ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করি।সবাই সবার সুবিধার্তে যার যেমন ইন্দিকেটর দিয়ে কাজ করতে সুবিধা সে সেই ভাবে কাজ করে।একজন ট্রেডার এর কাছে এক এক ধরনের ইন্ডিকেটর ভালো লাগে।আর ট্রেডিং স্ট্রাটিজির মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকতে পারে । ইন্ডিকেটর এর মাধম্যে আমরা বিভিন্ন ট্রেডে এন্ট্রি নেযার আগে কনফার্ম হযে নেই ।