-
আমরা ফরেক্সে যা ডিপোজিট করি তাই হল ব্যালেন্স। আর যা লাভ লস করি তার সাথে পূর্বের ব্যালেন্স এর যোগ বা বিয়োগফলই হল নতুন ব্যালেন্স। ট্রেড চালু না থাকা অবস্থায় ব্যালেন্স আর ইকুয়িটি সমান হয়ে থাকে। আর ট্রেড চালু থাকাকালীন ফ্লোটিং লাভ/লসের কারনে ইকুয়িটি কম বেশি হয়ে থাকে। ব্যালেন্স এর উপর ভিত্তি করে মানি ম্যানেজমেন্ট ঠিক করা উচিত।
-
ফরেক্সে প্রথম অবস্থায় আপনি যে পরিমান পুজি ডিপোজিট করেন তাই আপনার একাউন্ট ব্যালেন্স ফরেক্স ট্রেডিং এ ব্যালেন্স বলতে আমরা আরও বুঝি যে যত ডলার ব্যাবসার জন্য ইনভেস্ত করা হয়েছে এবং তার পরে লাভ অথবা লচ করে কেটে দিয়ে ট্রেড ক্লোজ করাকে মুল বেলেন্স বলে আমি মনে করি।
-
ফরেক্সে অন্য ব্রোকার হিসাবে, আমার সমতা এত বেশি নয়, আমি মাত্র 5 ডলার দিয়ে ফরেক্স শুরু করি, সেই সময়টি থেকে আমি আলোচনা থেকে পুরষ্কার এবং বেতন সংগ্রহের চেষ্টা করি। আমলে নেওয়া সমস্ত কিছু নিয়ে আমার কাছে বর্তমানে ফরেক্সে $ 225 এরও বেশি সমীকরণ রয়েছে। যাইহোক, প্রতি মাসে কোনও লাভ নেই, এখন এবং পরে দুর্ভাগ্য ইত্যাদি une রেকর্ডটি পরিষ্কার হওয়ার জন্য আতঙ্কিত নয় এমন লক্ষ্য নিয়ে ঝুঁকি ব্যবস্থাপনাকে অনুসরণ করুন
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে ব্যালেন্স বলকে আমরা যেটা বুঝি তা হলো,,, আমরা যে অর্থ ট্রেডিং মার্কেটে ডিপোজিট করে থাকি সেই অর্থকে ব্যালেন্স বলা হয়ে থাকে । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের ট্রেডিং একাউন্টে ব্যালেন্স ডিপোজিট করে তারপর ট্রেড করতে হয় । তারপর সেই ব্যালেন্স দিয়ে আমরা লাভ ও লচ করে থাকি । লাভ হলে ডিপোজিট ব্যালেন্সের সাথে অটোমেটিক যোগ হয়ে যায় এবং লচ হলে ও অটোমেটিক ব্যালেন্স থেকে কেটে নেওয়া হয় । তার মানে ট্রেড করে তারপর লাভ ও লচ করার পরে যে অর্থ ট্রেডিং মার্কেটে খেকে যায় সেই অর্থকে ব্যালেন্স বলা হয়ে থাকে,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স এ একজন নতুন ত্রাদের হিসেবে আমার ব্যালান্স ততটা বেশি না, আমি ফরেক্স সুরু করি মাত্র ১০ ডলার দিয়ে, অতপর আমি ফোরাম থেকে বোনাস ও উপার্জন কার চেষ্টা করি. সর্বমোট এখন আমার ফরেক্স অ ২২০ ডলার এর উপরে ব্যালান্স রয়েছে. তবে প্রতি মাসে লাভ হয় না, মাঝে মাঝে লস, ও হয়. রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি যাতে করে একাউন্ট শূন্য হয়ে যাবার ভয় থাকে না
-
ফরেক্স মার্কেট এ ব্যলেন্স বলতে এখানে আপনি দুই ভাবে বিনিয়োগ করতে পারেন একটি হলো নিজের মুলধন অপরটি হলো ফোরামের মাধ্যমে যে বোনাস পাবেন তা । এখানে আপনি যদি নিজেই মূলধন বিনিয়োগ করেন তাহলে ট্রেড করার পরে যা লাভ হবে তা এবং চাইলে আপনার মূলধনও ওয়িথড্র করতে পারবেন । অর্থাৎ আপনি এই ব্যবসায় যা বিনিয়োগ করবেন তা আপনার একাউন্ট এ ঝুক্ত হবে ব্যালেন্স হিসেবে ।
-
ব্যবসা করতে হলে মুলধনের প্রয়োজন । মুলধন ছাড়া ব্যবসা করা সম্ভব না । ব্যবসা করতে হলে মুলধন বিনিয়োগ করে ব্যবসা করতে হয় । মুল্ধনের মাধ্যমে ব্যবসা করে ব্যবসায়ের লাভ লস হয়ে থাকে । মূলধনের উপরও অনেক ব্যবসার লাভ লস করার পরিমান নির্ভর করে। ফরেক্সের ক্ষেত্রেও মুলধন প্রয়োজন । ফরেক্সের এই মূলধন কেই ব্যালেন্স বলে। এই ব্যালেন্সের উপরই অনেক কিছু নির্ভর করে।
-
যেকোনো ব্যবসাতেইন মূলধন খুবই গুরুত্বপুর্ন বিষয়। মূলধন ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। মূলধনের উপরও অনেক ব্যবসার লাভ লস করার পরিমান নির্ভর করে। ফরেক্সের ক্ষেত্রেও মুলধন প্রয়োজন । ফরেক্সের এই মূলধন কেই ব্যালেন্স বলে। আপনার একাউন্ট ব্যালেন্স যতই বেশি হোক না কেন আপনাকে ফরেক্স এর যাবতীয় নিয়ম কানুন মেনে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । তা না হলে হাজার ডলারের ব্যালেন্সও জির হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে ব্যালেন্স বা মূলধন খুবই গুরুত্বপূর্ণ কেননা ব্যালেন্স বা মূলধনের পরিমাণের উপর লাভ লস এর পরিমাণ নির্ভর করে থাকে।অর্থাৎ যদি কোন ট্রেডারের মূলধন বা ব্যালেন্সের পরিমাণ বেশি হয়ে থাকে পাশাপাশি সে যদি অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকে তাহলে সে অনেক বেশি প্রফিট করতে পারবে ঠিক তেমনি ব্যালেন্সের পরিমাণ কম হলে তাকে অল্প প্রফিট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।তবে মূলধন বা ব্যালেন্স প্রথমে আপনাকে যে কোন পদ্ধতিতে হোক যেমন নিজের পকেট থেকে অথবা ফোরামের বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করতে হবে। পরবর্তীতে সেই ডিপোজিট কে ব্যবহার করে ট্রেডিং করার মাধ্যমে প্রফিট করতে পারবেন অবশ্য সব সময় শুধু প্রফিট হবে এমন নয় লস হতে পারে। এক্ষেত্রে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে আপনার মূলধন বা ব্যালেন্স এর পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক তেমনি যদি আপনি লস করেন তাহলে আপনার মূলধন বা ব্যালেন্সের পরিমাণ লোপ পাবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফরেক্স ব্রকারে একটি একাউন্ট করতে হয় তাই এই একাউন্ট করার পর ফরেক্স একাউন্টে যে ডলার ধুকাতে হয় সেটই ফরেক্স মারকেটের বেলেন্স বলা হয়।আসলে এই ব্যালেন্স/ মূলধন হলো আমাদের সবকিছুর একটা অন্তরায়, এটা যদি পর্যাপ্ত না থাকে তাহলে আপনি ব্যবসাতে সেরকম আনন্দ পাবেন না। তাই এটাকে সার্বিকভাবে টিকিয়ে রাখা আমাদের অপরিহার্য কর্তব্য।