-
ওভার ট্রেডিং কখনো আমাদের ভাল সফলতা দিতে পারে না । কেননা ওভার ট্রেডিং করতে গেলে একজন ট্রেডার সব ট্রেডের প্রতি সমান মনযোগ দিতে পারে না । যার কারণে কোন না কোনভাবেই আমাদেরকে ধরাশয়ী হয়ে যেতে হয় । সে ক্ষেত্রে মনে রাখতে হবে যেন আমরা সর্বদা বেশি করে ফরেক্স নিয়ে প্রেকটিস করি এবং যথার্থভাবে লেগে থাকি এত অবশ্যই ভাল ফলাফল আসবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমরা মনে করি যে ভাল ভাবে ট্রেডিং করব কিন্তু বেশির ভাগ সময় আমরা ভুলে যায় এবং অভার ট্রেডিং করে বসি কারন ফরেক্স মার্কেটে অভার ট্রেডিং যত দিন না করবেন তত দিন একাউন্ট জিরো হবে না,তাই ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় অভার ট্রেডিং করা থেকে বিরত থাকিতে হবে।
-
ওভার ট্রেডিং..ফরেক্স এ খুব খারাপ জিনিস। কারন আমি দেখেছি প্রতিদিন মারকেট এক রকম যায় না। একটি পেয়ারে যখন একটা ট্রেড করে লস করি তারপর আবার অই পেয়ারে ট্রেড দিলে আবার ধরা খতেতে হয়। কারন মারকেট অনেক সময় সাইডয়ে চলে। তাই ফরেক্স অভার ট্রেড করা যাবে না।
-
ওভার ট্রেড আসলে লোভেরই বহিপ্রকাশ।ফরেক্সে ওভার ট্রেডিং করার ব্যাপারে আপনাকে অধিক সতর্ক থাকতে হবে কারন এটি যেমন আপনাকে এক সাথে অনেক বেশি প্রফিট এনে দিতে পারে ঠিক তেমনি যেকোনো মূহত্বে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সকে জিরো করে দিতে পারে।আপনার উচিত সব সময় মার্জিন লেভেল ঝুকি মুক্ত রেখে তার পর ট্রেড করা।
-
ফরেক্স মার্কেট থেকে যদি আপনি সত্যি টাকা ইনকাম করতে চান,তাহলে ওভার ট্রেডিং করবেন না, ওভার ট্রেডিং করে কেয় কোন দিন সফল হতে পাড়ে না,ওভার ট্রেডিং আমাদের জন্য অনেক খারপ একটা লোভ, যার কারণে আমরা ওভার ট্রেডিং করে থাকি, ওভার ট্রেডিং বেশির ভাগ সময় আপনাকে লস করাবে, আপনাকে লোভ সামলাতে হবে , দিনে ২-৩ টা ট্রেড নিলেয় আর ট্রেড করার দরকার নাই, মার্কেট থেক বের হইয়ে আশা ভালো, অভার ট্রেড আমাদের জন্য অনেক ক্ষতিকর......।।
-
অতিরিক্ত ট্রেড কখনোই ফরেক্স মার্কেটে ঠিক নয় । অামরা মাত্রাতিরিক্ত কখনোই কাজ করব না তাহলেই অামরা সফলকাম হতে পারব না । অামরা ট্রেড করব বুঝে শুনে তাহলেই অামরা অার লসে পড়ব না । যে যত বেীশ লসে পড়েছে এই ওভার ট্রেডের জন্যই পড়েছে । অতএব বেশী বেশী এ্যানালাইসিস অার কম কম ট্রেড তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং ভালো নয় এতে করে বেশি লস হতে পারে।আপনি ভালোকরে মার্কেট এনালাইসিস করে প্রতিদিন দু একটি ট্রেড করুন এতে করে লাভ বা লস হলে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।কারন ওভার ট্রেড করলে নিজের উপর একটু বেশি চাপ কাজ করে এতে করে ট্রেডের ডিসিশন সঠিক নাও হতে পারে।
-
পৃথিবীতে অতিরিক্ত কোন কিছুই ভাল না। অতিরিক্ত বৃষ্টিতে বন্যা হয়,অতিরিক্ত খরাতে ফসল নষ্ট হয়, অতিরিক্ত আবেগ ফরেক্সের জন্য ধ্বংসাতœক। ভাল ট্রেডাররা সবসময় যুক্তিদিয়ে ট্রেড করে থাকে।অতিরিক্ত ট্রেড ওপেন করলে মানিমেনেজম্যান্ট রক্ষা করা বেশ কঠিন হয়ে যায়। মূলধন সবসময় ঝুকির মধ্যে থাকে। মূলধনের সুরক্ষা দিতে এবং লস এরিয়ে লাভ করতে চাইলে আবেগ ত্যাগ করে যুক্তি দিয়ে ট্রেড করুন।
-
ব্যক্তিগতভাবে অভার ট্রেডিং আমি কখনও করিনা। কিন্তু অনেক কে আবার অভার ট্রেডিং কর এ বিভিন্ন সিগন্যাল নিয়ে যার ফলে ঐ ব্যক্তি অনেক ক্ষতি গ্রস্থ হয়ে যায়। তাই আমাদের উচিত অন্নের কথা না শুনে নিজে বুঝে ট্রেড করা দরকার। যদি ফরেক্স এ লাভবান করতে চান তবে অভার ট্রেডিং করা থেকে বিরত থাকুন। অল্প ট্রেডিং করুন অধিক লাভবান করুন। অর্থাৎ আপনি অল্প ট্রেড করে অধিক লাভবান করেন।
-
ট্রেড করার পূর্বে একবার নিজের মনকে প্রশ্ন করুন আমি কেনো ওভার ট্রেডিং করবো ? লক্ষ্য করলাম যে-এই ওভার ট্রেড,ওভার ফাস্ট,ওভার রাইটিং,ওভার ইটিং,ওভার রানিং,ওভার টকিং...ইত্যাদি শব্দগুলোতে স্বাভাবিক ঝুকিঁঁ বা ক্ষতিকর সংকেত পাওয়া যায়৷আমরা লোভে পড়ে বেশি লাভের আশায় এই ওভার ট্রেডিং করে করে শেষে আমাদের মূলধনই হারিয়ে ফেলি৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷