার্কেটে এই সমসার সমাধান হল ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করা।
ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমনঃ ১। ধৈর্য ধারন করা। ২। লোভ কন্ট্রোল করা। ৩। প্রতি ট্রেড sl,tp ব্যবহার করা। ৪। মার্কেট এর ট্রেন্ড বুঝে ট্রেডিং করা। ৫। মানি ম্যানেজমেন্ট মান্য করা। ৬। ওভার কনফিডেন্স না হওয়া। এবং সর্বোপরি ওভার ট্রেডিং থেকে বিরত থাকা।
আমি আমার ব্যবসায়ের অনেক কৌশল এবং ব্যবসায়ের নিয়মগুলি সমাধান করেছি এবং আমার ট্রেডিংকে অনেক সময় ঝুঁকিপূর্ণ করেছি এবং নতুনদের বা নতুনদের অবশ্যই একটি স্বাস্থ্যকর ট্রেডিং পরিকল্পনা থাকতে হবে তাদের এটির জন্য কাজ করতে হবে এবং আমি মনে করি যে পরিকল্পনাটি যেমন কাজ করবে তাই তারা শৃঙ্খলার অভাব অনেক বড় অনেক ব্যবসায়ীদের সমস্যা যার অর্থ আমি হারাচ্ছি অনেক ব্যবসায়ী তাদের ট্রেডিং পরিকল্পনার সাথে তাদের লেগে থাকতে হবে যাতে ফরেক্স ব্যবসায়ীদের শৃঙ্খলা বজায় রাখতে একটি আবেগীয় নিয়ন্ত্রণের সূত্র ধরে থাকতে হবে। এছাড়াও ব্যবসায়ীদের সাধারণ শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী হওয়ার সুযোগ তৈরি করার জন্য অতিরিক্ত লাভের প্রয়োজন হয় না। এবং শৃঙ্খলা ফরেক্স বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে অবশ্যই খুব সুশৃঙ্খল ব্যবসায়ী হতে হবে এবং আপনি ফরেক্সে আপনার নিজস্ব ট্রেডিং পরিকল্পনা এবং ভাল কৌশল তৈরি করেছেন এবং ভাল ব্যবসায়ীদের জন্য ধৈর্যশীল হয়ে উঠেন এবং বৈদেশিক মুদ্রার বিশ্বে সাফল্য বর্ধক হওয়ার সেরা গাইড।
ফরেক্স এ সাইকোলজিকাল কিছু ব্যাপার রয়েছে।আপনি যখন ট্রেড করবেন তখন নিজেকে এক্সপাট ভাবতে যাবেন না নিজেকে এক্সপাট ভাবতে গেলে আপনার ভুল গুলো আর আপনার চোখে পরবেনা এবং আপনার মধ্য ওভার কনফিডেন্স চলে আসবে। আর এই ওভার কনফিডেন্স এর কারনে লস হয়ে থাকে। আর ট্রেড করার সময় উত্তেজিতো হবেন না।
ফরেক্সে অনুমানের কোন যায়গা নাই । এখানে মারকেট এনালাইসেস করে যেটা আসবে সেটাকে গুরুত্ত দিয়ে ট্রেড দিলে প্রফিট হবার সম্ভাবনা ৯০% । আর নিজের মতামতের ভিত্তিতে ট্রেড দিলে লসের সম্ভাবনা ৮০% ।
হে ভাই ফরেক্স মার্কেট এ অভার কনফিদগেন্স এ ট্রাড করা আর নিজের পায়ে নিজে কুরাল মারা আপনার আপনার জন্য সমান কথা , এখন পর্যন্ত আমি যত লুসার দের সাথি আলাপ করেছি তারা সবাই তাদের অ্যাকাউন্ট অভার কনফিডেন্স নিয়ে ট্রেড করে জিরো করেছে তাই আসুন আমরা সবাই অভার কনফিডেন্স ট্রেড করা থেকে বিরত থাকি এবং নিজের ট্রেডিং লাইফ কে আর ও সামনে নিয়ে যাই যদি ও আমি ও নিজেকে মাজে মাজে ধরে রাখতে পারিনা
আমার হয় কী যখোন কমে সন্তুষ্ট থাকি তখোন সফলতা পাই ৯০% আবার যখোন মনে হয় না আমার বেসি লাভ করতেই হবে তখোন হয়কি বেসি লস করি। আবার যখোন মনে হয় লাভ তো হবেই তখোন বেসির ভাগই একেবারে শেষ যাকে বলে দফারফা। তাই আমার মনে হয় লোভ করলেই লস আর এক্ষেত্রে অভার কনফিডেন্স করা উচিৎ না।
আমার মনে হয় ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
প্রথমে আপনার ভাল জ্ঞান রয়েছে এবং তারপরে কঠোর পরিশ্রম করুন সর্বদা শেখা এবং অনুশীলন করে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করুন। অনুশীলন আপনাকে অভিজ্ঞতা দেয় এবং আপনি যদি সফলতা চান তবে আপনার খুব ক্ষতি হওয়া যদি আপনার কোনও ক্ষতি হয় এবং আপনি কঠোর পরিশ্রম করে ক্ষতিটি পুনরুদ্ধার করার চেষ্টা করেন তবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।